এখন বাজারের লেটেস্ট ট্রেন্ড হল উড ভিনিয়ের্স।তার কারণ এরা টেকসই,স্থায়ী আর কাঠের থেকে কম দামি। যাদের বেশি দামের কাঠের সামগ্রী ব্যবহার করার সামর্থ্য নেই তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
কাঠের জিনিসপত্রের মতন একধরণের নয় ,ভিনিয়ের্স নানান স্টাইল ,টেকশ্চার আর ডিজাইনে পাওয়া যায়। সেইজন্য বাড়ির আর ফার্ণিচারে দারুণ মনোহর নান্দনিক রূপদান করে।এখন বাজারে বিপুল বৈচিত্রের ভিনিয়ের শিটস পাওয়া যায় যা সুরুচিপূর্ণ ,লাবণ্যময় এবং অত্যন্ত কার্যকরী।
আক্ষেপের কথা বেশিরভাগ মানুষ এই বিষয়ে বিশদে জানেন না। এইজন্য তারা বাড়ি সাজাতে সেই চিরাচরিত এক পদ্ধতি অবলম্বন করে থাকেন।এই দ্বিধা কাটিয়ে অন্দরসাজের রুপটান উন্নত করতে এই ভিনিয়েরগুলির হদিশ দেওয়া হল:
১)ওক ভিনিয়ের
দীর্ঘকাল ধরে ওক গাছ দীর্ঘস্থায়ী আর টেকসই স্ট্রাকচার গড়ে তুলতে ব্যবহৃত হয়ে এসেছে।সেই এক বৈশিষ্ট্য ওক ভিনিয়েরেও উপলব্ধ।এটিও দীর্ঘস্থায়ী,বলিষ্ঠ আর স্থিতিশীল।সেই কারণে দীর্ঘকাল ব্যবহার করার ফার্ণিচারের জন্য ওক ভিনিয়েরই সবচেয়ে ভালো।ওক ভিনিয়ের দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি ইন্টেরিয়রে অনুপম নান্দনিক সৌন্দর্য্যসৃষ্টি করে।দুই ধরণের ভিনিয়ের পাওয়া যায় ,লাল আর সাদা। এই দুই ধরণের রঙের জৌলুসে ইন্টেরিয়র হয়ে ওঠে ট্রেন্ডি আর মনোরম।
২) টিক ভিনিয়ের
টিক একধরণের গ্রীষ্মপ্রধান গাছ যা ময়েশ্চার রেসিস্টেন্ট এবং দীর্ঘস্থায়ী।এই কারণে নৌকো তৈরিতে ব্যবহার করা হয়।কিন্তু এটি বাড়ির সৌন্দর্য্য বাড়াতেও দারুণ পছন্দ।এই ভিনিয়ের শিটের পেল ব্রাউন রং অভিজাত আর নান্দনিক। বাড়িতে আধুনিক কাঠের আভিজাত্য আনে।টিক ভিনিয়ের সেই সব মানুষের পছন্দ যারা ভালো মানের দেখতে সুন্দর অন্দরসাজ ভালোবাসেন।টিক ভিনিয়ের তাদের বৈশিষ্টের কারণে ক্রেতাদের সব ধরণের চাহিদাপূরণ করতে সক্ষম।
৩) চেরি ভিনিয়ের
চেরি ভিনিয়েরকে কাঠের প্রথাগত পুরোনো ব্রাউনিশ আর ইয়েলোইশ শেডসের তুলনায় আলাদা দেখতে হয়। এই ভিনিয়েরের হালকা পিঙ্কিশ -ব্রাউন রং প্রথম দর্শনেই অতিথিদের নজর কেড়ে নেয়।এছাড়া চেরি ভিনিয়েরের স্ট্রেট গ্রেনসের চরিত্রের জন্য অন্যান্য উড ভিনিয়েরের থেকে অন্যরকম দেখতে লাগে। এই ভিনিয়ের শিটসে ক্ষতি প্রতিরোধী ক্ষমতা আছে।এই জন্য ফ্লোরিংয়ে ময়েশ্চার, ঘুণ,উইপোকা থেকে ক্ষয় রোধ করে।এই অসামান্য গুণাবলী আর মনোহর শোভার কারণে চেরি ভিনিয়ের সারা পৃথিবীতে সমাদৃত।
৪) মেপল ভিনিয়ের
মেপল উড আনুমানিক ১২৮ ক্যাটাগরিতে পাওয়া যায়।সবসময় ক্যাটালগ দেখবেন না।সাধারণত ক্রিমি হোয়াইট আর টিনজ্ড লাইট ইয়েলো শেডসে আসে যা ব্যবহারের পর ডিপ পেল গোল্ড কালার ধারণ করে। মেপল ভিনিয়ের অত্যন্ত টেকসই আর জল,ময়েশ্চার প্রতিরোধী।এর সুব্যবহার ক্যাবিনেট ইন্টেরিয়রে,শেল্ফে যেখানে টেকসই আর কাঠের সৌন্দর্য্যের প্রয়োজন।মেপল ভিনিয়ের পেল শেডসে আসে।কিন্তু একে পালিশ করে আপনার পছন্দের রঙে রাঙিয়ে নিতে পারেন।বাড়ির নান্দনিক বাহার বাড়ায় ,সঙ্গে পাওনা টেকসই আর বলিষ্ঠতা।
৫ ) বিচ ভিনিয়ের
বিচ ভিনিয়ের সেই সব মানুষের পছন্দ হবে যারা টেকশ্চারে গভীরতা আর ঘনত্ব চান।এই ভিনিয়ের শিটস বাড়িতে একটা সমৃদ্ধ টেকশ্চার এনে তোলে। বাড়ি আর ফার্ণিচারে সুক্ষ রুচি মাধুর্য্যের ছোঁয়া আনে।এর ওপরে এই ভিনিয়ের শিটস বাড়ির বাসিন্দাদের উষ্ণতা প্রদান করে।এই কারণে ঠান্ডা আবহাওয়ার মানুষদের প্রথম পছন্দ এই ভিনিয়ের।এটা গরমের অনুভূতি আনার জন্য বাড়িতে ব্যবহার করা হয়।
ভারতের ভিনিয়ের ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডসগুলি নিত্যনতুন ডিজাইন আর কার্যকারিতার সুবাদে আপনার বাড়ি করে তুলছে আভিজাত্যে প্রাচুর্যময়।এখন যখন আপনি এতরকম ভিনিয়ের শিটসের কথা জানলেন তাই শুধু একরকম ভিনিয়ের শিটেই সীমাবদ্ধ না থেকে সব ধরণের ভিনিয়ের শিট নিয়ে দুর্দান্ত সাজিয়ে তুলুন আপনার বাড়িকে।
সেঞ্চুরি প্লাইয়ের অপরূপ ভিনিয়ের রেঞ্জের যেমন সেনজুরা স্টাইলস আর ন্যাটজুরা স্টাইলস ন্যায্য খরচে আপনার বাড়িকে স্বপ্নের বাড়ি গড়ে তুলবে এই বিষয়ে আমরা নিশ্চিত।
বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন : https://www.centuryply.com/centuryveneers
শেয়ার করুন :