মৃগনয়নী ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট -

মৃগনয়নী ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট

দক্ষিণাপণের অন্যতম বিশিষ্ট প্রতিষ্ঠান এম পি গভর্মেন্ট এম্পোরিয়ামের মৃগনয়নী এই নববর্ষ এবং নারীদিবস উপলক্ষ্যে অভিনব প্রয়াস  ‘অনুপমা’ সেলফি কন্টেস্ট’।এতে যোগদানের পদ্ধতি খুব সহজ।আপনার পছন্দের মৃগনয়নী পোশাকে সেজে একটি সেলফি তুলে সেটা পাঠিয়ে দিন হোয়াটস্যাপ নম্বর :7439612704।মনে রাখবেন এই অনুপমা সেলফি কন্টেস্টের সময়সীমা ২৯শে এপ্রিল পর্যন্ত তাই এর মধ্যেই আপনার প্রিয় মৃগনয়নী পোশাকে সেলফি তুলে পাঠিয়ে দিন।বিজয়ীদের পেয়ে যাবেন  এক্সক্লুসিভ উপহার।তাহলে দেরি না করে সেজেগুজে সেলফি পাঠিয়ে দিন। এছাড়া আনন্দের খবর এখন মৃগনয়নীতে কেনাকাটায় বিশেষ ছাড় চলছে।

সেলফি পাঠাবার  হোয়াটস্যাপ নম্বর :7439612704 ।২৯শে এপ্রিলের মধ্যে ছবি পাঠান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *