কেন সেঞ্চুরি ল্যামিনেটস বেস্ট কিচেন ল্যামিনেটস জানেন ? -

কেন সেঞ্চুরি ল্যামিনেটস বেস্ট কিচেন ল্যামিনেটস জানেন ?

কিচেন পরিষ্কার এবং ঝকঝকে রাখতে,ময়েশ্চার রেসিস্টেন্ট,দীর্ঘদিন মজমুত আর অম্লান থাকে।

আজকাল পুরোনো অথবা নতুন বাড়িতে ল্যামিনেটস লাগানো বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।অজস্র প্রজেক্টের জন্য অধিকাংশ মানুষের  ল্যামিনেটস মেটেরিয়ালসই  একমাত্র পছন্দ।এটা গুরুত্বপূর্ণ এবং জরুরি, ল্যামিনেটসের বিপুল বিশাল রং,প্যাটার্ন আর টেকশ্চারের বৈচিত্রের কারণে।   

যেহেতু প্লাইউড শিল্প চাঙ্গা আর মজবুত হয়ে উঠেছে তাই এখন প্লাইউড সবধরণের কাজে ব্যবহার করা হচ্ছে যাতে ফার্ণিচারকে বিল্ডিং  সারফেসে অনেক দৃষ্টিনন্দন দেখতে হয়।এই কারণে প্লাইউড ব্যবহারের অনেক নতুন পথ খুলে গেছে ।

সেঞ্চুরি ল্যামিনেটসই কেন পছন্দ করবেন ?

বাজারে উপলব্ধ অন্যান্যদের তুলনায় সেঞ্চুরি ল্যামিনেটস কয়েক মাইল এগিয়ে তার কারণ তুলনামূলকভাবে অনেক বেশি টেকসই আর দীর্ঘদিন মজমুত আর অম্লান থাকে।এর তৈরি সব সামগ্রী উন্নত প্রযুক্তির কারণে প্রখর আবহাওয়ার দাপট আর ক্ষয়কারী উপাদান যেমন উই,ঘুণ থেকে রক্ষা করে। 

সেঞ্চুরি প্লাই সর্বদা কিচেন ক্যাবিনেটস তৈরিতে বেস্ট প্লাইউড বোর্ড ব্যবহার করে কারণ এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য হল গুণমানের উৎকর্ষ এবং রূপায়ণে নতুন ভাবনা চিন্তা।এর নির্মাণকালে কঠিন কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যাতে অনান্য সাধারণ  কিচেনের তুলনায় উচ্চতাপ এবং অন্যান্য ঝড়ঝাপটা থেকে অনেক বেশি প্রতিরোধ করতে পারে।এই মানদণ্ড তৈরি করা হয় কিচেনে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য।

এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হওয়ার কারণে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত BWP চিহ্ন ব্যবহারের স্বীকৃতি প্রাপ্ত যাকে বয়েলিং ওয়াটার প্রটেকশন বলা হয়।পৃথিবীর যে কোনো প্রান্তে সবচেয়ে প্রখ্যাত আর শোভাপ্রদ স্থাপনশৈলীতে সেঞ্চুরি প্লাই  ব্যবহার করে থাকে তাদের বলিষ্ঠতা আর সুনামের জন্য।অনেকসময় অন্য চটকদার এবং নিম্ন মানের প্রোডাক্ট দেখে নতুন গৃহস্বামীরা যদি মনে করেন যে এটাই ভালো সেটা কিন্তু মারাত্মক ভুল নির্বাচন হবে।    

 যদিও ল্যামিনেটস প্লাইউডের চেয়ে দেখতে সুদৃশ্য ও টেকসই তবুও সেটা সব বাড়ির ক্ষেত্রে সঠিক পছন্দ নাও হতে পারে ।প্লাইউড সর্বজনক্ষেত্রে অনেক উন্নত মেটেরিয়াল রূপে গণ্য করা হয়ে থাকে।

সেঞ্চুরি প্লাই এই ক্ষেত্রে সার্থক কাজ করেছে এবং তাতে সময়ের সাথে কিচেন ল্যামিনেটস কি করে বাড়ির  ঝামেলা আর চাপ কমিয়ে তুলতে পারে সেই সব সন্দেহের নিরসন করে ফেলেছে।এতে এর উপযোগিতা আর আকর্ষণ দুই বেড়ে গেছে।

কিচেন গঠনের কাঠামোর স্থায়িত্ব,কিচেন ক্যাবিনেট স্পেসের এবং সারফেসের বিশুদ্ধতা,কিচেনে প্রখর উচ্চ তাপ আর আদ্রতা ,জল ব্যবহারের আধিক্য এই সব বিষয় থেকে রক্ষার জন্য সেঞ্চুরি প্লাই অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত।

সেঞ্চুরি ল্যামিনেটসের উপযোগিতা

  • বাড়ির মধ্যে কিচেন এমন একটা জায়গা যা সবসময় ব্যবহারের কারণে সাধারণত অপরিষ্কার থাকে।কিন্তু যখন আপনি সেঞ্চুরি প্লাইয়ের সেঞ্চুরি ল্যামিনেটস ব্যবহার করছেন তখন কিচেন পরিষ্কার এবং ঝকঝকে রাখতে মোটেই বেশি খাটা খাটনি করতে হবে না। 
  • ময়েশ্চার রেসিস্টেন্ট -BWR ল্যামিনেটস যার ফুল ফর্ম বয়েলিং ওয়াটার রেসিস্টেন্স ল্যামিনেটস এতটাই জল প্রতিরোধী যে জলের মধ্যে ৩দিন থাকলেও ভাঙ্গেনা,মচকায়না বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। এর কারণ এতে বয়েলিং ওয়াটার রেসিস্টেন্স কোটিং লাগানো থাকে যা থেকে এই নামের উৎপত্তি।BWR ল্যামিনেটস কিচেনের জন্য আবশ্যকীয় ও সংশয়াতীত নির্বাচন,কারণ এই ল্যামিনেটস ভিজে গেলে দোমড়ায়না,বেঁকে অথবা ফুলে ওঠে না।এবং আবহাওয়ার প্রভাবের কারণে বদলে যায়না সেইজন্য ইনডোর এবং আউটডোর দুক্ষেত্রেই ব্যবহার করা যায়।এর জনপ্রিয়তার কারণ ভিজে অবস্থা আর পরিবেশে টেকসই আর মজবুত থাকার গুণপনার জন্য।
  • ভাইরোকিল টেকনোলজি -সেঞ্চুরি প্লাই বিশ্বাস করে এই প্রযুক্তি গ্রাহকদের অত্যন্ত উপকারে আসবে এবং এই বিশ্বাসে আমরা আস্থা রাখি।ভারতে সেঞ্চুরি ল্যামিনেটস একমাত্র বেস্ট ল্যামিনেট প্রস্তুতকারী সংস্থা যা সারফেস ট্রিটমেন্টে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ভাইরাল উপাদান আছে।এই দুর্দান্ত অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে ভাইরোকিল ৯৯.৯৯% ভাইরাস,ব্যাকটেরিয়া আর অন্যান্য ফাঙ্গাস নিকেশ করে।
  • টার্মাইট অ্যান্ড বোরার রেসিস্টেন্ট – এই প্রতিষ্ঠান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে কীট পতঙ্গ যেমন উই,ঘুণ ইত্যাদির উপদ্রব থেকে সুরক্ষা দেয়।এর ল্যামিনেটসের প্রতি লেয়ারের শক্তিশালী গঠন স্পেশালাইজড অ্যাডেসিভ দিয়ে তৈরি যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসে।এই উচ্চ মানের ল্যামিনেটস অভ্যন্তরে সুরক্ষা দেয় ,সহজে পরিষ্কার যায় যে কারণে ব্যবহার করার উপযোগী হয়। 

সারসংক্ষেপ

উপরিউল্লেখিত গুণপনার জন্য সেঞ্চুরি ল্যামিনেটস সংশয়াতীত ভাবে ভারতের শ্রেষ্ঠ কিচেন ল্যামিনেটস।সুতরাং এই বিষয়ে বিশদে জানতে  সেঞ্চুরি প্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।

https://www.centuryply.com/

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *