আর কদিন পরেই পুজো। সারা বছর ধরে প্রতীক্ষার অবসান। প্রাণোচ্ছল উৎসব,আনন্দের দিনে নিজেদের সাজগোজের সঙ্গে নিজের বাড়িকে এই উৎসবের সময় সাজিয়ে তুলতে বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনারদের ফেস্টিভ হোম ডেকোর টিপস –
পটেড প্ল্যান্টস
ইন্ডোর প্ল্যান্টস ঘরের রুচিমাধুর্য্য আর তাজা আবহাওয়ার জন্য প্রসিদ্ধ। এই পুজোর সময় ঘরের মধ্যে ,ব্যালকনিতে ইন্ডোর হাউসপ্ল্যান্টস আর তাতে আলোর ছড়ায় সাজালেই ম্যাজিকের মতন আপনার বাড়ি পাল্টে গিয়ে উৎসব স্পেশাল হয়ে উঠবে।
আলোর স্রোতে পাল তুলেছে
কত সহজে কত অপূর্ব রূপসজ্জা।পর্দা টেনে দিয়ে তাতে ফুল আর আলো দিয়ে সাজিয়ে এমন একটা আশ্চর্য অসামান্য ব্যাকগ্রাউন্ড যা আপনাকে ,আপনার পরিবার ও বন্ধুবান্ধবকে রূপকথার রাজ্যে নিয়ে যায়।
আলো ফুলের ছড়া
এক একটা গাঁদা ফুলের ছড়ার শেষে ছোট ল্যাম্পের সারির ডেকর আপনার বাড়ির অন্দরসাজে বর্ণিল বিভা ,মোহময়ী মাধুর্য্যের পরিবেশ সৃষ্টি করবে।
উজ্বল পর্দা,সোফা কভার
পুজোর সময়ে প্রাণচঞ্চল গ্ল্যামার,সতেজ অন্দরসাজের জন্য উজ্বল রঙের সোফা কভার আর পর্দা দিয়ে বাড়ি সাজালে ‘মম গৃহে আজি পরমোৎসব…’।
ফুলে ফুলে
পুজোর সময় বাড়িতে যে কোনো কোণে,টেবিলে,একটু ফাঁকা জায়গায় একটা পাত্রে জল দিয়ে তাতে ফুল দিয়ে সাজিয়ে রাখলে তার বর্ণে গন্ধে আমাদের মন প্রাণ তাজা রাখে।
শেয়ার করুন :