এখন কেমন আছেন? -

এখন কেমন আছেন?

একটা ছোট্ট টুইট যেখানে উনি জানিয়েছিলেন ‘সার্জারি হবে।’

আসমুদ্রহিমাচলের ঘুম কেড়ে নিয়েছিল একটা ছোট্ট টুইট যেখানে উনি জানিয়েছিলেন ‘সার্জারি হবে।’

উৎকন্ঠার অবসানে জানা গেল ওনার দু চোখেরই ক্যাটারাক্ট অর্থাৎ ছানি কাটার অপারেশন হবে.যার একটা হয়েছে,হয়ত আর একটা হবে।

৭৮ বছরের চিরতরুণ সম্প্রতি নিজের ব্লগে জানিয়েছেন যে উনি তিনটে অক্ষরের প্রতিচ্ছবি দেখছেন আর মধ্যেখানের টা ব্যবহার করছেন।স্মৃতি রোমন্থনে আর এক কিংবদন্তি গ্যারি সোবার্সের একটি ক্রিকেটীয় ইনিংসের কথা বলেছেন যেখানে সোবার্স বলছেন ‘একটা খেলায় দেখলাম আমাদের টপাটপ উইকেট পড়ছে আর ক্নিশ্চিত হার তাই আমি দুপাত্তর রাম খেয়ে নামলাম।‘দ্রুতগতির সেঞ্চুরির পর তার অবস্থা জেনে সতীর্থ আর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তখন উনি বলেছিলেন উনি তিনটে বল দেখছিলেন আর মাঝখানেরটা মারছিলেন।এই সময়ে এই রসবোধের তুলনাও বিরল।

উনি আরও জানিয়েছেন এই বয়েসে ক্যাটারাক্ট অপারেশন খুব কঠিন আর পুরো সুস্থ্য হতে সময় লাগবে তাই যেন তার লেখার বানান ভুল উপেক্ষা করা হয়।উনি দ্বিতীয় চোখেরও অপারেশনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

সারা বিশ্বে এবং ভারতবর্ষের সবার শুভেচ্ছা,আর দ্রুত আরোগ্য প্রার্থনায় উনি অভিভূত তাও জানিয়েছেন।ওনার ব্লগের অংশ-

এখনও একমেবাদ্বিতীয়ম।অমিতাভ বচ্চন।‘রিস্তে মে’ ..আমাদের জামাইবাবু।      

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *