শ্রীমেধা বুটিকের অক্ষয় তৃতীয়া সম্ভার -

শ্রীমেধা বুটিকের অক্ষয় তৃতীয়া সম্ভার

উত্তর কলকাতার দর্জিপাড়ায় শ্রীমেধা বুটিক ঐ অঞ্চলে এবং এক্সক্লুসিভ বুটিক দুনিয়ায় পরিচিত প্রতিষ্ঠান। ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন শ্রীমেধার শাড়ির সংগ্রহে।

প্রতিটি শাড়ি যেন বুনে আনে নারীর সৌন্দর্য ও গর্বের গল্প।সাধ্যের মধ্যে দামে বিপুল বৈচিত্রের সম্ভার নিয়ে আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় ওদের আয়োজিত বৈঠকি আড্ডায় চলে আসুন আর আপনার মনের মতো শাড়িতে রাঙিয়ে তুলুন বিশেষ মুহূর্তগুলো।

বুটিকের শাড়ি ,সালোয়ার এবং অন্যান্য সামগ্রীর বিশেষত্ব তার এক্সক্লুসিভিটির জন্য শ্রীমেধা বুটিক আর তার কর্ণধার মধুজা মুখার্জি উৎকৃষ্ট শিল্পনৈপুণ্য আর রুচিমাধুর্যের জন্য ইতিমধ্যেই প্রখ্যাত।

শ্রীমেধা বুটিকের ঠিকানা : ৪ এ বনমালী মিত্র লেন,(ব্ল্যাকোয়ারস্কোয়ার পার্কের কাছে )ফোন নম্বর :৯৪৩৩৪০৪৫১৪ ,সময় :দুপুর ২টো থেকে সন্ধ্যে ৯টা পর্যন্ত ।  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *