ওয়ার্ক ফ্রম হোমে কেমন সাজবেন ? ৫ টি টিপস -

প্রিয়াঞ্জলি নিয়োগী চন্দ

ওয়ার্ক ফ্রম হোমে কেমন সাজবেন ? ৫ টি টিপস

 বাড়িতে পরা টিশার্ট আর ট্র্যাক প্যান্ট পরে ওয়ার্ক ফ্রম হোম ? একদম নয় । বাড়িতে অফিসের কাজের সময় একটু টিপ টপ হয়ে কাজে বসলে মনটাও একটু ফ্রেশ থাকে তাই একটু ফ্যাশনেবল হলেতো  ভালই লাগে ।

সাইকলজি অফ ফ্যাশন’ এর লেখক প্রফেসর ক্যারলিন মেয়রের টিপস –  

. লুজ কুর্তা যা দেখতে ভাল আর  কমফর্টেবল সেই ড্রেসই সবচেয়ে ভাল । আর এটা জুম ভিডিও কনফারেন্স বা স্কাইপ কল দু ক্ষেত্রেই মানানসই ।

.  উজ্বল , ভাইব্র্যান্ট রঙের পোশাক মন কে প্রফুল্ল রাখবে । ব্রাইট রেড, পিঙ্ক,নীল শেডের টপ পরতে পারেন ।সঙ্গে লুজ অফ হোয়াইট লেগিংস ,পালাজো বা প্যান্ট ।

. চেকস, ক্রস চেকস, ডট ,ববি প্রিন্ট  মাল্টি কালার ম্যাচিং প্যাটার্ন খুব ভাল লাগবে ।

 ৪. ম্যাচিং হাল্কা ,ছোট দুল ,মিনিমাল মেক আপ ,সঙ্গে হাল্কা ডিও ।

৫. এই মুড ফ্রেশ করা আউটফিট শুধু আপনাকে দেখতে ফ্রেশ রাখে না সঙ্গে আপনার  মেজাজ ও তরতাজা রাখে ,আশঙ্কা ,স্ট্রেস থেকে দূরে থাকতে সাহায্য করে।  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *