আজকের পৃথিবীতে নিজের বাড়িকে সুন্দর ,দৃষ্টিনন্দন সাজে সাজানো অত্যন্ত আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একথা অনস্বীকার্য। আমি আপনি সবাই বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডেকর নিয়ে গভীর চিন্তাভাবনা করছেন।এর মধ্যে বাড়ির ইন্টেরিয়রে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে।
বাড়ির প্রয়োজন এবং অন্দরসাজে ওয়ার্ড্রোবের গুরুত্ব অপরিসীম।এর কল্যাণে ঘরের সুম্পূর্ণ চেহারা বদলে যায় যদি এই স্টোরেজ স্পেসকে সযত্নে ও দক্ষতার সঙ্গে ব্যবহার করা যায়। ওয়ার্ড্রোবের ল্যামিনেটস আর ট্রেন্ডিং ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলে রুচিসম্মত সুন্দর ল্যামিনেট বাছাই করা অপেক্ষাকৃত কঠিন হয়ে দাঁড়ায়।
ওয়ার্ড্রোবের জন্য বেস্ট ল্যামিনেটস বেছে নেওয়ার নিরাপদ এবং বুদ্ধিদীপ্ত উপায় হল ফার্ণিচারের বিষয়ে নতুন ধরণের চিন্তাভাবনা,কারণ মূলত আপনার ওয়ার্ড্রোবকে কার্যকরী,প্রশস্ত এবং বাড়ির অন্দরসাজ এবং নান্দনিকতার সঙ্গে মানানসই হতে হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন হাই গ্লস ল্যামিনেটস ওয়ার্ড্রোব এখনকার লেটেস্ট ট্রেন্ড কারণ এর আকর্ষণীয় চেহারা ছাড়াও চমৎকার দৃশ্যকল্প রচনা করতে সক্ষম।
ওয়ার্ড্রোবের জন্য ল্যামিনেটসই কেন সবচেয়ে ভালো?
ওয়ার্ড্রোব ডিজানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ওয়ার্ড্রোব নানা আকারে ,মেটেরিয়ালে আর ডিজাইনে পাওয়া যায়।এখনকার আধুনিক ইন্টেরিয়র ডেকরে ওয়ার্ড্রোব ডিজাইনে ল্যামিনেটসই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে।আজকাল ল্যামিনেট ওয়ার্ড্রোব অত্যন্ত জনপ্রিয়,নান্দনিক ও সুদৃশ্য,কম মেন্টেটেন্স এবং প্রথাগত কাঠের স্টোরেজ স্পেসের বিকল্প। ল্যামিনেটস একাধারে স্নিগ্ধ এবং মসৃণ আর অন্যান্য কাঠের সামগ্রীর তুলনায় দীর্ঘস্থায়ী।
ল্যামিনেটস ওয়ার্ড্রোবের ধরণধারণ :
আজকাল ওয়ার্ড্রোবের জন্য নানা ধরণের চিত্তাকর্ষক ল্যামিনেট উপলব্ধ ,ম্যাট থেকে গ্লস ল্যামিনেটস।
- মেটালিক
- ফেব্রিক
- মার্বেল
এই ব্লগে আমরা গ্লসি ল্যামিনেট ওয়ার্ড্রোব নিয়েই মনোনিবেশ করছি ।
ওয়ার্ড্রোবের জন্য গ্লসি ল্যামিনেটস
বাড়ির ইন্টেরিয়রের জন্য গ্লসি ল্যামিনেটস চমৎকার সুন্দর মেটেরিয়াল।নামেই বোঝা যায় এই গ্লসি ল্যামিনেটস দেখতে ঝকমকে উজ্জ্বল সারফেস।আজকাল বেশিরভাগ বাড়ি এই গ্লসি ল্যামিনেটসের সৌজন্যে দীপ্তিমান হয়ে উঠছে।
ওয়ার্ড্রোবে গ্লসি ল্যামিনেটসের উপকারিতা:
- গ্লসি ল্যামিনেটসের সবচেয়ে বড় গুণ অন্যান্য মেটেরিয়ালের থেকে দৃশ্যত স্বতন্ত্র কিন্তু পারিপার্শ্বিক অন্দরসাজের সঙ্গে অনায়াসে মিলে যায়।
- আরও সুবিধে হল এর দৌলতে আপনার স্পেস দীপ্তিমান,আড়ম্বরপূর্ণ, উজ্জ্বল এবং বড় দেখায়।আপনার ঘর আসলের থেকে প্রশস্ত দেখতে লাগে।
- গ্লসি ল্যামিনেটস ওয়াটার রেসিস্টেন্ট এবং স্ক্র্যাচ প্রুফ।
ভারতের ৭টি বেস্ট ল্যামিনেটস :
আপনি এখন জেনে গেছেন যে গ্লসি ল্যামিনেটস এখন ট্রেন্ডিং।কিন্তু আপনার বাড়ির অন্যান্য অন্দরসাজের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন গ্লসি ওয়ার্ড্রোব ল্যামিনেটস glossy wardrobe laminates পছন্দ করবেন ?
১) হোয়াইট ল্যামিনেট ওয়ার্ড্রোব – শ্বেতশুভ্র রঙের চেয়ে অভিজাত আর উৎকৃষ্ট আর কী হতে পারে ?আধুনিক গৃহস্বামীরা অন্যান্যদের তুলনায় হোয়াইট ওয়ার্ড্রোব অনুরাগী হয়ে উঠছেন তার মিনিমালিস্টিক আর ক্লাসিক ট্রেন্ডের উৎকর্ষে।হোয়াইট ল্যামিনেটসের সুবিধে হল সবধরণের হোম ডেকরের সঙ্গে মানানসই বলে।
২) উড লাইক ফিনিশ ওয়ার্ড্রোব – আর একটি প্রথম শ্রেণীর অভিজাত পছন্দ যা নির্দ্বিধায় বেছে নিতে পারেন।ডার্ক উড কালার অথবা ব্রাউন কালার সেই ঘরের সঙ্গে দুর্দান্ত মানাবে যার কার্টেন্স আর ফ্লোর কালার এই ওয়াড্রোব সেটের শেডের সঙ্গে মানায়।
৩) সলিড কালার্স – একদম একরঙের যেমন গড়ে,ব্লু ,গ্রীন এবং অন্যান্য যা ঘরের আবহের সঙ্গে মিশে শৌখিন এবং বিলাসবহুল দেখায়।এই রংবেরঙের গ্লসি ল্যামিনেটেড ওয়ার্ড্রোবের জেল্লায় পুরো কালার থিমের কল্যাণে আপনার স্পেসকে রাজকীয় সুন্দর করে তুলবে।
৪) মাল্টিপল কালার্স – অন্দরসাজ যে সবক্ষেত্রে একরঙা হতে হবে এমন নয়।দুর্দান্ত ঝকমকে মাল্টি কালার ওয়ার্ড্রোব দিয়েও চমৎকার সুরুচিপূর্ণ ঘর সাজানো যায়।
৫)গ্লাস ওয়ার্ড্রোব ডিজাইন – গ্লসি ওয়ার্ড্রোবের সঙ্গে গ্লাস শাটারস আর এক ধরণের সেরা এবং এখনকার ট্রেন্ডি ডিজাইন।এতে ঘরের আকার বড় এবং মার্জিত দেখায়।এছাড়া গ্লাস ফিনিশের বিকল্প ও মজুত।
৬) মিরর ফিনিশ ওয়ার্ড্রোব ডিজাইন –এখনকার নতুন কম্বিনেশন ট্রেন্ড।গ্লসি ওয়ার্ড্রোবের সঙ্গে মিরর ফিনিশের যুগলবন্দী ঘরকে আরও প্রশস্ত,পরিচ্ছন্ন ,কার্যকরী এবং আড়ম্বরপূর্ণ দেখতে লাগে।
৭)ল্যামিনেট ফিনিশ ওয়ার্ড্রোব –আপনি যদি সহজে কাস্টমাইজ করা, বাজেট সাশ্রয়ী,গ্লসি,দীর্ঘস্থায়ী এবং সহজে মেন্টেন করা করা যায় এমন কিছু খোঁজ করেন, এই ল্যামিনেটস আদর্শ।
পরিশেষে :-
তাহলে এখন আপনি জেনে গেছেন যে ভারতে গ্লসি ওয়ার্ড্রোব ল্যামিনেটস কী ,কত ধরণের এবং বিভিন্ন রকম ইন্টেরিয়র ডেকরে তার ব্যবহার।তাই এখন দেরি না করে আপনার রুচি অনুযায়ী পছন্দ করে ফেলুন।আর ভারতের সর্বশ্রেষ্ঠ গ্লসি ওয়ার্ড্রোব ল্যামিনেটস laminate sheets, নির্মাণ করে সেঞ্চুরি ল্যামিনেটস।একবার স্বচক্ষে দেখে আসুন এর বিপুল সম্ভার যা থেকে আপনার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন দুর্দান্ত সুন্দর ,নজরকাড়া করে তুলতে পারবেন।
শেয়ার করুন :