ভ্যান গখের লুকোনো সেলফ পোট্রেট আবিস্কার -

ছবি-আর্ট ইউ কে

ভ্যান গখের লুকোনো সেলফ পোট্রেট আবিস্কার

স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারি তাদের সংগ্রহে ছবির সংরক্ষণের রুটিন কাজে  ভ্যান গখের হেড অফ এ পেজেন্ট উওম্যানের এক্স রে করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করার মতন ভ্যান গখের সেলফ পোট্রেট খুঁজে পেলেন।ছবিটি হেড অফ এ পেজেন্ট উওম্যান ছবির পেছনে আঁকা ছিল।

স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারী কিউরেটর প্রফেসর ফ্রান্সেস ফাউলি আল জাজিরা নিউজকে  বলেন.’আমরা পৃথিবীর সর্বকালের সেরা চিত্রকর ভিনসেন্ট ভ্যান গখের একটি আপাত হারিয়ে যাওয়া অনাবিষ্কৃত সেলফ পোট্রেট আবিষ্কার করেছি যা অত্যন্ত দুর্লভ ও দুষ্প্রাপ্য।স্কটল্যান্ডের জন্য এটা দুর্দান্ত উপহার আর ভাবতে ভালো লাগছে যে এটা চিরকাল এই ন্যাশনাল গ্যালারি আলো করে থাকবে।

ছবি- স্কটল্যান্ড ন্যাশনাল গ্যালারি

গার্ডিয়ান সংবাদসংস্থার সূত্র অনুযায়ী গ্যালারির সংরক্ষকরা আসন্ন ফ্রেঞ্চ ইম্প্রেশনিজমের ওপর একটি প্রদর্শনীর জন্য ক্যাটালগ তৈরির সময় এর হদিশ পান।১৯৬০ সালে একজন উকিল এই মিউজিয়ামে দেন করেন।

এই চাঞ্চল্যকর ছবিতে দেখা যাচ্ছে ব্রিমড হ্যাট ও স্কার্ফ পরিহিত দাড়িঅলা ভ্যান গখ গভীর অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন।

গ্যালারির সূত্র অনুযায়ী ভ্যান গখ অনেক সময়ে টাকা বাঁচানোর জন্য ক্যানভাস পুনর্ব্যবহার করতেন।

ছবি- স্কটল্যান্ড ন্যাশনাল গ্যালারি

যদিও পেজেন্ট উওম্যান ছবিটি একটি সম্পূর্ণ ছবি পেছনে নিজের আত্মপ্রকৃতির তুলনায়।

প্রসঙ্গত ভ্যান গখের সেলফ পোট্রেটের সাম্প্রতিক মূল্যায়ন ৭১.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৭৪ কোটি।

সারা পৃথিবীর চিত্রপ্রেমীদের কাছে এই খবর যে অত্যন্ত আশ্চর্য আনন্দদায়ক এটা বলাই বাহুল্য।

সুত্র -অল দ্যাট ইজ ইন্টারেস্টিং ডট কম।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *