সেঞ্চুরি ল্যামিনেটসের নতুন টিভিসি -

সেঞ্চুরি ল্যামিনেটসের নতুন টিভিসি

সম্প্রতি ভারতের অন্যতম শ্রেষ্ঠ অন্দরসাজ প্রতিষ্ঠান সেঞ্চুরি ল্যামিনেটসের হাই গ্লস রেঞ্জের সুপার গ্লস লুসিডার টেলিভিশন,রেডিও আর ডিজিটাল চ্যানেলের জন্য নতুন টিভিসি লঞ্চ হল।

সুদীর্ঘ ৩৫ বছর ধরে সেঞ্চুরি প্লাই ক্রেতাদের কাছে ঐতিহ্য,মর্যাদা,গুণমান আর আস্থার জন্য সুবিদিত আর এই নতুন টিভিসিতে তাদের গুণপনা,শক্তি আর নান্দনিকতার অঙ্গীকার রেখেছে।হাই গ্লস রেঞ্জের লুসিডার বৈশিষ্ট তার দীর্ঘদিনের ধরে রাখা দীপ্তি,স্থায়িত্ব আর ঔজ্বল্য।কিচেনের দৈনন্দিন তেল,মশলা,আগুন,ধোঁয়ার সঙ্গে দাপটে যুদ্ধ করে নিজের স্বতন্ত্র ঔজ্বল্য বজায় রাখার জন্য লুসিডা প্রসিদ্ধ আর সমাদৃত।

এই মজার টিভিসিতে এই মুহূর্তে বাংলার অন্যতম শীর্ষ অভিনেতা যীশুকে বৌকে ইমপ্রেস করার জন্য রান্না করতে গিয়ে রান্নায় ম্যাসাকার করে আসন্ন বিপদ আর ক্ষতির সামনে আস্বস্ত হওয়া যে তার এই কুকীর্তি সামলানো গেল লুসিডা ল্যামিনেটসের কল্যাণে।উন্ডারমান থম্পসন নির্মিত আর স্মল ফ্রাই প্রোডাকশন প্রযোজিত এই টিভিসি ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছে।

এই উপলক্ষে সেঞ্চুরি প্লাইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী কেশব ভজনকা জানালেন সারফেস সলিউশনে লুসিডা সেঞ্চুরি ল্যামিনেটসের সুপার গ্লসি রেঞ্জের অন্তর্ভুক্ত।এর উৎকর্ষ,নানা রঙের বৈচিত্র আর দীর্ঘদিন ধরে রাখা ঔজ্বল্যের কারণে ক্রেতামহলে বিপুল জনপ্রিয়।কিচেন এমন একটা জায়গা যেখানে সারফেসকে তাপ,ধোঁয়া,খাবারের দাগ, তেলের,হাতের ছাপ এমন অনেকের সঙ্গে মোকাবিলা করতে হয়।এই বিজ্ঞাপনে সেইসব বিপুল ঝঞ্ঝাটের বিরুদ্ধে নিজের উজ্জ্বলতা আর উৎকৃষ্টতা দীর্ঘদিন ধরে রাখার বৈশিষ্টের,কিচেন সারফেস মানেই লুসিডা ল্যামিনেটসের গুণপনার প্রকাশ।

১৯৮৬ সালে সেঞ্চুরি প্লাইবোর্ডস ইন্ডিয়া লিমিটেড (CPIL)যাত্রাপথের শুরু শ্রী সজ্জন ভজনকা এবং শ্রী সঞ্জয় আগরওয়ালের যুগ্ম প্রচেষ্টায়।এর সাফল্যের উন্মীল উন্মেষে অল্প সময়ের মধ্যে বাজারে শ্রেষ্ঠত্বের সাফল্যের মুকুটের বিশেষ মণিরত্ন ভারতের প্রথম ISO 9002 স্বীকৃতি,কলকাতা,চেন্নাই, গুয়াহাটি, কার্নাল,কান্ডলা,ভারতের বাইরে মায়ানমার এবং লাওসে ম্যানুফ্যাকচারিং ইউনিট।উৎপাদন শৈলীতে কমার্শিয়াল মেরিন, শাটারিং, ডেকোরেটিভ প্লাইউড, ল্যামিনেটস, ভিনিয়ের,ডোরস, এমডিএফ, প্রেলাম ফাইবার সিমেন্ট বোর্ডস, পিভিসি শিটস,ফেস ভিনিয়ের্স,এক্সটেরিয়া এক্সটেরিওর ল্যামিনেটসে স্বতন্ত্র স্বকীয়তা।২০০৩,২০০৫,২০০৬,২০০৭,২০০৮ পাঁচ বছর প্রখ্যাত বিজনেস জার্নাল ‘কনস্ট্রাকশন ওয়ার্ল্ডের ‘ফাস্টেস্ট গ্রোইং কোম্পানি উইথ হাইয়েস্ট টার্নওভার’ দুর্লভ স্বীকৃতি। এছাড়া টপ ৫০০ সুপার ব্র্যান্ডস অফ ইন্ডিয়া,ডান অ্যান্ড ব্র্যাডশিটের ২০১৪-১৫ র  ‘টপ ১০০’ লিস্টের শিরোপা।বোরার প্রুফ প্লাইউড আর বয়েলিং ওয়াটার রেসিস্টেন্স ক্ষেত্রে পথিকৃৎ লাইফস্টাইল সেগমেন্টের কঠিন প্রতিযোগিতার বাজারে সদর্পে,স্বমহিমায় সমুজ্জ্বল।          

লুসিডার নতুন টিভিসি-

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *