আজকাল ইন্টেরিয়র ডিজাইনের দুনিয়ায় ল্যামিনেট শিটসের জনপ্রিয়তা বেড়েই চলেছে যার মধ্যে মার্বল ফিনিশ ডেকরেটিভ ল্যামিনেটসের চাহিদা অপরিসীম। মার্বল ফিনিশ ল্যামিনেট ইন্টেরিয়রকে উজ্বল ঝকমকে করে তোলে।তবে শুধু দেখতে আশ্চর্য চমৎকার বলে নয়,এই ল্যামিনেটসের অন্যান্য অনেক সুবিধে থাকার কারণে এত জনপ্রিয়।
মার্বল ফিনিশ ডেকরেটিভ ল্যামিনেটস নানারকমের ফিনিশে পাওয়া যায় যেমন গ্লসি ফিনিশ,ম্যাট ফিনিশ,টেকশ্চার এবং বেসিক ফিনিশ।সাধারণত এই মার্বল ফিনিশ ল্যামিনেটসের ব্যবহার বাড়িতেই বেশি দেখা যায়।যে কোনো ঘরে যেমন কিচেন অথবা লিভিং রুমের জন্য উপযুক্ত।যেহেতু দেখতে এত অভিজাত,উৎকৃষ্ট এবং ঝলমলে তাই অনেক কমার্শিয়াল এস্টাব্লিশমেন্টে যেমন রেস্টুরেন্ট এবং হোটেলের ইন্টেরিয়রেও ব্যবহার করা হয়।
ল্যামিনেটস কাকে বলে ?
ইন্টেরিয়র ডেকর দুনিয়ায় নবাগত হলে ল্যামিনেটের মতন শব্দ আপনার কাছে নতুন ঠেকতে পারে।ল্যামিনেট একধরণের পাতলা লেয়ারিং শিট যা প্লাইউড ,কাঠের ফার্ণিচার,দেওয়াল এবং কাউন্টার টপ্সে মাল্টিপল লেয়ার দিয়ে জোড়া হয় যাতে দেখতে স্নিগ্ধ,মসৃণ দারুণ লাগে।সাধারণত ল্যামিনেট বেশি ব্যবহার করা হয় বাড়িতে,অফিস কাছারিতে কাঠের ফার্ণিচার,ওয়াল প্যানেল এবং কিচেন ক্যাবিনেটের ফিনিশিং টাচের জন্য।
ল্যামিনেটসের উপযোগিতা:
১) দৃষ্টিনন্দন: ল্যামিনেটস দুর্দান্ত দেখতে যা ঘরকে বিলাসবহুল,আকর্ষণীয় করে তোলে।কখনও মনে হয়না বাড়তি সাজসজ্জা বরং আড়ম্বরপূর্ণ আধুনিক সাজে সাজিয়ে তোলে।
২) দীর্ঘস্থায়ী: ল্যামিনেট এমন ভাবে বানানো যে এক যুগ পরেও নতুনের মতন দেখায়।এগুলি ময়েশ্চার ফ্রি এবং সহজে নষ্ট হয়না বা ছেড়ে আসে না।
৩) সহজ মেন্টেনেন্স : মসৃণ সারফেস হওয়ার কারণে সহজে পরিষ্কার আর ব্যবহার করা যায়।
৪) সহজ ইনস্টলেশন: অনায়াসে ইন্সটল করা যায় তাই ফিনিশং ডিটেলস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
ডেকরেটিভ ল্যামিনেটসের প্রয়োজন কী ?
ল্যামিনেটস্কে বিভিন্ন ধরণের শ্রেণিতে ভাগ করা হয় তার নির্মাণ পদ্ধতি,ব্যবহারিক এবং চারিত্রিক বৈশিষ্টের ওপরে।এই ব্লগে আমরা ডেকরেটিভ ল্যামিনেটসের বিষয়ে বলব।
ডেকরেটিভ ল্যামিনেটসের decorative laminates তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার কারণ সহজাত আকর্ষণীয় চেহারা আর বিভিন্ন ধরণের প্যাটার্ন,রং আর ফিনিশের জন্য।এই ল্যামিনেটসের থিকনেস সাধারণত ১ মিমি হয়।সুরুচিপূর্ণ মার্জিত চেহারার কারণে কাঠের ফার্ণিচারের শোভা বাড়াতে ব্যবহার করা হয়।সারফেসের ডেকোরেটিভ লেয়ার এবং নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকরী।অপূর্ব সৌন্দর্যের কারণে ফার্ণিচার ডিজাইনে বিশেষত দরজা এবং শেল্ফের ক্ষেত্রে চাহিদা বাড়ন্ত।
আজকাল মার্বল ফিনিশ ডেকরেটিভ ল্যামিনেটসের তুমুল জনপ্রিয়তার কারণে মার্বেল ফিনিশের চাহিদা উর্দ্ধমুখী।ফিনিশড মার্বেলের নান্দনিক মাধুর্য আর উপযোগিতা অপরিসীম।গ্লসি ফিনিশ নামকরণে যথার্থ এই ল্যামিনেটস যে কোনো জায়গাকে রাজকীয় সাজে সাজিয়ে তোলে।মার্বেলকে যত পালিশ করা যায় তার সৌকর্য বেড়ে ওঠে।
কখন ল্যামিনেট ফিনিশ ডেকর করবেন?
মার্বল ফিনিশ ডেকরেটিভ ল্যামিনেটস ইন্টেরিয়রে নান্দনিক,মনোহর সৌন্দর্যে সাজায় যা বাজেটের মধ্যে এবং কম খরচে ইনস্টলেশন আর মেন্টেনেন্স সুবিধে এবং প্রভাব সহ।ডেকরেটিভ ল্যামিনেটসের মধ্যে হাই গ্লসি ল্যামিনেটস এবং মার্বল ফিনিশ ল্যামিনেট আজকের ট্রেন্ডি ইন্টেরিয়রের জন্য অনবদ্য বিশেষত বাড়ির সেই সব জনবহুল জায়গায় যেখানে বেশি ধকল সহ্য করতে হয় যেমন কিচেন ,লিভিং রুম,বাণিজ্যিক প্রতিষ্ঠানে।
এই ধরণের ল্যামিনেটস types of laminates নানা ধরণের রিয়েলিস্টিক সিল্ক স্মুথ টেকশ্চার,ক্লিন লুক্স এবং হাই গ্লস সারফেস ফিনিশে পাওয়া যায়।আপনি যদি বাড়ি অথবা কাজের জায়গার অন্দরসাজের জন্য খোঁজ করেন সেক্ষেত্রে এই ল্যামিনেটস একদম সুপার ফিট।
পরিশেষে:
তাহলে এতক্ষণে আপনি মার্বেল ফিনিশ ডেকরেটিভ ল্যামিনেটস এবং বাড়ির বিভিন্ন জায়গায় তার ব্যবহারের বিষয়ে জেনে গেছেন তাই অন্য কোথাও না গিয়ে আপনার একমাত্র গন্তব্য সেঞ্চুরি ল্যামিনেটসে চলে আসুন।এখানে ম্যাট ফিনিশ থেকে ডেকোরেটিভ সমস্ত ধরণের অত্যাধুনিক ল্যামিনেটস পেয়ে যাবেন।মনে রাখবেন ভারত বিখ্যাত আর্কিটেক্ট আর ইন্টেরিয়র ডিজাইনারদের প্রথম পছন্দ এই সেঞ্চুরি ল্যামিনেটস।
শেয়ার করুন :