সেনকো গোল্ড ১১:১১ -

সেনকো গোল্ড ১১:১১ 

অফারে পাচ্ছেন দৃষ্টিনন্দন গয়নায় অবিশ্বাস্য ছাড় ও এক্সক্লুসিভ ডিজাইন।

নিজের ভাগ্যকে দিন সোনা আর হিরের ছোঁয়া! ভারতের অন্যতম শ্রেষ্ঠ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের  বিশেষ ইনফাইনাইট অ্যাবান্ডেন্স ডে সেলিব্রেশন ১১:১১ অফারে পাচ্ছেন দৃষ্টিনন্দন গয়নায় অবিশ্বাস্য ছাড় ও এক্সক্লুসিভ ডিজাইন। প্রতি গ্রাম সোনার দামে ৩১১ টাকা ছাড়,সোনা আর প্ল্যাটিনাম গয়নায় মেকিং চার্জ  মাত্র ১১.১১% আর হীরের গয়নার এমআরপির ওপর ফ্ল্যাট ১১.১১ % ছাড়। সীমিত সময়ের এই অফারে আপনার সৌন্দর্য ও ভাগ্য দুটোই ঝলমল করবে নতুন আলোয়! এর কিছু ঝলক রইল –

ক্রিসেন্ট ওয়েভ গোল্ড রিং –  নরম তরঙ্গের মতো সাবলীল আকৃতি ও সূক্ষ্ম কারুকার্যে অনুপ্রাণিত এই সোনার আংটিটি এক অনন্য শিল্পসৃষ্টি। গোলাকার কোমল শীর্ষে খোদাই করা নিখুঁত ওপেনওয়ার্ক ডিজাইন, যার মাঝে মিশে গেছে তরঙ্গের ছন্দ আর চাঁদের বাঁকানো আভা। ঐতিহ্যের মাধুর্য ও আধুনিক সৌন্দর্যের এই মনোরম মেলবন্ধন আপনার প্রতিদিনের সৌন্দর্য অথবা বিশেষ মুহূর্ত, সবকিছুকেই করে তুলবে আরও দীপ্তিময়।

https://sencogoldanddiamonds.com/jewellery/crescent-wave-gold-ring

বিষ্ণু নমাম এনামেল ডায়মন্ড পেন্ডেন্ট –  আধ্যাত্মিক সৌন্দর্যের পরশে ভরিয়ে তুলুন নিজেকে এই মনোমুগ্ধকর পেনড্যান্টে, যেখানে খোদিত রয়েছে পূজ্য বিষ্ণু নামম প্রতীক। লাল ও সাদা এনামেলের ছোঁয়া এবং তলার অংশে জ্বলজ্বলে ব্রিলিয়ান্ট-কাট হীরের শোভা এই গয়নাকে করে তুলেছে ভক্তি ও আভিজাত্যের অপূর্ব সংমিশ্রণ।

https://sencogoldanddiamonds.com/jewellery/vishnu-namam-enamel-diamond-pendant

ডেলিকেট ড্রিফট গোল্ড রিং – এই মনোরম সোনার আংটিটি সূক্ষ্ম কারুকার্য আর কোমল বাঁকের এক নিখুঁত মেলবন্ধন। এর উপরের অংশে রয়েছে নকশাদার ল্যাটিসওয়ার্ক, যা ঘিরে আছে তরঙ্গের মতো নরম প্রান্তরেখা। হালকা, স্নিগ্ধ ও মার্জিত এই ডিজাইন আপনার স্টাইলকে দেবে এক অনন্য আভিজাত্যের ছোঁয়া।

https://sencogoldanddiamonds.com/jewellery/delicate-drift-gold-ring

আর্টফুল অরা গণেশা ডায়মন্ড পেন্ডেন্ট – পবিত্র সৌন্দর্য থেকে অনুপ্রাণিত এই গণেশ পেনড্যান্ট তৈরি হয়েছে উজ্জ্বল সোনায়, যেখানে ফুটে উঠেছে ফুলের মতো কোমল নকশা। হীরাখচিত মুকুট ও ঘূর্ণায়মান বেসে ঝলমলে অলঙ্করণের ছোঁয়া একে দিয়েছে আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পিত আভিজাত্যের অনন্য মিশেল। প্রতিদিনের পরিধান হোক বা উৎসবের সাজ,এই পেনড্যান্টে খুঁজে পাবেন সৌন্দর্য ও শুভ্রতার দীপ্তি। 

https://sencogoldanddiamonds.com/jewellery/artful-aura-ganesha-diamond-pendant

ফ্লোরাল হারমোনি গোল্ড রিং – এই পরিশীলিত সোনার আংটিতে রয়েছে নকশাদার ওপেনওয়ার্কে ফুটে ওঠা এক নিখুঁত ফ্লোরাল মোটিফ, যেখানে ঐতিহ্যের ছোঁয়া মিলেছে আধুনিক সরলতার সঙ্গে। প্রতিদিনের সাজে এটি যোগ করবে এক অনন্ত আভিজাত্যের ছোঁয়া।মনে রাখবেন এই গয়নাটি হলমার্ক ছাড়াই প্রদান করা হচ্ছে।

https://sencogoldanddiamonds.com/jewellery/floral-harmony-gold-ring

১১: ১১ শুভক্ষণ মিস করবেন না। 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আশ্চর্য অপ্রতিম সম্ভার প্রতক্ষ্য করতে ক্লিক করুন –

https://sencogoldanddiamonds.com/

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *