পুজোর ফ্যাশনে সাধারণই অসাধারণ Fashion Trends -

গ্র্যাফিক্স-পৃথ্বীরাজ বসাক

পুজোর ফ্যাশনে সাধারণই অসাধারণ Fashion Trends

আমাদের পুজোর ফ্যাশনে সেলেব নয়,আমার আপনার বাড়ির মেয়েদের ফ্যাশন।

প্রতি বছরেই মা আসেন নিজের ছন্দে। রং বদলায় শরতের আকাশ। সেই সঙ্গে বদলে যায় বাঙালি নারীর সাজ। ষষ্টী থেকে দশমী, এক্কেবারে আলাদা পোশাক,গয়না,লিপস্টিক।দুর্গা পুজো মানেই চোখে ঝিলমিল লেগে যাওয়া। ছাপোষা জীবন ফেলে রেখে রঙিন পোশাকে মন উড়ে যায় নীলদিগন্তে! কাশ ফুলে ছুটে বেড়ায় অপু-দুর্গা! ঘরে ঘরে জীবন্ত দুর্গারা জেগে ওঠে নানা সাজে ! আমাদের পুজোর ফ্যাশনে সেলেব নয়,আমার আপনার বাড়ির মেয়েদের ফ্যাশন।

অরিত্রি সোহিনী ঋতিকার পুজোর ফ্যাশন-#pujafashion

 অরিত্রির ফ্যাশনে ম্যাক্সের পিওর কটন ব্লু ফ্লোরাল টপের সঙ্গে ডেনিম জগার্স সঙ্গে রিবকের বেইজ স্নিকার্স। মেকআপে মেবিলিন ফিটমি ফাউন্ডেশন,কনসিলার,ল্যাকমে অ্যাবসোলিউট ব্লাশ,লিপস্টিকে ল্যাকমে অ্যাবসোলিউট লিপি পাউট ম্যাট।#fashiontrends

সোহিনীর সাজে ম্যাক্সের হোয়াইট স্ট্র্যাপি ড্রেস।মেকআপে নো মেক আপ লুক,ল্যাকমে ফাউন্ডেশন,আই লাইনার ,ন্যুড লিকুইড লিপস্টিক।#fashion clothing

ঋতিকার ফ্যাশন বেবি পিঙ্ক বাঁধনি কুর্তি,সঙ্গে সিলভার অক্সিডাইজড ঝুমকা,মেকআপে ল্যাকমে ফাউন্ডেশন বিউটির ব্লাশ।

অরিত্রীর ফ্যাশন স্টেটমেন্ট ম্যাক্সের পিওর  কটন মিকি টপ ,ব্র্যান্ড ফ্যাক্টরির ব্ল্যাক ব্লু লেগিন্স মেকআপে মেবিলাইন ফিটমি ফাউন্ডেশন আর কনসিলার, অ্যাভন ফেস পাউডার,ল্যাকমে অ্যাবসোলিউট লিপ পাউট ম্যাট পার্পল (মাসাবা কালেকশন),মেবিলাইন কোলোসাল কাজল লাইনার কানের গয়না -মেটাল হুপ্স শেডস কেমিস্ট্রি

সোহিনীর সাজে মনমোহিনী বুটিকের ফুশিয়া পিঙ্ক পাড়ে ব্ল্যাক সিল্ক শাড়ির সঙ্গে সিলভার জুয়েলারি।     

ঋতিকার সাজে গ্রে পেন্সিল স্কার্ট আর ব্ল্যাক স্লিভস বডিকন টপ,ব্লো ডায়েড হেয়ার,মেক আপ উইংড আইলাইনার আর রেড লিপ্স।

 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *