আজকাল ইন্টেরিয়র ডেকরে সবাই সর্বত্র বাড়িতে ফার্ণিচার,দেওয়াল,কিচেন আর অন্যান্য জিনিসপত্র কভার করতে ল্যামিনেটস ব্যবহার করে থাকেন।আপনি অন্দরসাজে মনোহর সৌন্দর্য্যবৃদ্ধি করতে ল্যামিনেটস ব্যবহার করতে পারেন।অত্যন্ত কম দামে ল্যামিনেটস ইন্টেরিয়র ডেকোরে দারুন কার্যসিদ্ধি করে ফেলে।ল্যামিনেটসের প্রাথমিক কাজ অন্দরসাজে সৌন্দর্য্য বৃদ্ধি ছাড়াও ফার্ণিচার টেকসই ও দীর্ঘমেয়াদি রাখতে এর জুড়ি মেলা ভার।
নানা ধরণের ল্যামিনেটস পাওয়া যায় যেমন উডেন ল্যামিনেটস,অ্যান্টিক ল্যামিনেটস,গ্লসি ল্যামিনেটস,ম্যাট ল্যামিনেটস,সলিড ল্যামিনেটস,লেদার ল্যামিনেটস প্রভৃতি।বাড়িকে সুন্দর দৃষ্টিনন্দন সাজাতে সঠিক পছন্দের ল্যামিনেটস ব্যবহার করলেই কেল্লা ফতে।
আনন্দ সংবাদ ল্যামিনেটস অল্প বাজেটেই আপনার বাড়ির অভিজাত মর্যাদা আর মাধুর্যপূর্ণ সৌন্দর্য্য বৃদ্ধি করতে পারে।আপনার বাড়ি আপনার ব্যক্তিত্ব আর রুচির পরিচায়ক আর ল্যামিনেটস ডেকোরের কল্যাণে বাড়ীতে আসা অতিথি অভ্যাগতরা তার আভাস পান।
ল্যামিনেটসের অজস্র সম্ভারের সৌজন্যে বিশ্বের বাজারে এর সুখ্যাতি বেড়ে চলেছে।অন্যান্য ডেকোরের জিনিসপত্রের তুলনায় ল্যামিনেটসের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার কারণ এর আভিজাত্য,মাধুর্য এবং যেখানে ব্যবহার করা হয় সেখানে পরিবেশ রক্ষায় সচেষ্ট বলে।
এই ব্লগে আমরা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছি বাড়িতে,অফিসে,জনবহুল জায়গায় ল্যামিনেটস ব্যবহারের বিপুল জনপ্রিয়তার কারণসমূহ।ভারতে অজস্র ল্যামিনেটস নির্মাতা আছে এবং তার মধ্যে সঠিক ল্যামিনেটস পছন্দ করার আগে কিছু বিষয় খেয়াল করবেন।
জেনে নেওয়া যাক কোন কোন গুণাবলীর জন্য ল্যামিনেটস এত জনপ্রিয় যা আপনার জেনে রাখা জরুরি :
১) সহজে মেন্টেনেন্স –ল্যামিনেটস অত্যন্ত সাশ্রয়ী আর কোনো স্ক্র্যাচ ,ঘষা লাগার দুশ্চিন্তা না করে নির্ভাবনায় বাড়ির সব জায়গাতে ব্যবহার করা যায়।একটু পরিষ্কার করে নিলেই আবার নতুনের মতন ঝকমকে থাকে।অন্দরসাজে বিনিয়োগের জন্য সঠিক পছন্দ এবং মেন্টেনেন্স খরচের জন্য মাথা খারাপ করার প্রয়োজন নেই।
২) মূল্যবান সময় আর অর্থ বাঁচায় – সম্ভবত এই একটি কারণের জন্য ল্যামিনেটস সারা পৃথিবীতে এত ব্যাপক গ্রহণযোগ্য ও জনপ্রিয়।সময় বাঁচায় কারণ খুব তাড়াতাড়ি যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করা যায় এছাড়া অর্থ বাঁচায় কারণ অন্যান্য কাজের তুলনায় লেবার চার্জ অনেক কম হয়।
৩) স্থায়িত্ব –ল্যামিনেটসের স্থায়িত্ব বছরের পর বছর ধরে চলে যায়।আপনি বাড়ির যে কোনো জায়গায় একবার ল্যামিনেটস ব্যবহার করার পর সেই বিষয় নিয়ে কোনোরকম ভাবনা চিন্তা করার কথা ভুলে যান।এটি দীর্ঘসময় তার চমক আর জেল্লা অপরিবর্তিত রেখে ,দুমড়ে মুচড়ে যাওয়া,বিবর্ণ হয়ে যাওয়া এই সব দুর্ভাবনা থেকে নিশ্চিন্ত থাকতে পারেন।
৪) আকর্ষণীয় আবেদন –এর অমোঘ আকর্ষণ আর আবেদনের কারণে বাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষে আদর্শ।অত্যন্ত দৃষ্টিনন্দন,মনোহর এবং আকর্ষক।ল্যামিনেটস আপনার বাড়ি অথবা অফিসকে অনবদ্য,অনিন্দ্য পরিবেশে মুগ্ধ করে তুলতে সক্ষম।এর অনেক বৈচিত্রের মধ্যে স্মুথ,টেকশ্চার্ড,গ্লসি,ম্যাট ইত্যাদি অত্যন্ত জনপ্রিয়।এত বৈচিত্রের সমাহারের কারণে আপনার সিদ্ধান্ত নির্ভুল হতে বাধ্য।
৫) ওয়াটার অ্যান্ড হিট রেসিস্টেন্ট –যেখানেই ব্যবহার করুন না কেন , মনে রাখতে হবে ল্যামিনেটস শিটসের গুণমান খুব জরুরি বিষয়।বাড়ির ক্ষেত্রে কিচেনে ল্যামিনেটস ব্যবহার করা খুব নিরাপদ আর সঠিক সিদ্ধান্ত কারণ এই ল্যামিনেটস গরম হয়ে যাওয়া অথবা আগুন লাগার ঝুঁকি এড়ায়।এর ওয়াটার আর হিট রেসিস্টেন্ট ক্ষমতার জন্যে ময়েশ্চার লাগলেও তার থেকে ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না।
৬) কোনো ফিনিশিংয়ের প্রয়োজন নেই –ল্যামিনেটস যাকে পরিভাষায় বলে প্রিফিনিশড।অর্থাৎ টাইলস বা পেন্টের মতন প্রপার ফিনিশের প্রয়োজন পড়েনা।এইকারণে খুব সহজে ইন্সটল করা যায় আর তাই আজকের দিনে সর্বাধিক জনপ্রিয় কারণ এখন দৈনন্দিন ছুটে চলা ব্যস্ত পৃথিবীতে মানুষ সব কিছুই খুব তাড়াতাড়ি চায়।
৭) সব জায়গায় ব্যবহার করা যায়- অন্দরসাজে সব কিছুতে ল্যামিনেটস ব্যবহার করা যায়।এমন নয় যে এই মেটিরিয়ালের সঙ্গে খাপ খায় না।সব ক্ষেত্রে ব্যবহারের পক্ষে এটি এতটাই উপযুক্ত তাই সবাই নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।
৮) অ্যান্টি – ব্যাক্টেরিয়াল-এতে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে না যে কারণে ধুলো ময়লা গেড়ে বসতে পারে না,এবং কোনো ময়েশ্চার ধরেনা বলে অ্যান্টি ফাঙ্গাল।
৯) একঘেয়ে নিষ্প্রভ ফার্ণিচারে প্রাণোচ্ছল বদল আনে-ল্যামিনেটস সাধারণ নিষ্প্রভ নিস্তেজ ফার্ণিচারের ভোল বদলে দুর্দান্ত দৃষ্টিনন্দন আকর্ষণীয় করে তুলতে সক্ষম।কিচেন ল্যামিনেটস ডিজাইনে এত বিচিত্র বিপুল সম্ভার আছে যে একটি নিস্তেজ নিষ্প্রভ কিচেনকে রাজকীয় প্রাণচঞ্চল করে তুলতে পারে।সে অর্থে মলিন ফার্ণিচারে দ্যুতি আর দীপ্তি আনে আর এর সৌজন্যে আপনার বাড়ির অন্দরসাজ ঝলমল করে ওঠে।
পরিশেষে
বাড়ির ইন্টেরিয়রে রিনোভেশনের ক্ষেত্রে তাকে দুর্দান্ত নয়নাভিরাম সুন্দর করে সাজিয়ে তুলতে ল্যামিনেটসের মুখ্য,প্রয়োজনীয় ভূমিকা আছে।উপরি উল্লেখিত এই সব গুনের জন্য সবজায়গায় ব্যবহারের জন্য ল্যামিনেটসই আপনার একমাত্র পছন্দ হবেই।শুধু ফার্ণিচারকে অনবদ্য সাজে সাজিয়ে তোলাই নয় এর ব্যবহারের কারণে ফার্ণিচারের স্থায়িত্ব আরো বেড়ে যায়।সে অর্থে আপনার আশপাশের ম্লান আসবাবপত্রের পুনর্জীবন এবং পরিবেশের বদল ঘটিয়ে প্রশান্তির প্রকাশ ঘটায়।
ল্যামিনেটসের সম্ভারে এতরকম রং,টেকশ্চার,সাইজ আছে যে সঠিক ল্যামিনেটস পছন্দ করতে আপনার বিভ্রান্তি হতে পারে।এই ধরণের সামগ্রীর এতরকম বৈচিত্রে পাওয়া যাওয়ার কারণ এর বিপুল জনপ্রিয়তার জন্য বিভিন্ন রুচির মধ্যে এর থেকে একটা না হয় অন্যটা পছন্দের মিল হবেই হবে।আজকাল সৌখিন রুচির মানুষরা ওয়াল পেন্টিংয়ের তুলনায় ল্যামিনেটস ব্যবহার বেশি পছন্দ করছেন দেওয়ালে এর সেরা উৎকৃষ্ট সৌন্দর্য্য আর ইন্টেরিয়রে রঙের তুলনায় দীর্ঘমেয়াদি সঠিক বিনিয়োগের উপযোগিতার জন্য।
শেয়ার করুন :