মনসুন ফ্যাশন -

ছবি -শাটারস্টক

মনসুন ফ্যাশন

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ,হেয়ারস্টাইলিস্ট স্বপ্না মোতি ভাবনানির টিপস।

বর্ষাকালীন ফ্যাশনের জন্য মনে রাখতে হবে এই সময়ের হিউমিডিটি আর বৃষ্টির কথা।ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ওয়াটারপ্রুফ মেটেরিয়াল সংমিশ্রণ এবং ঘরে বাইরের যে কোনো অকেশনের জন্য   কতটা মানানসই সেটাই প্রধান বিবেচ্য।

) ফেব্রিক সিলেকশন : ব্রেথেবল ফেব্রিক এবং যা তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন পোশাক পরা উচিত।

এই সময়ে সিল্ক ,ডেনিম যা ময়েশ্চার ধরে রাখে এমন ফেব্রিক এড়িয়ে চলা শ্রেয়।

) উজ্বল রং : ফ্যাকাশে মেঘাচ্ছন্ন আকাশে কিছুটা বিষাদের আভাস থাকার জন্য বর্ষাকালে প্রাণোচ্ছল  উজ্বল রং আপনাকে তাজা,উৎফুল্ল থাকতে সাহায্য করবে।এছাড়া জলের দাগ এড়ানোর জন্য ডার্কার শেডসের পোশাক পরা ভালো।   

৩) ঐতিহ্য,পরম্পরার শাড়ি ,সালোয়ার: বাঙালির সুতির ,লিনেনের শাড়ির আভিজাত্য,উপযোগিতা কালোত্তীর্ণ।সামলানো ,ব্যবহার দুটোই সোজা।আজকের ফ্যাশনের কটন কুর্তি,কুর্তার চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে এবং নির্দ্বিধায় বলা যায় শাড়ির তুলনায় সহজে সামলানো যায়।

৪) মডার্ন আউটফিটস : মনসুন ফ্যাশনে মডার্ন আউটফিটে পালাজ্জো,ক্যাপ্রি, অ্যাঙ্কেল লেন্থ লেগিংসের সঙ্গে টিউনিক ,শর্ট ড্রেস মানাবে ভালো।

৫) ফুটওয়্যার : রাবার স্যান্ডেলস ,জেলি’স ,কুইক ড্ৰাই স্নিকার্স। লেদার এড়ানোই উচিত।

) অ্যাকসেসরিজ : স্টাইলিশ রেনকোটস,ছাতা ,ওয়াটারপ্রুফ ব্যাগস।এই সময়ে মিনিমাম জুয়েলারি পরুন এবং মেটাল বা অন্য ধাতুর হলে দেখে রাখতে হবে জলের সংস্পর্শে তা থেকে রং বেরোচ্ছে কিনা। 

) হেয়ারস্টাইল :ক্লাসিক বান (জুড়া),সিঙ্গেল অথবা সেড ব্রেইডেড স্টাইল,ফিশটেইল ব্রেইড,হাই পনিটেল,লো পনিটেল,টুইস্টেড হেয়ারস্টাইল,স্লিক  অ্যান্ড স্ট্রেট,শর্ট হেয়ার কাটস যেমন বব,পিক্সি কাট।   

) অ্যান্টি ফ্রিজ প্রোডাক্টস :মনসুন হেয়ার কেয়ারে  অ্যান্টি ফ্রিজ সেরামস ,লিভ- ইন কন্ডিশনার্স আর হেয়ার স্প্রে ব্যবহার করলে চুল ভালো থাকবে।

)নিয়মিত কন্ডিশনিং : বর্ষাকালীন আবহাওয়ায় ডিপ কন্ডিশনিং করলে চুলের স্বাস্থ্য ভালো এবং সতেজ থাকবে ।আর এই সময়ে হিট স্টাইলিং এড়াতে হবে ।

১০) হাইড্রেশন :শুধু শরীরের বাইরের যত্ন আর স্টাইল নয় এই সময় বেশি করে জল খেতে হবে ভেতর থেকে চুল আর শরীর যাতে হাইড্রেটেড থাকে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *