ভূমিকা
আপনি নতুন বাড়িতে ঢোকার সময় অথবা বাড়িতে আরো একটু গ্ল্যামার বাড়ানোর কথা ভাবার সময় ল্যামিনেটের উৎকর্ষতা কি করে যে কোনো স্পেসকে আরো দুর্দান্ত আকর্ষণীয় করে তুলতে পারে সেই বিষয়ে নজর দিতে পারেন।
এই প্রবন্ধে আমরা খুব তাড়াতাড়ি আপনাকে লুসিডা ল্যামিনেটসের বৈশিষ্টের বিষয়ে বলব আর কিছু মূল্যবান টিপস দেব কি করে আপনি সেগুলো আপনার বাড়ি সাজাতে কাজে লাগাবেন।তাহলে শুরু করা যাক।
বাড়ি নতুন করে সাজাতে বুদ্ধি খাটান
প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলা ভালো যে দামি ডেকোরের জিনিসপত্র আর ফার্ণিচারে খরচ করলেই সেটা আপনার স্পেসের অন্দরসাজের আভিজাত্য আর সৌন্দর্য্য বাড়িয়ে তুলবে এমনটা নাও হতে পারে। এর কারণে সৌন্দর্য্যে জমকালো আর প্রাচুর্য্যের ভাব আসলেও অনেক কারণে ঘরের সম্পূর্ণ সৌন্দর্য্যে ত্রুটি থেকে যায়।(যেটা আমরা পরে বিশদে আলোচনা করব )
যদিও আপনি বাড়ির পরিবেশের রুপটান এত কঠিন আর বেশি খরচ বলে মনে করেন তাহলে আপনার সেই ধারণা সঠিক নয়।এমন অনেক উপায় আছে যেখানে আপনি অন্দরসাজের উপাদানে কিছু ছোট বিষয় যোগ করলে তার বিশাল প্রভাব লক্ষ্য করবেন।এমন একটি বিষয় হল ল্যামিনেট ব্যবহার করা।
ল্যামিনেটস যা রূপান্তরে বদল আনে
ভারতে একমাত্র সেঞ্চুরি প্লাই শ্রেষ্ঠ ল্যামিনেট তৈরী করে,তার সম্ভারে যেমন লুসিডার মতো হাই গ্লস ল্যামিনেটস আছে তেমনি ইউরোপিয়ান ম্যাট ফিনিশ ল্যামিনেট যেমন সিল্ক টাফ এবং আরো অনেক ধরণের স্পেশালিটি ল্যামিনেটস রয়েছে।সেঞ্চুরি ল্যামিনেটসের প্রোডাক্ট ক্যাটাগরির কিছু ঝলক রইল-
- লুসিডা
- সিল্ক টাফ
- ষ্টারলাইন
- মনোকোর
- অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট
- স্পেশালিটি ল্যামিনেটস
শ্রেষ্ঠ ল্যামিনেটসের শক্তি
বাড়ি আর কাজের জায়গায় ল্যামিনেট ব্যবহারের আগের ও পরের চেহারায় আমূল পরিবর্তন আসে।ভারতে সেঞ্চুরি প্লাই সবচেয়ে উৎকৃষ্ট প্লাইউড,ল্যামিনেটস,ভিনিয়ের্স আর কাঠের সামগ্রী নির্মাতা।সেই কারণে দেশের ইন্টেরিয়র ডেকরে বিশাল বদল আনার ক্ষেত্রে এদের অসীম অবদান।
সেঞ্চুরি ল্যামিনেটস যে যে কারণে জগৎবিখ্যাত :
ইম্প্যাক্ট রেসিস্টেন্স
হিট রেসিস্টেন্স
স্কাফ রেসিস্টেন্স
কালার ফাস্টনেস
অ্যাব্রেশন রেসিস্টেন্স
এছাড়া ভাইরাকিল টেকনোলজি যোগ করে প্রোডাক্টকে আপগ্রেড করা হয়েছে।পরের প্রতিবেদনে এই বিষয়ে সবিস্তারে আলোচনা করা হবে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন।
উদ্ভাবনী এবং বিকশিত সৃষ্টি
ক্রেতাদের বেস্ট কোয়ালিটি মেটিরিয়াল পেশ করতে ক্রমাগত প্রোডাক্টের উন্নত প্রবর্তন করা হতে থাকে।উদাহরণ স্বরূপ কোভিড-19 প্যানডেমিকের সময় ভাইরাকিল টেকনোলজি আবিষ্কার করে ল্যামিনেট আপগ্রেড করা।
আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখা এটা একটা সেলফ ডক্টরিং লেয়ার যা ল্যামিনেট ও প্লাইউডের ওপর লাগানো হয় যাতে সেই সারফেস ভাইরাস,জার্ম্স ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকে।এই শিটস ন্যানোপার্টিকল দিয়ে নির্মিত যা জীবাণু নিকেশ করে।
একটু অদল বদলে রূপান্তর
শ্রেষ্ঠ মানের ল্যামিনেটস দিয়ে বাড়ির কিছু অংশের সামান্য অদল বদলেই অন্দরসাজের আকর্ষণ সম্পূর্ণ বদলে যেতে পারে।আগেই আলোচিত, আমরা দেখে নেব সেই বিষয়গুলি যা বাড়ির পরিবেশের রূপান্তরকে প্রভাবিত করে।
ইন্টেরিয়র ডিজাইনের মূলমন্ত্র হল:
- ব্যালেন্স
- প্রপোরশন
- ইউনিটি
- রিদম
- এমফ্যাসিস
- কন্ট্রাস্ট
- স্কেল
- ডিটেলস
বেডরুম,কিচেন বাথরুমের জন্য আদর্শ
লুসিডা ল্যামিনেট আপনার বাড়ির জন্য যথাযথ।বেডরুমের জন্য একদম দারুণ মানানসই।এছাড়া কিচেন এবং বাথরুমের জন্য খুব ভালো কেননা গ্লস ল্যামিনেট ভেজা জায়গার জন্য খুব মানানসই।জলের জন্য কোনো ক্ষতি হয়না উপরন্তু খুব সহজে জল গড়িয়ে যায়।তাই সব জায়গায় সুপারহিট।
একই অঙ্গে এত রূপ : সৌন্দর্য্য,সুলভ এবং শ্রেষ্ঠ
লুসিডা ল্যামিনেটস সহ এই সব সুন্দর এবং নান্দনিক ল্যামিনেটসের সম্ভার আশ্চর্য রং,ডিজাইন, টেক্সচার,প্যাটার্ন আর নানান গুণে সমৃদ্ধ।এই সব আপনি সহজেই সেঞ্চুরি প্লাইয়ের অনলাইন ই শপের মাধ্যমে বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন।সেই কারণে এখন দুর্দান্ত সুন্দর এবং টেকসই জিনিস আপনার হাতের কাছেই পাবেন।
বাড়ির রুপটান বদলানোর জন্য খুব দামি নান্দনিক সাজানোর সামগ্রী কেনার প্রয়োজন নেই।অনেক সময়ে লুসিডা হাই গ্লস ল্যামিনেটস ব্যবহার করে ছোটোখাটো রদবদলেই অন্দরসাজ সমৃদ্ধশালী রূপান্তর করে তোলা যায়।এছাড়া ল্যামিনেটসের দারুণ আকর্ষণীয় সৌন্দর্য্যের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন দীর্ঘস্থায়ী উৎকর্ষ।এই দুর্দান্ত জুড়ি অসাধারণ না ?
শেয়ার করুন :