পুজো মানে শুধু ঠাকুর দেখা খাওয়া দাওয়া বেড়ানো ঘোরা,আড্ডা আর পার্টির সঙ্গে পুজোয় নতুন সিনেমার অমোঘ আকর্ষণ এড়ানো মুশকিল বলেই সমস্ত হলেই হাউসফুল বোর্ড আর টিকিটের জন্য অনলাইন অফলাইন বুকিংয়ে সরগরম। এবারে আসন্ন পুজো রিলিজের খবর আর ঝলক –
কর্ণসুবর্ণের গুপ্তধন –ব্যোমকেশ ফেলুদা কিরীটি আর সম্প্রতি একেনের সঙ্গে গত তিন চার বছরে সোনাদার ফ্যান ফলোইং তুমুল জনপ্রিয়।এবারে পুজোয় সোনাদা আবির আর ঝিনুক এবার শশাঙ্কের রাজধানীতে। পরিচালক ধ্রুব ব্যানার্জি অত্যন্ত সফল ভাবে বাংলার ইতিহাস ,পুরাকীর্তির সঙ্গে আ্যডভেঞ্চার,সাসপেন্সের মিশেলে এই ফ্র্যাঞ্চাইজি তৈরী করেছেন।ছবি মুক্তি ৩০ সেপ্টেম্বর। ছবির ঝলক –
কাছের মানুষ
বাংলা ছবির পুজোর সম্ভবত সবচেয়ে বড় আকর্ষণ এই ছবি। প্রথমবার প্রসেনজিৎ ও দেব একসঙ্গে।জীবন মৃত্যুর দোলাচল,অসুস্থ্য মার চিকিৎসা,জীবন বীমা,মৃত্যুর চেষ্টা,এর মধ্যে প্রেম,দ্বন্দ্ব এ সবের সঙ্গে প্রসেনজিৎ,দেব ঈশা সাহা। ছবির ঝলক–
বল্লভপুরের রূপকথা –এই সময়ের বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের পরিচালনার দ্বিতীয় প্রয়াস। বাংলা নাটকের অন্যতম মহীরুহ বাদল সরকারের বিখ্যাত নাটক,’বল্লভপুরের রূপকথা’।এটি হরর কমেডি ঘরানার ছবি।এক রাজবাড়ির দুটি চরিত্র .একজন অর্থাভাবে ভোগা শেষ ঊত্তরাধিকারী ভূপতি রায় আর ভৃত্য মনোহর।এই দুইজন আর সঙ্গে ভূত মাইল যে অভাবনীয় কান্ডকারখানা করবেন সেই হুলুস্থূল নিয়েই ছবি।
বিক্রম ভেদা – দক্ষিণের সুপারহট ছবির হিন্দি রিমেক। আদপে বিক্রম বেতালের গল্প।স্বামী স্ত্রী নির্দেশক পুস্কর -গায়ত্রী, গ্যাংস্টার ঋত্বিক রোশন, পুলিশ অফিসার সইফ আলী খানের দুর্ধর্ষ আ্যকশন,দুর্দান্ত অভিনয়ের জন্য উন্মুখ তামাম দর্শক। ছবির ঝলক–
পন্নিইন সেলভান ১ – শ্রদ্ধেয় মান্য পরিচালক মনি রত্নমের বহু প্রতীক্ষিত ছবি পন্নিইন সেলভান ১। বহুদিন বাদে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।১৯৫৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির এই উপন্যাস তামিল পুরাণ ও চোলা সাম্রাজ্যের আধারে রচিত।বিক্রম,জয়রাম রবি,কার্তি,তৃষা,শরৎকুমারের মতন দুর্দান্ত অভিনেতার সঙ্গে মায়েস্ত্রো এ আর রেহমানের সংগীত। ছবির ঝলক-
শেয়ার করুন :