এই কোভিড কালে বাইরে বিউটি স্যালোঁতে গিয়ে রূপচর্চার ঝুঁকির চেয়ে বাড়িতে হার্বাল স্কিন কেয়ার টিপস :
ড্ৰাই স্কিনের জন্য:
১) ২ টেবিল চামচ মধু,৮ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ফ্রিজে রেখে দিন।তারপর এই মিশ্রণ মেখে কিছুক্ষণ রেখে শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার।
২) অ্যাালোভেরা জেল মধুর সঙ্গে মিশিয়ে মেখে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।ত্বক উজ্জ্বল হবে।
৩)পাকা পেঁপে আর টোম্যাটোর রস খুব ভাল ময়েশ্চারাইজার।কিছুক্ষণ মেখে ধুয়ে ফেলুন।
৪)মসুর ডাল বাটা আর মধু মিশিয়ে মাখুন।ড্ৰাই স্কিনের জন্য খুব উপকারী।
৫) দুধের সর,অল্প দুধ আর পাতিলেবুর মিশ্রণ কিছুক্ষণ মেখে ধুয়ে ফেলুন।
রিঙ্কলস মিরাকেলস :
১) সপ্তাহে একদিন ভাত চটকে মধু মিশিয়ে মুখে গলায় মাখুন।শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন।চেক করে দেখুন, রিঙ্কলস অনেক কমে যাবে।
২)চটকানো ভাত,গুঁড়ো দুধ,ডিমের সাদা মিশিয়ে পেস্ট বানিয়ে মেখে কিছিক্ষন অপেক্ষা করে যখন টান টান হবে তখন ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৩)টাটকা মেথিশাক বাটা মেখে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
৪)বাঁধাকপির পাতাবাটা,ভেজানো চালের পেস্ট মিশিয়ে মেখে কিছক্ষন রেখে ধুয়ে ফেলুন।
৫)গাজরের রস,ডিমের সাদা অংশ মেখে পেস্ট তৈরী করে মেখে কিছক্ষন পর ধুয়ে ফেলুন।
মেচেতা থেকে মুক্তি পেতে
১) মধুর সঙ্গে মঞ্জিষ্ঠাবাটা মিশিয়ে ১ মাস প্রতিদিন লাগিয়ে ধুয়ে ফেলুন।
২)পাকা কলা চটকে আর পুদিনাপাতাবাটা মিশিয়ে প্যাক তৈরী করে ব্যবহার করুন।
৩)কাঁচা হলুদবাটা মাখুন।
৪) শশা আর ধনেপাতা বাটা প্যাক ব্যবহার করুন।
৫)পাকা পেঁপে আর পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করুন।
স্কিনের ডেড সেলস ঝরাতে
১) নুন,কাঁচাহলুদ,সর্ষের তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
২)মসুর ডালবাটা আর কাঁচা দুধ মিশিয়ে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
৩)বেসন,পাতিলেবুর রস,কাঁচা দুধ মিশিয়ে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
৪)টোম্যাটো পেস্ট আর চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবার।
৫)আটার ভুসির সঙ্গে ঘি মিশিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষলে ডেড সেলস উঠে ঠোঁট নরম ও গোলাপি থাকবে।
শেয়ার করুন :