৩টি চমৎকার লাইফস্টাইল বদলানো গ্লসি ল্যামিনেটস -

৩টি চমৎকার লাইফস্টাইল বদলানো গ্লসি ল্যামিনেটস 

ইন্টেরিয়রের সৌন্দর্যবৃদ্ধিতে ল্যামিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন জীবনের প্রতিটি মুহূর্ত,দৃষ্টিভঙ্গিকে প্রচার উন্মুখ করে তুলেছে তাই বাড়ির ইন্টেরিয়র ডেকর সেই প্রভাবের বাইরে থাকতে পারে না।এখন সবাই নিজের বাড়ি নান্দনিক সৌন্দর্যে সাজিয়ে তুলতে উৎসুক হলেও তার দাম যেন আয়ত্তের মধ্যে থাকে সেটাও খেয়াল রাখেন।ফার্ণিচার,শোভা বাড়ানোর সামগ্রী,দেওয়ালের রং আর সেন্টারপিস এগুলি ইন্টেরিয়র ডেকোরেশনের প্রধান উপাদান।

বাড়ির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের সৌন্দর্যবৃদ্ধিতে ল্যামিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এখনকার নিত্যনতুন ট্রেন্ড আর প্যাটার্নের সমাহারে ল্যামিনেটসও অনেক বিবর্তনের মধ্যে দিয়ে আরও সুন্দর ও উপযোগী হয়ে উঠেছে।এখন ইন্টেরিয়র আর এক্সটেরিয়র ডেকরের জন্য বিপুল বৈচিত্রের ল্যামিনেটস উপলব্ধ।

ল্যামিনেটস কেন ব্যবহার করা হয় ?

ল্যামিনেট একধরণের সারফেস মেটেরিয়াল যা সাধারণত ফার্ণিচার,ওয়ার্ডরোব,টেবলটপস এবং কিচেন ক্যাবিনেটসের সৌন্দর্যবৃদ্ধিতে ব্যবহার করা হয়।এটি ফার্ণিচারের প্রটেকটিভ কভার এবং সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।ভারতে প্রচুর ধরণের রঙে,ডিজাইনে,টেকশ্চার ও ফিনিশে     ল্যামিনেট পাওয়া যায়।ল্যামিনেট একটি কৃত্রিম মেটেরিয়াল যা কাঠ এবং মার্বেলের জৌলুশ এবং আভিজাত্য সৃষ্টি করে করুন এই দুই সামগ্রী অত্যন্ত দামি।ফার্ণিচারের জন্য এই ডেকোরেটিভ ল্যামিনেটস অত্যন্ত সাশ্রয়ী এবং জনপ্রিয়।  

ইন্টেরিয়রের সামগ্রীর মধ্যে ল্যামিনেটসের তুমুল জনপ্রিয়তার কারণ এর সুদৃশ্য চেহারা। হাই গ্লস ল্যামিনেটস High-gloss laminates অত্যন্ত চকমকে এবং মসৃণ হওয়ার কারণে সহজেই মুছে পরিষ্কার করে নেওয়া যায়। হাই গ্লস ল্যামিনেটস জায়গাকে আসলে তুলনায় বড় দেখায় এবং বাড়িতে বা অফিসে অত্যাধুনিক, আভিজাত্য,মর্যাদার পরিমার্জিত পরিবেশ সৃষ্টি করে।  

কোথায় এবং কখন এইচ ডি গ্লসি ল্যামিনেটস ব্যবহার করবেন ?

ল্যামিনেটসের অনেক বৈচিত্র থাকায় আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সঠিক ল্যামিনেট বেছে নিতে পারেন।গ্লসি ল্যামিনেটস একটি নিখুঁত মেটেরিয়াল যা আপনার বাড়ির রুচিসম্পন্ন সৌন্দর্যবৃদ্ধি করে বাড়িকে অত্যাধুনিক এবং সমৃদ্ধ করে তোলে।   

এছাড়া এর আলো বিচ্ছুরণকারী বৈশিষ্টের জন্য ছোট জায়গায় গভীরতা এনে তাকে প্রশস্ত দেখায়। হাই গ্লস ল্যামিনেটস বাড়ির সব জায়গায় যেমন কিচেন ক্যাবিনেট,ওয়ার্ডরোব,বাচ্চাদের ঘর,টেবলটপ্সে ব্যবহার করা যায় তাই এর ব্যবহার সীমাহীন।এর ব্যবহারে নির্ঝঞ্ঝাটে এক নিমেষে ঘরের রূপ আমূল পরিবর্তন করতে পারে।এখানে গ্লসি ল্যামিনেটস বাড়ির ৩টি প্রধান স্থানে ব্যবহারের হদিশ দেওয়া রইল।   

  ওয়ার্ডরোব

বাড়ির ইন্টেরিয়রে ওয়ার্ডরোব একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান।শুধু জিনিসপত্র রাখার জন্য নয়,বাড়ির মনোহর শোভা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সামগ্রী।ইন্টেরিয়র ডেকর ডিজাইনের সময় এর প্রতি ন্যায্য গুরুত্ব দেওয়া উচিত কারণ ওয়ার্ডরোব বাড়ির প্রধান জায়গা অধিকার করে থাকে।আপনার ওয়ার্ডরোবে আপনার পছন্দের ঝলমলে চাকচিক্যের জন্য হাই গ্লস ল্যামিনেটস ব্যবহার করতে পারেন।

কিচেন

বলাবাহুল্য কিচেন বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় অংশ কারণ এখানেই সুস্বাদু খাবার তৈরি হয়।রান্নাঘর এমন একটা জায়গা যেখানে দিনভর তেল,ময়লা ও অন্যান্য জিনিস ছড়িয়ে নোংরা হওয়ার প্রবণতা থাকে।সেই কারণে এখানে হাই গ্লস ল্যামিনেটস ব্যবহার করলে সহজেই সব কিছু মুছে পরিষ্কার করে ঝকঝকে তকতকে  করে নেওয়া যায় কারণ এতে দাগ ময়লা ধরে না।যদি দাগ ময়লা লেগেও থাকে তা সহজে নজরে পড়ে না।হাই গ্লস ল্যামিনেটস ছোট কিচেনের জন্য আদর্শ কারণ এর সৌজন্যে কিচেনকে দেখতে বড় লাগে।আপনার মডিউলার কিচেন থাকলে তার জন্য হাই গ্লস ল্যামিনেটস সঠিক পছন্দ।        

ওয়াল প্যানেলস

হাই গ্লস ল্যামিনেটস ব্যবহারের আর একটি দারুণ জায়গা হল ওয়াল প্যানেল।এর ছোঁয়ায় ওয়াল প্যানেল হয়ে ওঠে দৃষ্টিনন্দন এবং প্রাণবন্ত।হাই গ্লস ল্যামিনেটস আপনার বাড়ির অভ্যন্তরীণ চেহারা এবং অনুভূতিকে আকারে বড়  এবং উৎকৃষ্ট করে তোলে।এক্ষেত্রে হাই গ্লস ল্যামিনেটসের সঠিক ধরণ,স্টাইল,রং এবং প্যাটার্ন পছন্দ করা জরুরি যা আপনার বাড়ির ইন্টেরিয়রের সঙ্গে মানাবে।মোটকথা সাধ্যের মধ্যে আপনার বাড়ির সুরুচিসম্পন্ন,পরিশীলিত মাধুর্য সৃষ্টিতে হাই গ্লস ল্যামিনেটস অনন্য এবং অদ্বিতীয়।  

গ্লসি ল্যামিনেটস ব্যবহারের উপযোগিতা: 

সহজ মেন্টেনেন্স

হাই গ্লস ল্যামিনেটস ঝকমকে,মসৃণ হওয়ার কারণ এক নিমেষে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা যায়।হাই গ্লস ল্যামিনেটসের টেকশ্চার লেস ফিচারের কারণে তরল ও অন্যান্য ময়লা ধরতে দেয়না উপরন্তু দাগ ,ময়লা প্রতিহত করে।এছাড়া কোনো ফাঁক ,ফাটল না থাকার জন্যে এতে  কোনো বীজাণু লুকোতে পারে না।স্বাস্থ্যবিধির সুরক্ষার বিষয়ে আপনি নিশ্চিন্তে হাই গ্লস ল্যামিনেটসের ওপর ভরসা করতে পারেন এই জন্য আর কিচেন কাউন্টারটপ্সের জন্য আদর্শ কারণ কিচেনের তেলচিটে ময়লা,দাগ,ছোপ ছাপ এই সব এক নিমেষে মুছে ফেলা যায়।

 জায়গাকে আসলের থেকে বড় দেখায়

গ্লসি ল্যামিনেটসে লাইট রিফ্লেক্টিং ফিচারের জন্য ঘরকে বড় দেখতে লাগে।এই কারণে ছোট জায়গার জন্য দারুণ উপযোগী।আপনার ছোট কিচেন ক্যাবিনেটের অথবা ওয়ার্ডরোবের ওপরে  গ্লসি ল্যামিনেটস লাগিয়ে দুর্দান্ত সুন্দর করে তুলতে পারেন।ইন্টেরিয়র ডিজাইনারদের মতে হালকা রঙের গ্লসি ল্যামিনেটস ব্যবহার করা শ্রেয়। 

  অত্যাধুনিক এবং  আকর্ষণীয়

নিঃসন্দেহে গ্লসি ল্যামিনেটস বিলাসবহুল, শৌখিন ও আড়ম্বরপূর্ণ।এর লাইট রিফ্লেক্টিং গুণের জন্য সেই পরিবেশকে উজ্বল এবং প্রাণবন্ত করে তোলে।এই গ্লসি ল্যামিনেটস সেইরকম অভিজাত পরিশীলিত বাড়ির জন্য উপযোগী যেখানে অন্দরসাজে অল্প অথচ মার্জিত সাজে সাজাতে পছন্দ করেন।এই ল্যামিনেটসের কোমল মসৃণ বৈশিষ্টের জন্য দেখতে অভিজাত  ও পরিশীলিত আর অকপট সহজ অন্দরসাজের সঙ্গে দারুণ মানায়। 

 সেঞ্চুরি ল্যামিনেটস কেন ?

সেঞ্চুরি ল্যামিনেটস দীর্ঘকাল ব্যাপী ভারতশ্রেষ্ঠ কারণ অত্যন্ত টেকসই,দীর্ঘস্থায়ী,রং ,টেকশ্চার আর প্যাটার্নের সম্ভারে বিপুল বৈচিত্র।এখানে বাড়ির সমস্ত জায়গার যেমন টেবিলটপস,ক্যাবিনেট আর ফার্ণিচারের জন্য কার্যকরী।এছাড়া প্রত্যেক ল্যামিনেটস প্রিমিয়াম কোয়ালিটির এবং দামে সাশ্রয়ী।এর নির্মাণে আজকের আধুনিক এবং উদ্ভাবনী ন্যানো টেকনোলজি ব্যবহারের কল্যাণে নিরাপদ এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে ল্যামিনেটস প্রস্তুত করা হয়।আপনি আপনার পছন্দের  ডিজাইনের জন্য সলিড থেকে টেক্সচার্ড যেকোনো ল্যামিনেটস কিনতে পারেন।      

পরিশেষে

আসল কথা হল সাধ্যের মধ্যে বাড়িকে নতুন সাজে সাজিয়ে লাইফস্টাইল বদলে ফেলতে হাই গ্লস ল্যামিনেটস সবচাইতে ভালো।হাই গ্লস ল্যামিনেটসের বিপুল রেঞ্জ থেকে আপনার পছন্দসই বেছে নিলেই কেল্লাফতে।যদি আপনি সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ হাই গ্লস ল্যামিনেটস কিনতে চান সেক্ষেত্রে সেঞ্চুরী ল্যামিনেটসের ওপর চোখ বুজে ভরসা করতে পারেন।  

        

   

  

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *