ঝলমলে আলো, গ্ল্যামারের ঝলক আর তারকাখচিত রাত,এভাবেই প্রতি বছর দীপাবলির উৎসবে মেতে ওঠে বলিউড। আলোকসজ্জা, ঐতিহ্য আর আধুনিকতার রঙে রঙিন হয় সেলিব্রেটিদের বাড়ি। এবারও সেই উৎসবের ঝলক ধরা পড়েছে আমাদের বিশেষ বলিউড দীপাবলি ব্যাশ ছবির ফ্রেমে।দুটি দিওয়ালি পার্টিতে ,রমেশ তৌরানি এবং মনীশ মালহোত্রার বাড়ির জমাটি দিওয়ালি পার্টির কিছু ঝলক-

নীতা আম্বানি,চিরকালীন রেখা ও মনীশ মালহোত্রা

কিং খান

সুহানা আর গৌরী খান

কাজল আর ন্যাসা দেবগন

সেই ভুবনভোলানো হাসির মাধুরী মাধুর্য

রমেশ তৌরানি দিওয়ালি পার্টিতে সলমান আর ক্যাটরিনা

জাহির-সোনাক্ষী,বিজয়- তামান্না,শিল্পা -রাজ
ছবি- মনীশ মালহোত্রা ইন্সটা,রমেশ তৌরানি ইন্সটা, এএনআই ,বলিউড বাবল।
শেয়ার করুন :