ইন্টেরিয়র ক্রিয়েটিভ ডিজাইনে ডেকোরেটিভ ভিনিয়ের্সের দীপ্তি -

ইন্টেরিয়র ক্রিয়েটিভ ডিজাইনে ডেকোরেটিভ ভিনিয়ের্সের দীপ্তি

দৃষ্টিনন্দন,অভিজাত উষ্ণতা,দীর্ঘকাল নতুনের মতন ঝকমকে…

যখন আপনি আপনার বাড়ির ইন্টেরিয়রকে দৃষ্টিনন্দন করে তুলতে চাইছেন সেখানে ভিনিয়ের ব্যবহার করা সেরা সিদ্ধান্ত।ইন্টেরিয়র ডিজাইন অ্যাপ্লিকেশনের জন্য দারুণ বিশেষত ফার্ণিচারের সারফেস ডেকোরে,দরজায় অথবা অন্যান্য সাজসজ্জার সামগ্রীতে।

ভিনিয়ের কাকে বলে ?

ভিনিয়ের এক ধরণের কাঠের পাতলা স্তর যাকে গাছের গুঁড়ি থেকে ফালি করে,ছাল ছাড়িয়ে অথবা চিরে ফেলে সংগ্রহ করা হয়।এইগুলি ভিনিয়ের স্লাইসার দিয়ে কাটা হয় যেটা গাছে গুঁড়ি অর্থাৎ লগ থেকে চ্যাপ্টা টুকরো করে রিবনের মতন কেটে নেওয়া হয়।এছাড়া ভিনিয়ের রোটারি কাটার দিয়েও কাটা হয় যা আরো ঘন,গভীর আর অনিয়মিত ভাবে কাটা হয়।এরপর এই শিটগুলিকে শুকিয়ে,রং এবং গুণমানের ভিত্তিতে আলাদা করে বেছে অন্য উপাদানের সঙ্গে আঠা দিয়ে জোড়া হয়।        

এই শিটগুলি প্রধানত ফার্ণিচারে ও অন্যত্র  কাঠের কাজে ব্যবহার করা হয় কারণ দুর্মূল্য আসল কাঠের দামের তুলনায় দামে সাশ্রয়ী এবং এগুলো দেখতে আশ্চর্য সুন্দর আর আকর্ষণীয় হয়।  

 ডেকোরেটিভ ডিজাইনে ভিনিয়ের ব্যবহারের সুবিধে

বৈচিত্র: নানা ধরণের গাছ থেকে ভিনিয়ের সংগ্রহ করা হয়ে থাকে যেমন প্রথাগত ভাবে ওক,টিক,শিশম,আবার মহার্ঘ মনোরম মেহগনি এবং এবনি।প্রত্যেক গাছের চরিত্র আলাদা যেমন রং,গ্রেন প্যাটার্ন আর টেকশ্চার যার দৌলতে ডিজাইনে বিভিন্ন ধরণ তৈরি হয়। 

ন্যাচারাল এস্থেটিক :আসল কাঠের অভিজাত উষ্ণতা আর চরিত্র,রঙে,গ্রেনে,টেকশ্চারের প্রাকৃতিক বৈচিত্র,স্বাভাবিক নান্দনিকতা ভিনিয়ের্সে পাওয়া যায়।এটি যে কোনো জায়গায় একটি অভ্যর্থনাপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।এছাড়া ভিনিয়ের্স দিয়ে ইন্ট্রিকেট প্যাটার্ন আর ডিজাইন সৃষ্টি করা যায় যেটা আসল কাঠ দিয়ে তৈরি করা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। 

ক্রিয়েটিভ ডিজাইন : ভিনিয়েরের গুণ হল এগুলি ডিজাইনে গভীরতা এবং বিস্তারের মাত্রা আনে। বিভিন্ন প্রকার কাঠের অথবা বিভিন্ন গ্রেন প্যাটার্ন্স অথবা টেকশ্চারের সাহায্যে ইন্টেরিয়র ডিজাইনাররা আশ্চর্য দৃষ্টিনন্দন শিল্পসৃষ্টি করতে পারেন।এছাড়া ভিনিয়ের শিটসের সাহায্যে ডিজাইনের বিভিন্ন এলাকায় বৈপরীত্যের অনুভব আনতে পারে যেমন লাইট কালার ব্যাকগ্রাউন্ডে  ডার্ক উড ভিনিয়ের।

ব্যবহারিক প্রয়োগ : ভিনিয়ের শুধু সুদৃশ্য নয় বরং এর প্রয়োগের ব্যবহারিক দিকও উল্লেখযোগ্য।যেমন ভিনিয়ের নানা ধরণের সারফেসে ব্যবহার করা যায় যার মধ্যে কার্ভড অথবা ইরেগুলার শেপের সারফেস আছে যাতে জুড়তে  জটিল জয়েনারির অথবা ফ্রেমিংয়ের প্রয়োজন পড়ে না।এই কারণে যাকে কাস্টম ডিজাইন বলে সেক্ষেত্রেও এগুলি সে অর্থে অপ্রচলিত জায়গা বা পদার্থে ব্যবহার করা যায়।     

ভিনিয়েরের মেন্টেনেন্স

ভিনিয়ের ব্যবহারে অনেক সুবিধে থাকা সত্ত্বেও একে দীর্ঘকাল নতুনের মতন ঝকমকে দেখতে থাকার জন্য যত্ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।যেহেতু এগুলি আসল কাঠ থেকে বানানো তাই এগুলি স্ক্র্যাচ,বেঁকে যাওয়া এবং ময়েশ্চারের আশঙ্কা এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।এর থেকে রক্ষা পাওয়ার জন্য লক্ষ্য রাখতে হবে যে কোনো ভারী জিনিস যেন এই ভিনিয়েরের ওপর দিয়ে নিয়ে যাওয়া না হয় আর যে কোনো তরল মা ময়েশ্চার যেন সঙ্গে সঙ্গে মুছে ফেলে পরিষ্কার করে নেওয়া হয়।    

পরিশেষে

সৃজনশীল ডিজাইন সৃষ্টিতে ভিনিয়েরের বিপুল বৈচিত্র সাহায্য করে।এদের স্বাভাবিক সৌন্দর্য,বহুমখী গুণ,দামে সাশ্রয়ী হওয়ার কারণ ভিনিয়ের সব ধরণের ইন্টেরিয়র ডেকরে তুমুল জনপ্রিয়।যদিও ভিনিয়ের ব্যবহার করতে যত্ন ও মেন্টেনেন্সের প্রয়োজন কিন্তু এর আশ্চর্য সুন্দর এবং কার্যকরী ডিজাইন দীর্ঘস্থায়ী হয়।  

ভারতের বৃহত্তম ভিনিয়ের প্রস্তুতকারক হিসেবে সেঞ্চুরি প্লাই আপনার ইন্টেরিয়র ডিজাইনে একমাত্র পছন্দ হওয়া উচিত।অত্যাশ্চর্য চমৎকার নৈপুণ্যে তৈরি এই ভিনিয়ের আপনার বাড়িতে পরিশীলিত  আভিজাত্য সৃষ্টি করবে।এছাড়া এই শিটগুলি বয়েলিং ওয়াটার রেসিস্টেন্ট এবং বোরার প্রুফ হওয়ার কারণে দীর্ঘদিন তার জৌলুশ বজায় রাখে।সৌন্দর্য এবং বাস্তবিক ব্যবহারিক প্রয়োগে সেঞ্চুরি প্লাই আপনার বেস্ট চয়েস।   

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *