লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার সঞ্চিতা ভট্টাচার্য্যের টিপস।আজকের টলিউডের প্রথম সারির লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার সঞ্চিতা কাজ করেছেন ‘দ্বিতীয় পুরুষ,’কাকাবাবু প্রত্যাবর্তন,’গোলন্দাজ’,’দশম অবতার,’বগলা মামা’, ওয়েব সিরিজ ‘একেন, ’ব্যোমকেশ’, ’টিকটিকি’, আরো অনেক ছবিতে।
বেলুন স্লিভ টপ উইথ ফ্লেঅ্যার্ড জিন্স – মরশুমের পরিবর্তনের সাথে সাথে আমাদের ফ্যাশনও চেঞ্জ হতে থাকে তাই হাল্কা শীতেও নিজেকে ফ্যাশনেবল রাখতে আমাদের টিপস্ অনেকটাই হেল্প করতে পারে পাঠক দের। আমাদের মডেলের মতন হাল্কা ঠান্ডা এড়াতে ব্যবহার করুন সলিড কালারের বেলুন ফুল স্লিভ টপ, টাকইন করে পরুন ফ্লেআর্ড ডেনিম এর সাথে, খোলা চুল, বা হাল্কা পনি ভালো লাগবে এর সাথে, চাইলে এরকম হেড স্কার্ফ ইউজ করতে পারেন তবে ম্যাচিং হাই আঙ্কল বুট মাস্ট।
প্লিটেড স্কার্ট উইথ ফুল স্লিভ শার্ট – হাল্কা শীতে নিজেদের ফ্যাশন একটু কভার্ড হলে নিজেকে কমফোর্টএবল রাখা সহজ, তাই নিজের ইজি টু গো লুক পেতে এরকম প্লিটেড স্কার্ট ব্যবহার করুন ম্যাচিং ফুল স্লিভ শার্ট এর সাথে, পেয়ার আপ করুন খুব সুন্দর র স্মার্ট একটা ওয়েস্ট বেল্ট দিয়ে, ম্যাচিং অর মিস ম্যাচ দু ধরনের বুটস পরতে পারেন। এই পেয়ারিং আপনি হয়ে উঠবেন স্মার্ট অ্যান্ড ফ্যাশনেবল।
চিকনকারি শর্ট কুর্তা উইথ ট্রাউজার – ফ্যাশনেবল থাকার আর একটা সহজ উপায় নিজের ওয়ার্ডরোবের জামাকাপড় কে পেয়ার করে নতুন ফ্যাশন বানানোর চেষ্টা। আপনার কমপ্লেকশন অনুযায়ী লখনউ চিকনকারি কুর্তা আর ট্রাউজার নিয়ে নিন, কিন্তু পোষাক পরার সময় টাক ইন করুন কুর্তাকে আপনার ট্রাউজার এর সাথে, কভার্ড হিলস বা পামসুজ পরতে পারেন টু কমপ্লিট দা লুক।
শাড়ী উইথ শার্ট – ঠান্ডা হোক বা গরম, বাঙালিদের শাড়ীর সাথে ভালোবাসা চরম, তাই শীতকালীন ফ্যাশনেও কোনোভাবেই শাড়ীকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। শীতের সকালের কোনো এনগেজমেন্ট বা অনুষ্ঠানের জন্য সফট কলারএর শাড়ীকে পেয়ার করুন সিম্পল হোয়াইট শার্ট এর সাথে, কানে ছোট স্টাড বা টপস পরুন, মানানসই ওয়েস্ট বেল্ট বেয়বহার করুন যাতে আপনার শাড়ীর প্লিটগুলো সরে না যায়, এই ক্ষেত্রেও হাই আঙ্কল বুটস বা কভার্ড হিলস পরতে পারেন পার্ফেক্ট ফ্যাশনের জন্য।
জ্যাকেট উইথ শাড়ী – দিনের ফ্যাশন এর জন্য এরকম হাল্কা রঙ্গের ফ্লোরাল মোটিফ এর শিফন শাড়ি ইউজ করতে পারেন উইথ ম্যাচিং জ্যাকেট, শাড়ীর প্লিটসগুলো কে জ্যাকেটের ভিতরে ইনসার্ট করে দিতে পারেন, খুব মিনিমাল জুয়েলারি, আর খোলা চুলে হয়ে উঠুন অনুপমা। রাতের জন্য একটু ডার্ক রঙ্গের শাড়ী আর জ্যাকেট চুজ করুন চাইলে ওয়েস্ট বেল্টও ব্যবহার করতে পারেন।
শেয়ার করুন :