৫টি সেঞ্চুরি ল্যামিনেট ডিজাইন যা দেখতে শৌখিন কিন্তু দামি নয় -

৫টি সেঞ্চুরি ল্যামিনেট ডিজাইন যা দেখতে শৌখিন কিন্তু দামি নয় 

নানান স্টাইলের দুর্দান্ত আকর্ষণীয় ডিজাইন,আসবাবের সুরক্ষা,সাশ্রয়ী।

ল্যামিনেট শিট হল এমন শিট যাতে নানান স্টাইলের ডিজাইন করা থাকে যা আপনার ঘরকে আকর্ষণীয় করে তোলে।সাধারণত বাড়ির ফার্ণিচার,দরজা,কিচেন,বাথরুমের সারফেসে ব্যবহার করা হয়।এটি আপনার পছন্দের আসবাবের সারফেসের ভোল বদলে দুর্দান্ত সুন্দর করে সাজায়। 

ল্যামিনেট শিট এক ধরণের আর্টিফিশিয়াল মেটেরিয়াল যা বেশ শক্ত পোক্ত আর আপনার কাঠের ফার্ণিচারকে সুদৃশ্য করে তোলে।এটি শুধু আপনার ফার্ণিচারকে সুদৃশ্য করে তোলে না সঙ্গে আসবাবের সুরক্ষা দেয় যে কারণে দীর্ঘদিন অটুট থাকে।ইন্টেরিয়র ডিজাইনের বাজারে আজকাল বিপুল রেঞ্জের ল্যামিনেট শিটস পাওয়া যায় যার থেকে আমরা আপনার জন্য বাছাই করেছি এমন কিছু ল্যামিনেট যা দেখতে শৌখিন আর নজরকাড়া হলেও দামি নয়।   

কিছু দারুণ ল্যামিনেট ডিজাইন:

১)সিলভার ন্যানো : এই ল্যামিনেট শিট খুব বেশি ব্যবহার হয় এর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্টের কারণে। অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্টের ল্যামিনেট সারফেসকে ব্যাকটেরিয়া থেকে প্রতিরোধ করে।এছাড়াও আমাদের শরীরকে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে।    

২)অপুলেন্জা : এই ধরণের ল্যামিনেট শিট দেওয়াল আর অন্যান্য ফার্ণিচারের সারফেসে ব্যবহার করা হয়।অপুলেন্স এমন ল্যামিনেট শিট যা তার শিল্পনৈপুণ্যের জন্য প্রসিদ্ধ।বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপিয়ান আর্ট ঘরানার ডিজাইন আপনার বাড়ির ফার্ণিচারকে ব্যয়বহুল প্রাচুর্যময় সাজে সাজিয়ে তুললেও তুলনায় দামে সাশ্রয়ী। 

 ৩) লাইনার গ্রেড : লাইনার গ্রেড এমন ধরণের ডেকরেটিভ ল্যামিনেট যা উচ্চমানের ডাইমেনশনাল স্টেবিলিটি আনে।এর সুবিধে ফার্ণিচারের দুদিকেই ওভারলে করা যায়।এই ল্যামিনেট ফার্ণিচারকে ডিফরমিং অর্থাৎ আসবাবের বিকৃতি থেকে রক্ষা করে। 

 ৪) ফ্লেক্সো ল্যামিনেটস: যেহেতু আজকাল কনটেম্পোরারি এবং ডিজাইনার ফার্ণিচারের কদর বেশি,ফ্লেক্সো ল্যামিনেট শিট ফার্ণিচারের নিখুঁত ফিনিশের জন্য প্রসিদ্ধ।নামেই বোঝা যাচ্ছে যে অত্যন্ত নমনীয় যে কারণে এমন ফার্ণিচারে ব্যবহার করা হয় যার ধারালো কোণ অথবা এমন বিপজ্জনক আকৃতি এবং খুব সহজে কাটিং বা ওভারল্যাপিং ছাড়াই লাগানো যায়।  

৫)মনোকোর ল্যামিনেট –মনোকোর ল্যামিনেট শিট আপনার ফার্ণিচারকে ত্রুটিহীন নিখুঁত সৌন্দর্যে সাজায় যার ফলে ফার্ণিচারের সারফেস হয়ে ওঠে মসৃণ।

ল্যামিনেটসের সুবিধে কী ?

ল্যামিনেট শিট অথবা ডেকরেটিভ ল্যামিনেট শিটস অত্যন্ত জনপ্রিয় আপনার বাড়ির আসবাবের সুরক্ষা আর ত্রুটিহীন অনবদ্য অন্দরসাজের জন্য। বাড়িতে ল্যামিনেটস শিটস ব্যবহারে প্রচুর সুবিধেগুলি হল:-

১) ল্যামিনেট শিট ব্যবহারের অন্যতম প্রধান কারণ হল সুরক্ষা।ল্যামিনেট আপনার ফার্ণিচারকে স্ক্র্যাচ,নোংরা দাগ,প্রলেপ,চড়া সূর্যের আলো ও অন্যান্য উপদ্রব থেকে রক্ষা করে।যে কোনো জিনিসের কিছুদিন ব্যবহারের পরে সহজেই রং ফিকে অথবা উঠে যাওয়ার সম্ভাবনা থেকে ল্যামিনেট রং,ডিজাইনকে সুরক্ষা দেয়।এছাড়া এগুলি স্বাস্থ্যবিধিসম্মত আর কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ রুখে দেয় যদি আপনি সঠিক ল্যামিনেট পছন্দ করেন। 

২)এই ল্যামিনেট শুধু আপনার ফার্ণিচারকে রক্ষা করে না ,সঙ্গে ফার্ণিচারকে অপূর্ব দৃশ্যনন্দন করে তোলে।বিপুল বৈচিত্রের ডিজাইনে উপলব্ধ বলে আপনার রুচিসম্মত হয়ে ফার্ণিচারের সৌন্দর্য বাড়িয়ে তোলে।নানারকম রং আর টেকশ্চারে পাওয়া যায়।এর আরো সুবিধে এগুলি হিট অ্যান্ড ময়েশ্চার রেসিস্টেন্ট যা ফার্ণিচারকে দীর্ঘায়ু রাখে।   

 ৩) ল্যামিনেট শিটস এমন একটি জিনিস যা কখনো দীর্ঘদিন ধরে  আপনার ফার্ণিচারের গুণমান অথবা সৌন্দর্য হানি করবে না।ল্যামিনেট শিটের চেম্লান অথবা নষ্ট হওয়ার সম্ভাব্য নেই কারণ এর নির্মাণে সুরক্ষা আর সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়।ল্যামিনেট শিট পরিষ্কার করতে সারফেসে শুধু একটা পরিষ্কার অল্প ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া এবং সহজ মেন্টেনেন্সের কারণে সময় এবং অর্থ দুইয়েরই সাশ্রয় হয়।

মনে রাখবেন  

ল্যামিনেট শিটস ইন্সটল করা মোটেই কঠিন নয় বরং আপনি যখন চান তখনি সহজে ইন্স্টল্ করা যায়।ল্যামিনেট শিট ইনস্টলেশনে টাচ আপের প্রয়োজন নেই কারণ প্রি ফিনিশড প্রোডাক্ট হওয়ার দৌলতে যা ক্রেতাদের রুচি ও প্রয়োজন অনুযায়ী সহজে পছন্দ এবং লাগানো যায়।ল্যামিনেটের অন্য একটি বড় সুবিধে হল দীর্ঘদিন পরেও ঔজ্বল্য এক থাকার কারণে একে রি-পলিশ করতে হয় না।

 

পরিশেষে, অন্দরসাজে ল্যামিনেট শিটস ব্যবহার করার সুবিধে হল বাড়িতে বা অন্যান্য জায়গায়  শুধু ফার্ণিচারের সুরক্ষা নয় তার সঙ্গে অনবদ্য অনুপম সৌন্দর্য।ল্যামিনেট কিনতে আগ্রহী হলে আমাদের সেঞ্চুরি প্লাইয়ের ওয়েবসাইটে ক্লিক করুন।  

https://www.centuryply.com/centurylaminates/

 

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *