স্মরণে মননে হৃদয়বান হৃষীকেশ সাহা শ্রদ্ধাঞ্জলি -

স্মরণে মননে হৃদয়বান হৃষীকেশ সাহা শ্রদ্ধাঞ্জলি

১৯৪০ সালের বর্তমান বংলাদেশে ব্রহ্মণবেড়িয়াতে জন্মগ্রহণ করেন হৃষীকেশ সাহা।অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন,পরীক্ষায় বরাবর প্রথম হয়েছেন,সপ্তম শ্রেণীতে পড়ার সময় সপরিবারে আগরতলায় চলে আসেন,ওখানেও স্কুল কলেজে মেধার সঙ্গে পড়াশোনা করার পরে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসা,প্রথমবারের প্রচেষ্টায় কস্ট অ্যাকাউন্টেসি পড়া শুরু করা,কিন্তু ব্যবসায়িক  পরিবারের বড় ছেলে হওয়ায় পিতৃআদেশ শিরোধার্য করে পড়া অসমাপ্ত রেখে পারিবারিক ব্যবসায় যোগ দিতে হলেও বিদ্যাঅর্জনের প্রতি তাঁর ভালোবাসা ছিল।তাই এলাকায় মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতেন।এখন কার সাহায্য,দানের প্রচারসর্বস্ব পৃথিবীর বিপ্রতীপে উনি নিঃশব্দে ,প্রচারের আড়ালে যে সাহায্য করতেন তা জানা গেছে ওনার প্রয়াণের পরে।এখানে উল্লেখ্য যে ওঁর প্রয়াণের সময় পুরো আগরতলা বন্ধের মতন হয়েছিল যা স্বতঃস্ফূর্ত বিনম্র শ্রদ্ধাঞ্জলির প্রমাণ।

এই ৩রা মার্চ এই মহাপ্রাণের প্রয়াণ দিবসে ওনার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সঙ্গে জুড়ে ছিল বারুইপুর হেল্পিং ফাউন্ডেশন এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস,সমাজসেবী সুমহান হৃষিকেশ সাহার সুযোগ্য পুত্র জনপ্রিয়,বিখ্যাত শ্যামসুন্দর কো জুয়েলার্সের কর্ণধার শ্রী রূপক সাহা তাঁর  মনোজ্ঞ ভাষণে বললেন –    

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *