নাম শোনেন নি নিশ্চয়ই। তিনি তো সেলিব্রিটি নন । এই ভয়ঙ্কর করোনা ক্রান্তিকালে ইনি বেঙ্গালুরুতে কেয়ারমঙ্গারস ইন্ডিয়া গ্রূপ খুলে স্বেচ্ছাসেবকদের নিয়ে অঞ্চলের বযস্ক নাগরিকদের বাড়িতে নিয়মিত ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়মিত পৌঁছে দিচ্ছেন এবং গুরগাওঁ তে এক মহিলা নিজে রান্না করে সেই খাবার অঞ্চলের যে বৃদ্ধা বৃদ্ধরা এক থাকেন তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন । ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’ , প্রচারের আড়ালে,নিরলস,জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারীতে যে অনন্য কীর্তির স্বাক্ষর রাখলেন তাকে কুর্নিশ ।
শেয়ার করুন :