১) আইলাইনার পেন্সিল ব্যবহারের আগে একটু গরম করে তারপর ঠান্ডা হওয়ার পর হাতে চেক করে তারপর ব্যবহার করুন ,খুব সহজে ময়েস্ট হলে ইউজ করতে সুবিধে হবে ।
২) লিপস্টিক ব্যবহারের সময় কনসিলার ব্রাশ ইউজ করুন ।
৩) চোখের পাতায় মাস্কারা লাগানোর সময় একটা চামচ ব্যবহার করুন ।
৪) যে কোনও মেক আপ প্রোডাক্ট কেনার পরেই তার এক্সপায়ারি ডেট একটা মার্কার দিয়ে লিখে রাখুন যাতে আপনার নজর না এড়ায় ।
৫) জমে যাওয়া বা ভাঙা পাউডার কম্প্যাক্ট ঠিক করতে বক্সে একটু এলকহোল দিয়ে সেটাকে মিশিয়ে একদিন রেখে দিলেই আবার সেই কম্প্যাক্ট ব্যবহার করতে পারবেন ।
৬) মেক আপ দীর্ঘস্থায়ী রাখতে হেয়ার স্প্রের জল ওপরে শূন্যে স্প্রে করে ওপরের দিকে মুখ করে থাকুন জলবিন্দু মুখে এসে পড়বে এবং এতে মেকাপ দীর্ঘস্থায়ী হবেই।
শেয়ার করুন :