১৫টি হেয়ার কেয়ার হার্বাল টিপস -

১৫টি হেয়ার কেয়ার হার্বাল টিপস

চুলের বৃদ্ধিতে, চুল পড়া রুখতে,খুশকি প্রতিরোধে…

চুল পর্যাপ্ত পরিমানে বাড়ছে না ?কাঁধ অবধি এসে আটকে যাচ্ছে ?অনেকেরই এই সমস্যায় পড়েন।অনেক কারণে চুল পড়তে পারে।বংশগত,হরমোনের সমস্যা,ভুল লাইফস্টাইল,টেনে চুল বাঁধা,বেশি হিট স্প্রে যেমন স্ট্রেটনার,পার্মিং,এবং করা।এর সমাধানে কিছু  প্রাচীন ভেষজ টোটকা-

বায়োটিকের মাস্ক রুট ট্রিটমেন্ট-১০ % ডিসকাউন্ট

চুলের বৃদ্ধিতে

  • কচি পেঁয়াজের রস চুলের গোটায় মাসাজ করুন।
  • ঘন্টাখানেক গ্রিন টি মাসাজ করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন/গ্রিন টি তে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চুলের বৃদ্ধিতে সাহায্য করে আর উজ্বলতা বাড়ায়।
  • কাঁচা আলু ,পাতিলেবুর রস আর ডিম মিশিয়ে রাখুন।অল্প মাসাজ করে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।সপ্তাহে দু দিন করলে উপকার পাবেন।
  • প্রোটিন প্যাক হিসেবে ২ ডিম,১ টেবিল চামচ মধু,আর নারকেল তেল মিশিয়ে মাখতে পারেন সপ্তাহে এক দিন।১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ মেথিদানা ১ লিটার জলে সারারাত ভিজিয়ে রাখুন/সেই জলে চুল ধুয়ে ৩ ঘন্টা পর আবার হালকা গরম জলে চুলে ধুয়ে নেবেন।সপ্তাহে একদিন করলে চুল দ্রুত বাড়বে।
  • আমলকির রস তিল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মাসাজ করলে চুলের বৃদ্ধির সঙ্গে উজ্বলতা  বাড়ে,চুল কালো হয় আর কন্ডিশনারের কাজ করে।
  • নারকেল তেলের সঙ্গে কাঁচা আমলকির রস মিশিয়ে মাথায় আধ ঘন্টা লাগিয়ে শ্যাম্পু করে নিতে হবে।    

হার্ব টার্বো -৩৩% ডিসকাউন্ট

চুল পড়া রুখতে –

চুল পড়া স্বাভাবিকের থেকে বেশি কিনা বুঝতে এক গোছা চুল আগা থেকে গোড়া অবধি টান টান করে ধরুন।এতে যদি ৬ টার বেশি চুল উঠে আসে তাহলে তা সমস্যার ইঙ্গিত দেয়। 

  • কাঁচা আলুর রস চুলের গোড়ায় মাসাজ করুন।এতে ভিটামিন এ,বি ও সি থাকায় চুলের গোড়া শক্ত করে।
  • যে অংশে চুল পাতলা,সেখানে নারকেলের দুধ লাগাতে পারেন।সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।এটি চুলের ডগা ফাটাও আটকাতে সাহায্য করে।
  • ২ চামচ জিরে গুঁড়ো অলিভ বা ক্যাস্টর পেলে সারারাত ভিজিয়ে রাখুন।মাঝে মধ্যে এই তেল মাসাজ করলে চুল পড়া বন্ধ হয়ে উজ্বলতা বাড়ে।
  • কাঁচা আমলকি বাটা লেবুর রসে মিশিয়ে রাখুন।শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে মিশিয়ে নিয়ে ব্যবহার করুন।
  • তিল তেলে ব্রাহ্মী,আমলকি,ভৃঙ্গরাজ ফুটিয়ে রাখুন।নিয়মিত এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।গাছের মূল যে দোকানে অথবা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন।       

আরও পড়ুন -২০ হার্বাল কেয়ার

ড্যানড্রাফ রুখতে

  • তুলসী,জবা,আমলকি সমান পরিমাণে তিল তেলে ফুটিয়ে রাখুন।ডাবের জলের সঙ্গে অল্প করে এই তেল মিশিয়ে চুলের গোড়ায় সপ্তাহে দুদিন মালিশ করুন।
  • নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ১৫ মিনিট মেখে শ্যাম্পু করে নিন।
  • গুঁড়ো মেথির সঙ্গে টক দই মিশিয়ে মেখে মাখলে উপকার পাবেন।
  • পেঁয়াজের রস: দুটো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ জলে মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। কিছু ক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *