শ্যামসুন্দর জুয়েলার্সের গয়নার বাক্স -

শ্যামসুন্দর জুয়েলার্সের গয়নার বাক্স

বিশেষ কিছু গয়নার স্টাইলের ঝলক

বাঙালি উৎসব প্রিয় জাতি।আবহমান কাল ধরে যে কোনও পার্বণে,উৎসবে,বিয়ে ও অন্যান্য আনন্দ অনুষ্ঠানে নানা ডিজাইনের সোনার গয়নার সাজে সেজে ওঠার রূপলাবণ্যর তুলনা পাওয়া ভার।এই আসন্ন উৎসব ও বিয়ের সিজনের প্রাক্কালে শ্যামসুন্দর জুয়েলার্সের বিশেষ কিছু গয়নার স্টাইলের ঝলক   

নেকলেস -গয়নার দুনিয়ায় সম্ভ্রান্ত,অভিজাত নেকলেসের আকর্ষণ চিরকালীন।ঝিল্লি দেওয়া মেরুন পাথরের কুচি দেওয়া সোনালীর নেকলেসের মহিমা অপার।

https://shyamsundarco.in/productpage.php?product_code=NE03151&t_name=necklace&submit=

গোল্ড চোকার -সার্থক নাম ,তবে এক অর্থে মোক্ষম।এই গয়না পরে বেরোলে তার রূপলাবণ্যে সৌন্দর্যের বিচ্ছুরণে আসে পাশের সবার রুদ্ধশ্বাস হয়ে উঠবে একথা অত্যুক্তি নয়।

https://shyamsundarco.in/productpage.php?product_code=NE003824&t_name=cheek&submit=

সীতাহার-গয়নার বাক্সে সীতাহার থাকবে না তা হতেই পারে না আর এর আকর্ষণ চিরকালীন।মা ঠাকুমার গয়নার বাক্স থেকে আউটডেটেড অথবা হাল ফ্যাশনের নজরকাড়া ডিজাইনে সেজে ওঠার জন্য সীতাহারের চাহিদা প্রবল।

https://shyamsundarco.in/productpage.php?product_code=SID003&t_name=sitahaar&submit=

সোনারবালা-মেয়েরা কখনও হাত খালি রাখেনা তাই কঙ্কন অর্থাৎ সোনার বালা মেয়েদের গয়নার আবশ্যিক অঙ্গ।কালো আর সোনালী রঙের কম্বিনেশনে এই অপরূপ সোনার বালা।

https://shyamsundarco.in/productpage.php?product_code=BA03845&t_name=goldbala&submit=

এক্সক্লুসিভ ট্রাইবাল জুয়েলারি-এক্ষেত্রে পথিকৃৎ শ্যামসুন্দর জুয়েলার্স।শতাব্দী প্রাচীন ভারতীয় আদিবাসী শিল্পকলার বর্ণিল বিভার নিদর্শন সোনার গয়নায়।

https://shyamsundarco.in/productpage.php?product_code=ANDN01&t_name=adikriti&submit=

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *