১০টি নতুন ন্যাচারাল ভিনিয়ের্স ইন্টেরিয়র ডেকর স্টাইল -

১০টি নতুন ন্যাচারাল ভিনিয়ের্স ইন্টেরিয়র ডেকর স্টাইল 

বাজেটের মধ্যে দাম,স্টাইলিশ,অজস্র রং এবং টেকশ্চারে সমৃদ্ধ।

সূচনা

আপনি কি জানেন যে ন্যাচারাল ভিনিয়ের্স দিয়েও দারুণ স্টাইলে বাড়ি সাজানো যায় ?প্রকৃতি প্রেমীদের কাছে এটা দারুণ সুযোগ যেখানে প্রকৃতির সতেজতা আপনার কাছে চলে আসে।ন্যাচারাল উড লগস দিয়ে আপনার প্রপার্টি,ফার্ণিচার,ওয়ার্ড্রোব,ক্যাবিনেট,হেডবোর্ডস,ডোরস আর ওয়াল প্যানেল সাজিয়ে তুলতে পারেন।    

সেঞ্চুরি প্লাইয়ের সম্ভারে রয়েছে  চমৎকার,মনোমুগ্ধকর রেঞ্জের ন্যাচারাল ভিনিয়ের্স ন্যাটজুরা উডস ।প্রাকৃতিক সৌন্দর্য্যের বৈচিত্রে অনুপ্রাণিত সেঞ্চুরি প্লাইয়ের অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনাররা বিভিন্ন স্টাইলে এই ন্যাচারাল ভিনিয়ের্স তৈরি করেছেন।   

১০টি ন্যাচারাল ভিনিয়ের স্টাইল

ন্যাচারাল ভিনিয়ের্স খুব সহজে ইন্সটল আর মেন্টেন করা যায়,বাজেটের মধ্যে দাম, টেকসই, স্টাইলিশ আর দীর্ঘদিন মজবুত থাকে। অল্প আয়াসে আপনার ব্যক্তিত্বের রুচি আর গভীরতার প্রকাশ পাবে।ন্যাচারাল ভিনিয়ের্স দিয়ে নানা স্টাইলে ইন্টেরিয়র সাজাতে পারেন,তার বিশেষ কিছুর হদিশ রইল :   

১) প্রবেশপথে প্রজেত্ত উড ভিনিয়ের :যদি আপনি আপনার অতিথি অভ্যাগতদের প্রথম দর্শনে বিস্মিত বিমূঢ় করতে ইচ্ছুক হন তবে এন্ট্রি ওয়েতে মেহগনি ক্রচ HZ অথবা স্যান্টোস HZ টাইপ প্রজেত্ত উড ভিনিয়ের ব্যবহার করুন।এই ভিনিয়ের ডিজাইনের দৌলতে আপনার ফয়ারে,বারান্দায় অথবা প্রবেশপথে  প্রশান্ত অথচ উষ্ণ আবহ তৈরি করতে পারেন যাতে আপনার বাড়ি  প্রীতিকর,আকর্ষিত এবং স্বাগত লাগে।   

২) কিচেনের জন্য দারুণ জমকালো সাজ :সেঞ্চুরি ভিনিয়ের্সের সম্ভারে আপনার কিচেনের জন্য আছে ন্যাচারাল ক্যানভাস অথবা লাইট -স্টাইলড  নেচার প্রো ভিনিয়ের। আপনি এই সাজে আপনার বাড়ির কেন্দ্রস্থল কিচেনে   আরামদায়ক এবং রুচিসম্মত রূপে সাজিয়ে তুলুন।এই ভিনিয়ের্স অজস্র রং এবং টেকশ্চারে সমৃদ্ধ তাই দেরি না করে আপনার ইন্টেরিয়রের উপযোগী ভিনিয়ের্স পছন্দ করে ফেলুন।

৩)ফার্ণিচার ডিজাইনে প্রকৃতির ছোঁয়া :সেঞ্চুরি ভিনিয়ের্সের ন্যাচারাল উড ভিনিয়ের্স দিয়ে আপনার সাধের ফার্ণিচারে প্রাকৃতিক সৌন্দর্যবৃদ্ধি করতে পারেন।এই ভিনিয়ের্স বিভিন্ন রং,আশ্চর্য প্যাটার্ন আর প্রিমিয়াম কোয়ালিটিতে সমৃদ্ধ।এই ভিনিয়ের্স শিটস আবার মাল্টিপল ভ্যারিয়েন্টসে পাওয়া যায় যেমন ল্যামিনেটেড ভিনিয়ের্স,প্লাই,ফ্লিস  ব্যাক আর MDF , যা ফার্ণিচারে অতুলনীয় স্থায়িত্ব আর টেকসইতা বজায় রাখে।  

৪)  ন্যাটজুরা উডস ডিভাইডার্স দিয়ে লিভিং এরিয়া সাজানো :সেঞ্চুরি ভিনিয়ের্সের ন্যাটজুরা উডস অথবা ডার্ক ফরেস্ট ভিনিয়ের্স দিয়ে আপনার লিভিং এরিয়ায় দারুণ ডিভাইডার্স সৃষ্টি করতে পারে যাতে একরকম স্বতন্ত্র জায়গা তৈরি হয় আর দেখতে প্রশস্ত লাগে।এই ধরণের শোভাপ্রদ অন্দরসাজ ইন্টেরিয়রে ওপেন ফ্লোর প্ল্যানের ঘরের জন্য আদর্শ।    

৫) দেওয়ালে আনফিনিশড ন্যাচারাল লুক :আপনার বাড়ির দেওয়ালে সেঁজুরা স্টাইল ভিনিয়ের্সের স্টেটলাইন নয়্যার টাইপ রাফ অ্যান্ড ন্যাচারাল লুক ইন্টেরিয়রে অনন্য সুন্দর,মসৃণ আর নান্দনিক মনোহর রুপটান আনে।সেঞ্চুরি ভিনিয়ের্সের মেড টু মেসার্স সেঁজুরা স্টাইল ভিনিয়ের্স ভারতে বাথরুম ডেকরের জন্য প্রসিদ্ধ।এই ভিনিয়ের্সের   অনন্য অনুপম অত্যাশ্চার্য্য রূপটানে বাথরুমে আরাম আর তারুণ্য অনুভব করবেন।     

৬) উড ভিনিয়ের্স  ব্যবহারে গার্ডেন এরিয়ার আশ্চর্য সৌন্দর্য্যবৃদ্ধি:সেঞ্চুরি ভিনিয়ের্সের ন্যাচারাল হরাইজন্টাল উড ভিনিয়ের্স আপনার গার্ডেন এরিয়ায় অন্যান্য ডেকোরেটিভ পছন্দের চেয়ে বহুগুণে উৎকৃষ্ট দুর্দান্ত নজরকাড়া সৌন্দর্য্য বাড়িয়ে তুলবে।এই ভিনিয়ের্স দেওয়ালের জন্য আদর্শ এবং আপনার বাগানের জন্য ভিন্ন শেডসে আশ্চর্য সুন্দর বৈচিত্রে সমৃদ্ধ।এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এর প্রত্যেক গ্রেনের চরিত্র আর গভীরতা প্রত্যক্ষ করা যায়। 

৭) 3D এফেক্টের জন্য মিস্টিক স্টাইল ভিনিয়ের্স :সেঞ্চুরি ভিনিয়ের্সের নেচার প্রো ক্যাটাগরির মিস্টিক স্টাইলড ভিনিয়ের্সের দৌলতে আপনার ঘরে থ্রি -ডি এফেক্ট তৈরি করতে পারেন যাতে স্পেসের টেকশ্চার আর গভীরতা যোগ হয়।দেওয়ালের স্বাভাবিক সৌন্দর্য্যের জন্য অসমান প্যাটার্ন সারফেস ব্যবহার করুন।এইভাবে আপনার বাড়ি নিউট্রাল কালার্স আর দুর্দান্ত কন্ট্রাস্টের সমন্বয়ে তাক লাগানো,নজরকাড়া হয়ে উঠবে।   

৮) ন্যাচারাল ভিনিয়ের্স দিয়ে নতুন করে স্টেয়ারকেস সাজানো :সেঞ্চুরি ভিনিয়ের্সের কিছু  আশ্চর্য সুন্দর ভিনিয়ের ডিজাইনের কল্যাণে আপনার বাড়ির প্রতিটি স্টেয়ার রাইসারে অনন্য সুন্দর সেজে উঠবে।এর সম্ভারে অজস্র টেকশ্চার আর রঙের বৈচিত্র্য থেকে আপনার পছন্দমতো বেছে নিন।   

৯) কাঠের জিনিসপত্রের রুপটান :সেঞ্চুরি ভিনিয়ের্সের ন্যাচারাল টিক ভিনিয়ের্স আপনার বাড়ির কাঠের আসবাবপত্র ও অন্যান্য যন্ত্রপাতির ডিজাইনের জন্য নিশ্চিত নিখুঁত পছন্দ হতে বাধ্য।আপনার প্রয়োজনমতো একে কাস্টমাইজ করে নিতে পারেন যা অতুলনীয় প্যাটার্ন এবং বিভিন্ন শিল্পকর্মে সমৃদ্ধ।এছাড়া এই ভিনিয়ের্স পরিবেশ বান্ধব।

১০)ইনডোর স্টাইল :যদি আপনি আপনার বাড়ির মধ্যে শান্ত ,নিরুদ্বেগ পরিবেশ চান যেখানে আপনি ও পরিবার নিশ্চিন্তে ও আরামে থাকবে তাহলে আপনার ব্যালকনি ও কোর্টইয়ার্ডের জন্য সেঞ্চুরি প্লাইয়ের প্রজেত্ত উড ক্যাটাগরির ম্যাকাসার ইবনি ভিনিয়ার্স ব্যবহার করুন।এই ভিনিয়ের্স আপনার বাড়িকে আকর্ষণীয় ও সুখকর করে তুলবে।আপনার রুচি আর পছন্দ অনুযায়ী অন্দরমহলের দেওয়ালের  পুরো অথবা কিছু অংশ সাজিয়ে তুলুন।এছাড়া আর একটি সুবিধে হল এর দীর্ঘমেয়াদি মজবুতির কারণে প্রখর আবহাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অমলিন থাকতে পারে।   

সংক্ষেপে :সেঞ্চুরি  ভিনিয়ের্সের সম্ভারে বিপুল বৈচিত্রের ভিনিয়ের্স আছে যা আপনার বাড়িকে  স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য্যে সমৃদ্ধ করে তুলবে,সেটা কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল যাই হোক না কেন ভিনিয়ের্স ডেকোরেশন দুক্ষেত্রেই সমান সুন্দর।প্রিমিয়াম কোয়ালিটিতে উপলব্ধ এবং আপনার পছন্দসই নানা সম্ভারে।সেঞ্চুরি প্লাইয়ের ই -শপে চলে আসুন এই লিঙ্কে ক্লিক করে  –

https://www.centuryply.com/eshop

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *