ওমিক্রন ডেল্টার থেকে বেশি ক্ষতিকর নয়? -

ওমিক্রন ডেল্টার থেকে বেশি ক্ষতিকর নয়?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ আ্যলার্জি আ্যন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর এবং প্রেসিডেন্ট বাইডেনের মেডিকেল আ্যডভাইজার ডক্টর জন ফউসি আশ্বস্ত করেছেন …..


থার্ড ওয়েভের আতঙ্ক শেষ হওয়ার আগেই সারা বিশ্বের সাম্প্রতিক ত্রাস ওমিক্রনের ভয়াবহতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ আ্যলার্জি  আ্যন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর এবং প্রেসিডেন্ট বাইডেনের মেডিকেল আ্যডভাইজার ডক্টর জন ফউসি আশ্বস্ত করেছেন প্রাথমিক রিসার্চে দেখা যাচ্ছে ওমিক্রনের মারণক্ষমতা ডেল্টা স্ট্রেনের থেকে বেশ কম তাই অযথা আতঙ্কের কারণ নেই।

উনি জানিয়েছেন তিনটি প্রধান বিষয় ,সংক্রমনতা ,ভ্যাকসিনকে ফাঁকি দেওয়া আর মারণক্ষমতা নিয়ে প্রাথমিক রিসার্চে দেখা যাচ্ছে :

১)এর সংক্রমণতা ডেল্টার থেকে অনেক বেশি যা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে।

২)ভ্যাকসিন ইমিউনিটিকে সহজেই ফাঁকি দিতে পারে,অর্থাৎ ভ্যাকসিন নেওয়া থাকলেও এর সংক্রমণ থেকে মুক্তি নাও মিলতে পারে।

৩)এর মারণক্ষমতা ডেল্টা স্ট্রেনের থেকে অনেক কম যার প্রমাণ সাউথ আফ্রিকায় আক্রান্তের সংখ্যার অনুপাতে হসপিটাল আ্যডমিশন বেশ কম।

কিন্ত উনি এটাও জানিয়েছেন যে যদিও প্রাথমিক রিপোর্ট আশাব্যঞ্জক তবুও ডিটেল রিপোর্ট আসা অবধি সবাইকে সতর্ক থাকতে হবে।সর্তক,অযথা প্যানিক নয়।

সূত্র-দ্য ওয়াশিংটন পোস্ট,এনডিটিভি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *