১০ মেন ইন ব্ল্যাক ফ্যাশন টিপস -

১০ মেন ইন ব্ল্যাক ফ্যাশন টিপস

বিখ্যাত ফ্যাশন ব্লগার ছবি পোড়ওয়ালের টিপস।

স্টাইলিশ পুরুষদের ওয়‍্যার্ডরোব এসেন্সিয়াল্সে ব্ল্যাক ড্রেস নেই এটা ভাবাই যায়না।কালো পুরুষ ফ্যাশন জগতের আলো হয়ে সর্বকালে বিরাজমান তার প্রধান কারণ হল এই রং প্রায় সব ধরণের অকেশনে ক্লাস,সফিস্টিকেশন আর মিস্ট্রি লুকে সুপার ফিট আর হিট।বিখ্যাত ফ্যাশন ব্লগার ছবি পোড়ওয়ালের টিপস।

১)ব্ল্যাক মাস্ক

এখন কোথাও মাস্ক ছাড়া বেরোনো কল্পনা করা যায় না আর ফাইভ /সেভেন লেয়ার ব্ল্যাক ওয়াশেবল মাস্ক যে কোনও ড্রেস আর অকেশনে মাস্ট।

২)ট্র্যাকার,বম্বার,নেহরু জ্যাকেট

পুরুষের শীতবস্ত্র এখন আর শুধু কোটে সীমাবদ্ধ নেই।এসে গেছে নানা ধরণের ট্রেন্ডি জ্যাকেট।এই লেটেস্ট ট্রেন্ডি জ্যাকেট দারুণ কম্ফোর্টেবল আর মেন্টেন করা খুব সহজ।

৩)স্লিম ফিট ফর্মাল,সেমি ফর্মাল শার্ট

একটি স্মার্ট ফিটেড ব্ল্যাক শার্ট  চেহারায়এলিগেন্স আনে আর যে কোনও সান্ধ্য পার্টিতে হিট।

৪)পোলো,ক্যাজুয়াল টি শার্ট

স্টিভ জোবস, হৃতিক থেকে ইয়াং জেন সবাই মজে এই ব্ল্যাক টি শার্টে আর এর সবচেয়ে সুবিধে সব বয়েসের ফ্যাশন স্টেটমেন্টে খুব সহজে ক্যারি করা যায়।

৫)ব্ল্যাক স্যুট

এলিগেন্ট,সফিস্টিকেটেড,পাওয়ারফুল।সর্বকালে,সর্বযুগে এই চিরন্তন সুপারকূল ড্রেসের বিকল্প নেই।

৬) ব্ল্যাক ফর্মাল ট্রাউজার

অফিস,কনফারেন্স,পার্টিতে যুগে যুগে এর আকর্ষণ অমোঘ আর অপ্রতিরোধ্য সেটা আর বোধহয় নতুন করে বলার নেই।

৭)শ্রী চরণে শু,স্লিপার্স,স্নিকার্স

ফর্মাল অকেশনে পলিশ্ড ব্ল্যাক শু,আর পার্টিতে ব্ল্যাক স্টাইলিশ স্লিপঅলস স্টাইল স্টেটমেন্টের আভিজাত্য বাড়াবে।

৮)বেল্ট,ওয়ালেট,মোজা

যে কোনও পোশাকের সঙ্গে আ্যকসেসরিজ হিসেবে এর জুড়ি মেলা ভার আর ব্ল্যাক মোজার আকর্ষণও দারুণ।

৯)সানগ্লাস,টাই

ক্লিন্ট ইস্টউড,বিগ বি,রণবীর থেকে আদিত্য ব্ল্যাক সানগ্লাস আর টাই এদের ফ্যাশন স্টেটমেন্ট।

১০)ব্ল্যাক ব্যাগ,ব্রিফকেস

ল্যাপটপ ক্যারি ব্যাগ থেকে ব্রিফকেস এর এলিগেন্সই আলাদা আর সুবিধে চট করে নোংরা হওয়ার ভয় থাকে না।

মনে রাখতে হবে টু মাচ ব্ল্যাক নয়।এটা মনে রাখা দরকার সব অকেশনে আর পার্টিতে প্রতিবারে ব্ল্যাক রিপিটিটিভ হলে সেটা ফ্যাশন স্টেটমেন্টের পক্ষে ভাল নয়।

ঋণ:মেনএক্সপি ডট কম।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *