ভাই বোনের অটুট সম্প্রীতি,ভালবাসার,স্নেহস্পর্শের রাখি। ইতিহাসে রাখির প্রচলনের উল্লেখ ঐতিহাসিক জেমস টডের ১৮২৯ সালের রাজস্থান সম্পর্কে বইতে পাওয়া যায় I কিন্তু পুরাণে এর উল্লেখ বেশ প্রাচীন।পুরাণকথা অনুসারে কৃষ্ণ -দ্রৌপদীর রাখির আখ্যানে আছে মকর সংক্রান্তি-তে কৃষ্ণ আখ ছাড়ানোর সময় তাঁর আঙুলটি কেটেছিল। তাঁর রানী, রুক্মিণী সঙ্গে সঙ্গে একটি আধিকারিককে ব্যান্ডেজ আনতে পাঠিয়েছিলেন। ইতিমধ্যে দ্রৌপদী, যিনি পুরো ঘটনাটি দেখছিলেন, তার শাড়ির কিছুটা অংশ কেটে ফেললেন এবং রক্তক্ষরণ বন্ধ করতে আঙ্গুলটি বেঁধে দিয়েছিলেন। বিনিময়ে, কৃষ্ণ প্রয়োজনে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।এছাড়া রানী কর্ণাবতী ও হুমায়ূনের রাখি,যম ও যমুনার রাখি, গনেশ ঠাকুর আর সন্তোষী মা, বলি রাজা ও মা লক্ষ্মী, গ্রীক সম্রাট আলেকজান্ডারের স্ত্রী রক্সানা আর পুরুর রাখীর গল্প ও কথিত আছে।
এখন অনলাইনে গিফট,হোয়াটস্যাপ ভিডিওতে ভার্চুয়াল রাখি উৎসব পালনে সুকন্যা ডিজিটালের পাঠকদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট হদিসের লিঙ্ক –
ক্যাডবেরি ওয়ার্ল্ড’স বেস্ট সিস্টার পার্সোনালাইজড প্যাক- ১০০ টাকা ছাড়
বোট ট্রেবল এয়ারড্রপস ৬০% ডিসকাউন্ট
অ্যাডিডাস ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
মিন্ত্রা ভেরো মোডা ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
ব্লুটুথ স্পিকার ৬০-৮০% অফ
টাটা ক্লিক লিভাইজ ৪০-৫০% অফ
শপ ক্লুজ এথনিক ড্রেস ৬০-৮০% ডিসকাউন্ট
আর্চিস পার্সোনালাইজড রাখি গিফ্টস
আজিও ফাইনাল ক্লিয়ারেন্স সেল ৭০% পর্যন্ত অফ
বিবা এন্ড অফ সিজন সেল ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
ফার্ন্স অ্যান্ড পেটালস পার্সোনালাইজড গিফ্টস
ফ্যাবিন্ডিয়া -৫০০ টাকা অফ
শেয়ার করুন :