আমাদের পৃথিবী রোজ বদলে যাচ্ছে,দিন দিন নতুন ট্রেন্ডস আর স্টাইল আসছে।আপনি যত এক জিনিসে স্থিত থাকবেন ততই লক্ষ্য করবেন আপনার চারপাশের পৃথিবী কত বদলে যাচ্ছে।তাই বাকি পৃথিবীর সঙ্গে তাল মেলানোর জন্য আপনাকেও বদলাতে হবে।আজকের হালফিলের ফ্যাশন কালকেই ব্যাকডেটেড হয়ে যাচ্ছে।এই বিষয়টি আপনার ইন্টেরিয়রের জন্যও জরুরি কারণ হোম ডেকর এমনই একটি বিষয়ে যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে সমার্থক।
আজকাল সবচাইতে ট্রেন্ডি হোম ডেকর হল ল্যামিনেট ডিজাইন।এগুলি ঝকমকে,মসৃণ এবং মনোমুগ্ধকর স্নিগ্ধ। আপনার বাড়ির আবহে পরিশীলিত,সুরুচিপূর্ণ ভাবের সঞ্চার করে।অত্যাধুনিক এবং প্রাণবন্ত রঙে উপলব্ধ এবং দৃষ্টিনন্দন।অত্যন্ত মসৃণ হওয়ার কারণে অনায়াসে পরিষ্কার করে নেওয়া যায় বলে হোম ডেকরের জন্য সেরা পছন্দ।দেখতে কার্যকরী এবং উৎকৃষ্ট হওয়ায় অফিস স্পেসে অন্যান্য মেটেরিয়ালের থেকে ঢের বেশি জনপ্রিয়।
ল্যামিনেট,প্লাইউড,কনস্ট্রাশন এবং হোম স্টাইলিং মেটেরিয়ালস,ইন্টেরিয়রও এক্সটেরিয়র ডিজাইন ম্যানুফ্যাকচারিং আর সাপ্লাই দুনিয়ায় সেঞ্চুরি প্লাই ভারতের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান।এই ব্লগে সেঞ্চুরি ল্যামিনেটসের ৫টি দীপ্তিমান আড়ম্বরপূর্ণ হাই গ্লস ল্যামিনেটসের high gloss laminates, হদিশ দেওয়া হল:
- গ্রে ক্যাসপিও : সেঞ্চুরি ল্যামিনেটসের সংগ্রহের লেটেস্ট কালেকশন।দুর্দান্ত হাই গ্লস টেকশ্চার সমৃদ্ধ প্রিমিয়াম ল্যামিনেট যা আপনার বাড়ি অথবা বিজনেস স্পেসকে চমৎকার জাঁকজমকপূর্ণ ফিনিশে সমৃদ্ধ করে তুলবে।এর গ্রে কালার প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত,এই নিউট্রাল কালার সব ফার্ণিচার আর ফিকশ্চারের সঙ্গে সুন্দর মানিয়ে যায় যা বাড়ি এবং অফিসের সব ঘরের জন্য উপযুক্ত।এর ন্যাচারাল কালার প্যালেটের সৌন্দর্য এমন যে নিজেকে প্রকট অথবা দৃশ্যগোচর করতে হয়না কারণ এই ল্যামিনেটের লাবণ্য ও রূপমাধুর্য প্রচ্ছন্ন যা কিচেন,বাথরুম এবং ওয়াল প্যানেলিংয়ের জন্য খুব মানানসই।
- সিলভার ক্যাসপিও : গ্রে ক্যাসপিওর আর এক ভ্যারিয়েন্ট যা একই টেকশ্চার এবং প্রিমিয়াম চেহারা সমৃদ্ধ।এর রুপালি রং শান্ত স্নিগ্ধ আভার সৃষ্টি করে।এই রুপোলি রং শ্বেতশুভ্র ফার্ণিচারের কৌলিন্য আর প্রযুক্তির পরিপূরক।আপনার অভিরুচি মিনিমালিস্টিক স্টাইলিংয়ের হলে এই ল্যামিনেট আপনার পক্ষে যথার্থ।রুপোলি রং বাড়ি এবং অফিসকে তুলনায় বড় দেখায়। ঘরের সৌন্দর্য ছাড়াও মনের জটিলতা দূর করতে সাহায্য করে।একে দেখতে সাধারণ বলাটা ঠিক নয় কারণ এই রুপোলি রঙের সঙ্গে সোনালী ফিকশ্চার বৈভব এবং আড়ম্বরপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
- ক্যানিয়ন অ্যাপল: ঐতিহ্যশালী অভিজাত ডার্ক ওক ফিনিশের অনুরাগী হলে আপনার এই ক্যানিয়ন অ্যাপল ল্যামিনেট পছন্দ হবেই।এই ল্যামিনেট দেখতে ডার্ক ব্রাউন হয় এজেড উড ফিনিশ সমৃদ্ধ।এই ল্যামিনেটের রঙের মাধুর্য সময়কে থমকে দেয় আর একটা প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে।মৃদু আলোর মোলায়েম স্নিগ্ধতা এই উড ফিনিশ ঘরের আবহকে ছবির মতন সুন্দর করে তোলে।এর রঙের মাধুর্য একটি পরিশীলিত, পরিণত,মার্জিত অন্দরসাজ সৃষ্টি করে।এই ল্যামিনেট শিট laminate sheets শৈল্পিক এবং অতুলনীয় নান্দনিক।
- দ্য সুপারনোভা : নামেই বোঝা যাচ্ছে এই ল্যামিনেট আপনার বাড়ির ইন্টেরিয়র ডেকরে অ্যাস্ট্রোনমিকাল ফিনিশ আনবে।আপনার এমন মনে হতে পারে যে ইন্টারস্টেলার স্পেসে রয়েছেন।এর ঘন ,রহস্যময় চেহারা আপনাকে নিজের মনের আরো কাছে আকর্ষণ করবে। ডার্কার কালার প্যালেট পছন্দ হলে এই ল্যামিনেট আপনার ভালো লাগবেই।তবে এতটাই অন্ধকারাচ্ছন্ন নয় যে সেই আবহে ভয় করবে।এর টেকশ্চারে সঠিক অনুপাতে ব্ল্যাকনেস আর ডেপ্থের কারণে আপনাকে গভীর চিন্তামগ্ন হতে সাহায্য করবে।
- ডেকো ওয়ালনাট ডার্ক ব্রাউন:যারা এই ল্যামিনেট শেডের রঙের সঙ্গে পরিচিত নন তাদের জন্য বলা যায় এটি একদম ডার্ক চকোলেট অথবা কফি ব্রাউনের মতন দেখতে।এর স্ট্রেট গ্রেন প্যাটার্নের সঙ্গে স্মুথ কার্ভ শৈল্পিক সৌন্দর্যের প্রতীক যা জেন এবং মেডিটেশনের জন্য ভালো লাগে।এই ল্যামিনেট ফার্ণিচার ,উডেন ভিনিয়ের্স আর ক্যাবিনেটসের সঙ্গে দারুণ মানায়।এর রং নির্জনতা,স্বতন্ত্র এবং সহনশীলতার প্রতীক।
পরিশেষে
সেঞ্চুরি ল্যামিনেটসের বিপুল সম্ভার থেকে এই ৫টি ল্যামিনেটসের সম্পর্কে ক্রেতাদের অবহিত করা হল।সেঞ্চুরি ল্যামিনেট সবসময় পুরোনো এবং নতুন সৃজনশীল চিন্তাভাবনায়,অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন আর কালার্স নিয়ে ক্রেতাদের জন্য শ্রেষ্ঠ গুণমানের ল্যামিনেট প্রস্তুত করে থাকে।সেটা শুধু গ্রাহকদের মনোমতো নয় বরং এমন উচ্চশ্রেণীর উৎকর্ষ যা ক্রেতাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায় তাই সবার জন্য সবরকমের শ্রেষ্ঠ মানের ল্যামিনেটস নিয়ে সেঞ্চুরি ল্যামিনেটস আপনার জন্য অপেক্ষা করে থাকে।
শেয়ার করুন :