সাইক্লোনের পর গুজরাটের গ্রামে সিংহের দলের ঘোরাফেরার ভাইরাল ভিডিও সত্যি? -

ছবি-সঞ্জয় কুমারের ভিডিওর স্টিল

সাইক্লোনের পর গুজরাটের গ্রামে সিংহের দলের ঘোরাফেরার ভাইরাল ভিডিও সত্যি?

রোজ যা ঘটে, তার বেশিরভাগটাই ঘটে ঢুকে যায়, না ভেবে সত্যি মিথ্যের দোলাচল।

সম্প্রতি টাউকাটে সুপার সাইক্লোনের পর গুজরাটে সিংহের হেডকোয়ার্টার গিরের কাছে আমরৌলি গ্রামের রাস্তায় অবাধে সিংহের দল ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও টুইট করেছিলেন সঞ্জয় কুমার আই আর টি এস হ্যান্ডল থেকে ।
স্বস্তির কথা কিছুক্ষণের মধ্যেই গুজরাটের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডঃ রাজীব কুমার গুপ্তা সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন যে এই ভিডিও ফেক।এটি আসলে সাউথ আফ্রিকার মালা মালা গেম রিজার্ভের তোলা ভিডিও।
এই সংবাদে হাঁফ ছেড়ে বেঁচেছেন আমরৌলি গ্রামের সবাই/স্বস্তির নিশ্বাস প্রশাসনের কিন্তু এরই মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিও-

এই থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত যে কোনো ভিডিও দেখে ভাইরাল হলেই তার সত্যি মিথ্যে যাচাই করে নেওয়া,নইলে তার কুফুল ভুগতে হয় সবাইকে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *