সাড়ম্বরে শুরু হয়ে গেছে ৪৮তম কলকাতা বুক ফেয়ার।বাঙালির বাস্তরিক মহাপার্বণে অসংখ্য প্রকাশক,বই,লিটল ম্যাগাজিন,খাবার স্টলের ভিড়ের মধ্যে থেকে কিছু বাছাই করা বইয়ের হদিশ রইল।বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে কিনে ফেলতে পারেন।
প্রকাশক –ব্ল্যাকলেটার্স।
আজকের বাংলা প্রকাশনা জগতে প্রকাশক হিসেবে আত্মপ্রকাশের আত্মপ্রত্যয় লাগে।কর্ণধার অর্ক দেবে সেই দুঃসাহসী দুর্দান্ত কাজ করেছেন । এবারের ব্ল্যাকলেটার্সের কিছু উল্লেখযোগ্য বই :
গুঁড়োমশলা।কাবেরী গোস্বামী।মূল্য ২০০ টাকা।গুঁড়োমশলা যেন এক কিচেন লেন্স। লেখক পেন খুঁজতে চাইলে খুঁজে পান হামন দিস্তা। আজীবন যে মেয়েদের কাটাতে হয় রান্নাঘরে, বিনা পারিশ্রমিকের বেগার দেওয়ায়, তাদের সবার জবানবন্দি এই কবিতাগুলি। রান্নাঘর থেকে তিনি সবটা দেখেন, যা দেখেন টুকে রাখেন। গুঁড়োমশলার গন্ধ চরিত্র দুই-ই লেগে এই কবিতাগুলির গায়ে।
ভাঙার গান।কাজী নজরুল ইসলাম।মূল্য ২০০ টাকা।১৯২৪ সালের অগস্ট মাসে প্রকাশিত হয় ভাঙার গান। ১১ নভেম্বর ১৯২৪ নিষিদ্ধ করা হয় ভাঙার গান। ব্রিটিশ আমলে সেই বই আর প্রকাশিত হয়নি। এই গ্রন্থ প্রকাশের শতবর্ষে, নজরুল জন্মের ১২৫ বছর পেরিয়ে ব্ল্যাকলেটার্স থেকে প্রকাশিত হয়েছে ভাঙার গান, সটীক সংস্করণ। গ্রন্থভুক্ত হয়েছে কবির হস্তাক্ষর, ছবি, ফ্যাকসিমিলি, প্রসঙ্গকথা, উত্তরভাষ। উত্তরভাষ অংশটি লিখেছেন অর্ক দেব।
নিমাই ঘোষের গল্প। অশীতিপর অভিনেতা নিমাই ঘোষের একমাত্র গল্প সংকলন। মূল্য ২৫০ টাকা।
নাশকতার আবোল তাবোল।অভীক মজুমদার।মূল্য ২৫০ টাকা। আবোল তাবোল তথা সুকুমার রায়কে চুম্বক করে এই গ্রন্থটি লিখেছেন কবি অধ্যাপক অভীক মজুমদার। আবোল তাবোলের অনাবিল হাস্যরস, ব্যঙ্গ, বিদ্রুপের মধ্যে ঘুরতে ঘুরতে, আটটি নিবন্ধে অভীক মজুমদার আসলে খোঁজেন সুকুমারের অন্তর্ঘাত প্রবণতা। খোঁজেন উপনিবেশবাদের বিরুদ্ধে বিস্ফোরণ, অযুত পাঠ সম্ভাবনা।
ভালো ।জয় গোস্বামী।মূল্য ২০০ টাকা।জয় গোস্বামীর লেখাজীবনের একদম শেষ পর্যায়ে প্রকাশিত কাব্যগ্রন্থ ভালো। মোট ৪২টি কবিতা রয়েছে বইটিতে। প্রতিটি কবিতাই পূর্বে অপ্রকাশিত।
আবার রবীন্দ্রনাথ ।জয় গোস্বামী।মূল্য ২০০ টাকা ১৬ বছরের ব্যবধানে প্রকাশিত রবীন্দ্রনাথ বিষয়ে জয় গোস্বামীর একটি পূর্ণাঙ্গ নিবন্ধগ্রন্থ আবার রবীন্দ্রনাথ।
হারানো দিন স্মৃতিলেখায় বিশ্বায়ন পূর্ববর্তী কলকাতার সময়। সৌমিত্র বসু।মূল্য ২৫০ টাকা
ছোট ছোট আলাপ এ বইয়ে ধরে রেখেছে কলকাতার হৃদয়।
নক্ষত্রকথা ।সুদেষ্ণা বসু।মূল্য ৮০০ টাকা।নক্ষত্রকথা সুদেষ্ণা বসুর দীর্ঘ চর্চার ফসল। বিংশ শতকের ৩৪ জন শিল্পীর জীবন ও কাজ গভীর ভাবে অবলোকন। সেই তালিকায় রয়েছেন: শম্ভু মিত্র, উৎপল দত্ত, গায়ত্রী দেবী, লেডি রানু মুখার্জি, লীলা মজুমদার, এ টি কানন, পাহাড়ী সান্যাল, সুবিনয় রায়, বিনোদবিহারী মুখোপাধ্যায়-সহ বিংশ শতাব্দীর আপন আলোয় সমুজ্জ্বল, আপন বৈশিষ্ট্যে স্বকীয়তায় পরিপূর্ণ নক্ষত্ররা।
পুতুলের কুচকাওয়াজ।সঞ্জয় মুখোপাধ্যায়।দাম ৪০০ টাকা।এই বই প্রথমে প্রণাম জানায় সিনেমা ও মঞ্চের জাদুকরদের। বাংলা সাহিত্যের গতায়তের দিকে তেরছা নজরে তাকায় সঞ্জয়ের গদ্যসমূহ।এই গ্রন্থভুক্ত অক্ষরমালা প্রশ্নবাণে বিদ্ধ করে তথাকথিত বুদ্ধিজীবীদের। সাংস্কৃতিক পরিসরেও দক্ষিণপন্থার বাড়বাড়ন্তকে তীক্ষ্ণ নজরে দেখেন সঞ্জয়।
গান প্রসঙ্গে।সুধীর চক্রবর্তী।সংকলক: অভিরূপ মুখোপাধ্যায়।দাম ৪০০ টাকা।এই বইয়ের দুটি পর্ব। প্রথম পর্বে রয়েছে, ২০০১ সালে প্রকাশিত, অধুনালুপ্ত ‘বাংলা গানের আলোকপর্ব’ নামক এক আশ্চর্য গ্রন্থের সাতটি লেখা। রবীন্দ্রনাথ, নজরুল, দিলীপকুমার রায়ের গানের পাশাপাশি এই পর্বের রচনাগুলি বাংলা আধুনিক গানের দিগন্তকেও স্পর্শ করে আছে। ‘বাংলা সংগীতচিন্তার নবজন্মএবং ‘গান বিষয়ে’ নামক সাক্ষাৎকার-এই নিয়ে তৈরি হয়ে উঠেছে এ-সংকলনের দ্বিতীয় পর্ব। যুক্ত হয়েছে সুধীর চক্রবর্তীর গ্রন্থপঞ্জির পরিবর্ধিত-রূপ, সংক্ষিপ্ত জীবনপঞ্জি।
উইন্ডস্ক্রিনের ধুলো।প্রদীপ দাশশর্মা।৩৫০ টাকা। আসানসোল নিবাসী ভিন্নধারার গদ্যকার প্রদীপ দাশশর্মার আত্মকথা উইন্ডস্ক্রিনের ধুলো। এই গদ্যে যেমন উঠে এসেছে নাছোড় আসানসোল, তেমনই আশ্চর্য গদ্য ধরে রেখেছে বাংলা সাহিত্যের দিকপাল শক্তি চট্টোপাধ্যায়, উদয়ন ঘোষদের।
দশমিক পত্রিকা।লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন।টেবিল ২২৩
উল্লেখযোগ্য এবারে বইমেলায় নিয়মিত বেরোতে থাকবে চার পাতার বইমেলা বুলেটিন।কার্টুন: চিরঞ্জিৎ সামন্তএছাড়া বইমেলার রোজকার নানান খুচরো খবর…দাম: ১০.০০
যাঁদের লেখা থাকছে: মৃদুল দাশগুপ্ত, সাহানা বাজপেয়ী, রজতেন্দ্র মুখোপাধ্যায়, রাণা রায়চৌধুরী, তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, দীপাংশু আচার্য, সন্দীপন চট্টোপাধ্যায়, সার্থক রায়চৌধুরী, দোয়েলপাখি দাশগুপ্ত, মানিক চক্রবর্তী, সুস্নাত চৌধুরী।
বোধশব্দ।লিটল ম্যাগাজিন টেবিল ২০২
হরফচর্চা,বাংলা টাইপোগ্রাফি এবং লিটল ম্যাগাজিনের দুনিয়ার অন্যতম পুরোধা সুস্নাত চৌধুরী তাদের বোধশব্দ নিয়ে লিটল ম্যাগাজিনের এলাকা আলো করে আছেন।
থাকছে তুমুল জনপ্রিয় হরফ চর্চা ৬ হরফচর্চা | বাংলার টাইপোগ্রাফি পত্রিকা
১ ও ২ নিঃশেষিত। তবে, সদ্যপ্রকাশিত ‘হরফচর্চা ৬’ তো বটেই, ৩ থেকে ৫ কিছু কপিও পাওয়া যাবে কলকাতা বইমেলায়।
ভেটকির ভূত!নেমে এল বোধশব্দ-র টেবিলে।
সন্মাত্রানন্দের বই।ধানসিঁড়ি।স্টল :২২১
রুপোর পৈঁছে অনন্তবাউটি। হারিয়ে যাওয়া দুটি গয়না। গদাধর ও সারীর ভুলে যাওয়া শিশুকাল। মূক প্রকৃতির অস্ফুট শব্দরূপ, ধাতুরূপ। আমাদের উৎসের শ্রমসাধ্য অনুসন্ধান। বিব্রত জীবনের ফুটিফাটা মাটির নীচে অন্তঃসলিলা ধ্রুব বিশ্বাসের স্রোত। ‘মৃত্যু যার আবহসংগীত, অমৃত তারই প্রাপনীয়।’
অন্যান্য বই –
নাস্তিক পন্ডিতের ভিটা
ছায়াচরাচর
দীনেশ গুপ্তের রিভলবার
হওয়ার মতন নেশার মতন
শ্রীগদ্যশরীর
কৃষ্ণাদ্বাদশীর মেঘ
পুনর্যাপি ফিনিক্স
ভামতী অশ্রুমতী
একা একা অক্ষরেরা ।লালমাটি প্রকাশন।স্টল ৫৬৫
স্রোতবক্ষে রাখিব মর্মর
দুঃসাহসের ইজারা।গৌতম ভট্টাচার্য,দেবারতি মুখোপাধ্যায়।দীপ প্রকাশন।স্টল নম্বর:৪২৩
বাংলায় যৌথ উপন্যাস সম্ভবত প্রথম।কলেজ স্ট্রিট পাড়া ব্যাপক বিস্মিত দেবারতি মুখোপাধ্যায়-গৌতম ভট্টাচার্যের যুগলবন্দিতে।
অনুষ্টুপ।স্টল নম্বর ৩২৯
মেয়েদের পথ চলার পাঁচ দশক -শাশ্বতী ঘোষ।মূল্য :৫০০ টাকা।
মেয়েদের ভোট -স্বাতী ভট্টাচার্য।মূল্য:২৫০ টাকা।
র্যাডিকাল ইম্প্রেশন।অগ্নিযুগ গ্রন্থমালা।স্টল নম্বর ৫১৪।৯নম্বর গেট।
কল্পনা দত্ত স্মৃতিকথা ।১৫০ টাকা
স্বাধীনতা আন্দোলনে বাংলার নারী।কমলা দাশগুপ্ত।৩২০ টাকা।
মুক্তি সংগ্রামে বাংলার উপেক্ষিতা নারী।সোনালী দত্ত।১২৫ টাকা।
নারীর পৃথিবী নারীর সংগ্রাম।সুপর্ণা লাহিড়ী বড়ুয়া।১২৫ টাকা।
গাঙচিল ।স্টল –৪৭৪
সুন্দরবনের দরিদ্র নারীর কণ্ঠ– জগন্নাথ মাহাতো,রাকেশ শাসমল।৪৫০ টাকা।
আদম।স্টল –৫১২
ভূমেন্দ্র গুহ সম্পাদিত কুসুমকুমারী দাশের দিনলিপি।২০০ টাকা।
বঙ্গীয় সাহিত্য পরিষৎ।স্টল –৩৭৪
উনিশ শতকে স্ত্রীশিক্ষা (দুষ্প্রাপ্য গ্রন্থমালা-১ )সম্পাদনা -স্বপন বসু ।২৫০ টাকা।
নারীজাতি- বিষয়ক প্রস্তাব।(দুষ্প্রাপ্য গ্রন্থমালা) ।কালী প্রসন্ন ঘোষ।২৫০ টাকা।
প্রোগ্রেসিভ পাবলিশার্স।স্টল –২৫৮
নারীচেতনা ও সংগঠন ঔপনিবেশিক বাংলা ১৮২৯ -১৯২৫।সারদা ঘোষ।৩০০ টাকা।
নারীবাদ ইতিহাস তত্ত্ব দর্শন ও অর্থ সামাজিক বিশ্লেষণ।শুক্লা চট্টোপাধ্যায় ও সঙ্ঘমিত্রা দাশগুপ্ত।২২০ টাকা।
শেয়ার করুন :