মান্থলি ই এম আই লোন ইন্টারেস্ট মুকুব নিয়ে সুপ্রিম কোর্ট কি বললেন? -

মান্থলি ই এম আই লোন ইন্টারেস্ট মুকুব নিয়ে সুপ্রিম কোর্ট কি বললেন?

কোভিড দুঃসময়ে কি সরকার তথা রিজার্ভ ব্যাঙ্ক ই এম আই এর মান্থলি ইনস্টলমেন্ট ইন্টারেস্ট মুকুব করবে?    

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা এক বিশাল সংখ্যক দেশবাসীকে কিছুটা স্বস্তি দেবে তা হল মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তার অবস্থান স্পষ্ট করতে বলেছে।

গত 6 মাস ধরে চলা কোভিড অতিমারীতে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর বিপর্যস্ত।এই সময় কেন্দ্র তথা রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কে সমস্ত ই এম আই স্থগিত করা হয় যাকে মরাটরিয়াম বলে।এই মরাটরিয়ামের জন্য দেশের এক বিশাল উচ্চ,মধ্যবিত্ত,চাকরিজীবী,ছোট,বড়ব্যবসায়ী,কৃষিজীবী ওয়ার্কিং উওমেন,গৃহবধূ,ইয়াং জেনারেশন ,হোম লোন, আরও অন্যান্য প্রয়োজনীয় লোনের ই এম আই স্থগিত বেশ কিছুটা স্বস্তি দিয়েছে।যদি এই স্বস্তি না পাওয়া যেত তাহলে এই করোনাকালে দীর্ঘ লকডাউনে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হত এ কথা অনস্বীকার্য। 

আজ আদালতে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে ‘আমরা রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে একসঙ্গে সমন্বয় রেখে কাজ করছি।‘

এখানে উল্লেখ্য যে  সুপ্রিম কোর্ট গত ১৭ জুন এই মামলার শুনানি স্থগিত রেখেছিল এবং আজ বর্তমান সুদের ওপর আরও এক্সট্রা ইন্টারেস্ট নেওয়া যায় কিনা তাও জানাতে বলেছে।মামলাকারীদের আইনজীবী কপিল সিবাল জানান যে মোরাটোরিয়াম অর্থাৎ ঋণের কিস্তি স্থগিতের শেষ সময় ৩১ অগাস্ট তাই যতদিন না এই মামলার নিস্পত্তি হচ্ছে ততদিন যেন মরাটোরিয়ামের মেয়াদ শেষ না করা হয়।

গজেন্দ্র শর্মার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছিল’ একবার ঋণের ছাড় দিলে অবস্থার পরিবর্তন না হলে তা বদল করা যায় না আর এই সময় সুদের ওপর সুদ নেওয়ার কোনও প্রয়োজন আমরা দেখছি না।এই বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট।

সুত্রঃ টাইমস নাউ,হিন্দু,এনডিটিভি

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *