আজকের পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিপদ হল সাইবার ক্রাইম।এই বিপদ এতটাই ভয়ানক যে সম্প্রতি স্বয়ং প্রধানমন্ত্রীকে নকল,ভ্রান্ত ‘ডিজিটাল অ্যারেষ্ট’ নিয়ে দেশবাসীকে সতর্ক করতে হয়েছে।প্রতিদিন সংবাদ এবং সমাজমাধ্যমে খবরে প্রকাশ যে অসংখ্য মানুষ এই সাইবার ক্রাইমের জন্য নিজের সারাজীবনের সঞ্চিত অর্থ এক নিমেষে খোয়াচ্ছেন।এই পরিস্থিতিতে ‘অনলাইন সেফটি’ ,বিশেষত মেয়েদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল,সাইবার ক্রাইম এক্সপার্ট ,সাইবারঅপ্স ইনফোটেক কর্ণধার মুকেশ চৌধুরীর পরামর্শ :
১)আজকাল ডিজিটাল দুনিয়ায় মেয়েদের অনলাইন সেফটির বিষয়ে অনেক বেশি গুরুত্ব ও সতর্কতার প্রয়োজন।সোশ্যাল মিডিয়া,ডিজিটাল ব্যাংকিং,ই -কমার্স আমাদের সবার নিত্যসঙ্গী।এক্ষেত্রে মেয়েদের নিজের ব্যক্তিগত তথ্য,সেলফি এবং ডিজিটাল আইডেন্টিটির বিষয়ে সতর্ক থাকতে হবে।
২)শক্তিশালী পাসওয়ার্ড সিকিউরিটি – সাইবার থ্রেস্টসে জেক বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হল শক্তিশালী,অপ্রচলিত পাসওয়ার্ড সেট করা।কঠিন,জটিল পাসওয়ার্ড সেট করতে হবে যাতে অক্ষর,সংখ্যা,সিম্বলস এই সব থাকবে এবং এক পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টে কখনো ব্যবহার করবেন না।পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে আপনার সব পাসওয়ার্ড অন্যত্র সুরক্ষিত থাকবে আর ভুলে যাওয়ার ভয় থাকবে না।
৩)টু -ফ্যাক্টর অথেনটিকেশন (2FA )- টু -ফ্যাক্টর অথেনটিকেশন সাইবার সুরক্ষার আর একটা বলয় যা একটা সেকেণ্ড ফর্ম অফ ভেরিফিকেশন যেটা পাসওয়ার্ডের পরের স্তরে (যেমন আপনার ফোনে একটা কোড /ওটিপি যাওয়া)।ই-মেল,সোশ্যাল মিডিয়া এবং অবশ্যই নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই 2FA খুব গুরুত্বপূর্ণ সুরক্ষা বিশেষত আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলেও এই সুরক্ষায় হ্যাকাররা আটকে যাবে।
৪) সোশ্যাল মিডিয়া প্রাইভেসি – সোশ্যাল মিডিয়ায় সাধারণত অনিচ্ছাকৃতভাবে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যায়।এজন্য ফেসবুক,ইন্সটা,টুইটারে (এখন এক্স ) আপনার প্রাইভেসি সেটিং পরীক্ষা করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারছেন সে বিষয়ে লক্ষ্য রাখুন।আপনার ফোন নাম্বার,ঠিকানা,আগামী কোথায় বেড়াতে যাচ্ছেন এই সব তথ্য সাইবার জালিয়াতের কাছে মোক্ষম হাতিয়ার হতে পারে।একটি সত্যি ঘটনা হল সমাজমাধ্যমে এক সম্পত্তি বেড়াতে যাওয়ার প্ল্যান ও ছবি দেওয়ার পর ফায়ার এসে দেখেন তাদের অবর্তমানে ফাঁকা ফ্ল্যাট থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে।
৫)ফিশিং স্ক্যাম থেকে সাবধান – জালিয়াতি করার উদ্দেশ্যে ভয় দেখানো এসএমএস,ফোন কল যেখানে বলা হচ্ছে আপনার ফোন আগামী ১০ মিনিটে বন্ধ হয়ে যাবে,আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে ,আর এই সময়ের আতঙ্ক ছড়ানো ফোন কল বা মেসেজ যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হল,আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্লোন করে অর্থাৎ নকল করে আপনার ভুয়ো অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে সাহায্য চেয়ে টাকা চাওয়া।এক্ষেত্রে সবচেয়ে আগে মেসেঞ্জার ,কলারের আইডেন্টিটি চেক করে নিতে হবে এবং কোনো অবস্থাতেই,শত প্ররোচনা স্বত্তেও কোনো ওটিপি শেয়ার বা কোনো লিঙ্কে কখনো ভুলেও ক্লিক করবেন না।
৬)অনলাইন কেনাকাটি -এখন প্রচুর ভয় ওয়েবসাইট থেকে লোভনীয় ডিসকাউন্ট মানে প্রায় জলের দরে নামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে সর্বস্ব খুইয়েছেন এমন মেয়েদের সংখ্যা খুব কম নয় ,এর একটা প্রধান কারণ কেনাকাটির ক্ষেত্রে মেয়েরা এগিয়ে এবং কমদামে নামি ব্র্যান্ডের লোভ এড়ানো মুশকিল হয়ে যায়।সেই কারণে বিশ্বস্ত,প্রতিষ্ঠিত ,প্রামাণ্য অনলাইন ওয়েবসাইট থেকেই কেনাকাটা করুন,বেশি ডিসকাউন্টের প্রলোভনে অপরিচিত ওয়েবসাইট থেকে কখনও কিছু কিনতে যাবেন না।
৭)সিকিউরিটি সফ্টওয়্যার -আপনার ফোন ,কম্পিউটার,ট্যাব ইত্যাদি গ্যাজেটে প্রামাণ্য,স্বীকৃত অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার সফ্টওয়্যার সুরক্ষা দিন আর নিয়মিত আপডেট করুন।এই সফ্টওয়্যার ক্ষতিকারক ম্যালওয়্যার আর ভাইরাস যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে তা t থেকে সুরক্ষিত রাখে।আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে রেগুলার আপডেট করতে হবে।
৮) সিকিওর্ড ওয়াই ফাই কানেকশন ব্যবহার –জনবহুল জায়গা যেমন স্টেশন,এয়ারপোর্ট এবং অন্যায় জায়গার বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা নেবেন না এবং সেখান থেকে কখনো অনলাইন ব্যাংকিং বা শপিং নৈব নৈব চ ।যদি একান্ত দরকার হয় তবে VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে সেই ওয়াই ফাই ব্যবহার করুন।
জরুরি তথ্য :
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল লিঙ্ক – https://cybercrime.gov.in/
পশ্চিমবঙ্গ সরকার সাইবার ক্রাইম উইং লিঙ্ক – https://cybercrimewing.wb.gov.in/
শেয়ার করুন :