সেনকো গোল্ডেন কার্ভ ওয়েডিং কালেকশন -

সেনকো গোল্ডেন কার্ভ ওয়েডিং কালেকশন

সঙ্গে দারুণ আকর্ষণীয় অফার।

এই অনন্য অনুপম সম্ভারে ঐতিহ্য পেল সৌন্দর্য্যের রূপ।হালকা-ভারী,বিভিন্ন দৃষ্টিনন্দন ডিজাইনে সমৃদ্ধ সেনকো গোল্ডেন কার্ভ বিবাহ কালেকশন।নেকলেসের মূল্য শুরু মাত্র ৫০,০০০ টাকা থেকে এবং বিয়ের জন্য ৫,৭,এবং ১০ লক্ষ  টাকার স্পেশাল ওয়েডিং প্যাকেজ।

গোল্ডেন কার্ভ বিবাহ কালেকশন অফার

হীরের গয়নায় ১টাকা মেকিং চার্জ,হীরের ও জেমস্টোনের মূল্যের ওপর ১০% পর্যন্ত ছাড়।সোনার গয়নার প্রতি গ্রাম মেকিং চার্জে ১০% পর্যন্ত ছাড়,পুরোনো সোনার বিনিময়ে ০% ডিডাকশন।এই অপ্রতিম সম্ভারের কিছু ঝলক :    

হুইমজিকাল ড্রাগনফ্লাই গোল্ড নেকলেস – এই মনোরম গোল্ড নেকলেসে মনোমুগ্ধ স্টাইলাইজড ড্র্যাগনফ্লাই সিরিজ খচিত যা অদ্ভুত এবং মনকাড়া ডিজাইনে রচিত।বিবাহবার্ষিকী অথবা জন্মদিন সেলিব্রেশনের জন্য যেখানে এর স্ফুলিঙ্গ আলাপ আর পুলক জাগাবে।  

https://sencogoldanddiamonds.com/jewellery/whimsical-dragonfly-gold-necklace

ডিস্টিংক্ট অরা গোল্ড টুশি নেকলেস – এই ২২ ক্যারেট ঐতিহ্যশালী মহারাস্ট্রিয়ান গোল্ড টুশি নেকলেসে রাজকীয়তার বৈভব আর অস্তিত্বের সৌজন্যে সাধারণের থেকে আপনাকে আলাদা করে তুলবে।ওজনে হালকা আর সহজেই পরা যায় এই নেকপিসে  আপনি যে কোনো অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন।   

https://sencogoldanddiamonds.com/jewellery/distinct-aura-gold-tushi-necklace

২২ক্যারেট ইয়েলো গোল্ড স্লিক নেকলেস এই নেকলেসের পরিমার্জিত আভিজাত্য অপ্রতিম।মীনা/চিল্লাই ডিজাইনের ওপর প্রাকৃতিক সৌন্দর্যে গাছের পাতা আর ফুলের সুক্ষ কারুকাজ ওস্তাদ কারিগরির সুচারু কর্মদক্ষতা।ভারতীয় অথবা ওয়েস্টার্ন যে কোনো ড্রেসে এই মনোহারী নেকলেসে আপনি হয়ে উঠবেন  সবার মাঝে নজরকাড়া।

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-sleek-necklace-gn-d000545014

ফ্লোরাল ফল গোল্ড চোকার নেকলেস : এই ২২ ক্যারেট চোকার নেকলেস উজ্বল উপস্থিতি বৃদ্ধিকারী করে যার ফ্লোরাল মোটিফ আর নিচের ঝুলন্ত আর্টিফিশিয়াল বিডস এই গয়নার বনেদি বৈভব বহুগুণ বাড়িয়ে তুলেছে।চিল্লাই ওয়ার্কের হার্ট মোটিফ এই উৎকৃষ্ট গুণের সেজে ৱ্যাম্পের আইলে হাঁটার দীপ্তি আর ঔজ্বল্য বাড়াবে।    

https://sencogoldanddiamonds.com/jewellery/floral-fall-gold-choker-necklace

বেরুখ সুইর্ল গোল্ড চোকার : সুক্ষ রুচির অথচ চমকপ্রদ এই গোল্ড চোকার তার প্রবহমান বাঁকানো ঢেউ খেলানো কারুশিল্পের মধ্যে অর্নেট সেন্ট্রাল মোটিফে দৃষ্টিনন্দন।কার্ভ আর টেকশ্চারে রমণীয় ও মাধুর্যের পারস্পরিক সৌন্দর্যের মাঝে একটি টিয়ারড্রপ ড্রপ যা প্রতিটি চলাচলে দোদুল্যমান।মনোহরণ রূপমুগ্ধ এই গয়না যে কোনো উৎসবে এবং ক্যাজুয়াল পার্টিতে দারুণ মানাবে। 

https://sencogoldanddiamonds.com/jewellery/baroque-swirl-gold-choker

মনে রাখবেন যে সব ছবি ফটোগ্রাফিক লাইটিং এর কারণে আসল শেড থেকে একটু আলাদা দেখতে হতে পারে ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *