আজকের এই অস্থির সময়ে বিপন্ন মানুষের পাশে অকৃপণ সাহায্যের হাত বাড়ানোর মানুষ যখন কমে আসছে সেখানে শ্যামসুন্দর জুয়েলার্সের শ্রী রুপক সাহার দৃষ্টান্তমূলক কর্মোদ্যমের অন্যতম এই স্বর্ণগ্রাম প্রকল্প। ওয়ারেংবাড়িতে এই অসামান্য পদক্ষেপের বিষয়ে উনি জানালেন,’মাতৃঋণ শোধ করা যায়না।এই স্বর্ণগ্রাম প্রকল্প মাতৃঋণ স্বীকার করার প্রকল্প।স্বর্ণগ্রাম মানে সোনা দিয়ে মোড়া গ্রাম নয়,শিক্ষা ,স্বাস্থ্যে, স্বরোজগারের প্রয়াসের গ্রাম।১৩ বছর আগে শুরু হয়েছিল এই প্রকল্প।১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উৎসবে এই কচি কাঁচাদের প্রাণোচ্ছল যোগদানে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অন্য মাত্রা পেল যার জন্য রুপকবাবুকে শুধু ঐ অঞ্চলের মানুষ নয়, আজকের সমাজসচেতন সর্বস্তরের সবার অকুন্ঠ ধন্যবাদ,শ্রদ্ধা আর ভালোবাসা অর্জন করলেন এটা বলার অপেক্ষা রাখেনা।
ওনার নিজের মুখে –
শেয়ার করুন :