পিকনিক প্রিয় বাঙালি এই সময় মেতে ওঠে বনভোজনের আনন্দে।টালা থেকে টালিগঞ্জ,স্কুল ফ্রেন্ড থেকে ফেসবুক গ্রূপ,আট থেকে আশি এখন পিকনিক প্রত্যাশী। ১০টি দুর্দান্ত পিকনিক স্পটের হদিশ:
১) চুপিচর:বর্ধমান পূর্বস্থলীর জলাভূমি,পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য।ভাগীরথীর আপন খেয়ালখুশি এর অপর নাম ছাড়িগঙ্গা।বিদেশি দেশি পানকৌড়ি,পানডুবি,রাঙ্গামুড়ি,ব্রাহ্মণী হাঁস,গ্যাডওয়াল।এখানে রাত্রিবাসও করতে পারেন- ৯৭৩৫১৬৯৭৫৬, ৯৭৩৩৬৫৯৩৫২
২)কল্যাণী পিকনিক গার্ডেন: খুব সুন্দর গাছ গাছালি ঘেরা পিকনিক স্পট।১৪টা শেড আছে।দোলনা,স্লিপসহ চিলড্রেন’স কর্নার আছে।প্রকৃতির মাঝে সারাদিন কাটিয়ে মন মেজাজ তাজা হয়ে যাবে।কাছের হংসেশ্বরী মন্দির,ত্রিবেণী বাড়তি আকর্ষণ।বুকিং যোগাযোগ: 9339876823.
৩) গড়চুমুক পিকনিক স্পট: কলকাতা থেকে ৬০ কিলোমিটার দূরে দামোদর নদীর ধারে মনোরম প্রকৃতির দামোদর নদীর পাশে ইউক্যালিপটাস,ঝাউগাছ,কাছেই দামোদর গঙ্গার মোহনা।জনপ্রিয় পিকনিক স্পট,এখানকার বড় আকর্ষণ,৫৮ গেট আর ডিয়ার পার্কে হরিণ,ময়ুর,সজারু,নীল গাই,আর কি চাই ?দামোদরের বুকে বোট রাইড করার আনন্দ।পিকনিক স্পট বুকিংঃ ডব্লিউবিসিএডিসি -০৩৩-২২৩৭৭০৪১-৪৩।রাত্রিবাসের জন্য যোগাযোগ: হাওড়া জেলা পরিষদ- ১০, বিপ্লবী হরেন ঘোষ সরণি,হাওড়া-৭১১১০১ ফোন : (033) 26384633/4634.
৪) বারুইপুর নীলদীপ গার্ডেন : কলকাতার কাছেই এই পিকনিক স্পট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়,শহরের কোলাহলের বাইরে দলবেঁধে একদিনের পিকনিকের জন্য দারুন স্পট।যোগাযোগ : https://www.neeldeepgarden.com
৫)নন্দীবাগান-গঙ্গার ধরে সাজানো বাগানে ঘেরা কোন্নগরে নন্দীগ্রাম।এখানে দুটি দল আলাদা ভাবে পিকনিক করতে পারে।প্রতিটি স্পট দু বিঘে জমির ওপর।এর মধ্যে রেস্টরুম,ওয়াশরুম আছে।নিজেরা রান্না করতে চাইলে বা রান্নার লোক নিয়ে গেলে আগে থেকে বলে রাখলে রান্নার বাসনকোসন ব্যবস্থাও হয়ে যাবে।যোগাযোগ- ৯৮৩০১২৯৫০৩
৬)পিয়ালী :সুন্দরবনের প্রবেশদ্বার পিয়ালী।নদীর বাঁকে সবুজ দ্বীপ।পিয়ালীর কাছেই সজনেখালি,নেতিধোপানি।নদীর ধারে পিকনিকের মাঝে নৌকাভ্রমণ করতে পারেন।বড় দলের জন্য রান্নার সরঞ্জাম আনাজপত্র নিয়ে এলে সময় বেঁচে যাবে। যোগাযোগ -৯৪৩৩৪৩৫১৮১
৭)আইচদের বাগান বাড়ি :মধ্যমগ্রামে মহেশ্বরপুরে প্রাচীর ঘেরা ৪ বিঘে এই বাগান বাড়ি।বাচ্চাদের জন্য দোলনা.স্লিপ,কেয়ারী করা লন,রং বেরঙের বাহারি মরসুমি ফুল,ট্রি হাউস।কাছেই প্রাচীন শিবকালী মন্দির ঘুরে আসতে পারেন।যোগাযোগ- ৯৮৩০০৬৫০৪৫
৮)নহবত:সোনারপুরের এক সুন্দর পিকনিক স্পট।বিশাল বাগানঘেরা জমির ওপর ছোট্ট বাগানবাড়ি।ঘাসজমিতে সবুজ গালচে পাতা।কাছেই লৌকিক দেবতা পঞ্চানন্দের মন্দির।যোগাযোগ-৯৮৩০৭৮১৯৮৮
৯)মহিষরেখা: দামোদরের ধারে সবুজ গাছের মখমলে গালিচা ঘেরা মহিষরেখা।দিগন্ত জুড়ে আকাশ নদীর মেলবন্ধন।নৌকা ভাড়া করে কাছে দূরে বেড়ানো যায়।বুকিং যোগাযোগঃডব্লিউবিসিএডিসি -০৩৩-২২৩৭৭০৪১-৪৩।রাত্রিবাসের জন্য যোগাযোগ: হাওড়া জেলা পরিষদ- ১০, বিপ্লবী হরেন ঘোষ সরণি,হাওড়া ফোন : (033) 26384633/4634.
১০)পানিত্রাস – এই স্পটের সব থেকে বড় বৈশিষ্ট্য- এখানেই রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি৷ কাছেই রূপনারায়ণ৷ নদীর কাছে বিশাল মাঠ বা নদীর তীরে পিকনিক হয়৷ কাছেপিঠে অনেক গেস্ট হাউস রয়েছে৷ আগে থেকে বুক করে নিতে হবে৷ কোলাঘাটের আগের স্টেশন দেউলটি৷ এখান থেকে অটো বা গাড়িতে পানিত্রাস যেতে পারবেন ৷ প্রসঙ্গত বলতে হয়, কোলাঘাটও একটা ভাল পিকনিক স্পট৷ নদীর ধারে মন খুলে ঘোরা যায়। নিরালা রিসোর্টঃ০৩২১৪২৭৫০৪৩
শেয়ার করুন :