মার্বেল ফিনিশ ল্যামিনেটস যা আসলের থেকে সাশ্রয়ী -

মার্বেল ফিনিশ ল্যামিনেটস যা আসলের থেকে সাশ্রয়ী

মার্বেলের মতোই আভিজাত্য ও সৌন্দর্য।ইন্টেরিয়রে অভিনবত্ব ও রুচিশীলতার ছোঁয়া।

একথা সকলেই জানেন যে, প্রাকৃতিক পাথর ও প্রাকৃতিক মার্বেল ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে। বিশেষ করে বাড়ির সংস্কার ও অন্দরসজ্জায় মার্বেল ও পাথরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন ধরেই এগুলি ট্রেন্ডে রয়েছে এবং এখনও পর্যন্ত তার কোনও বিকল্প দেখা যাচ্ছে না। তবে প্রাকৃতিক পাথর ও মার্বেল অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সমাজের বৃহৎ অংশের মানুষের সাধ্যের মধ্যে তা সহজে পৌঁছয় না।

আধুনিক প্রযুক্তির সৌজন্যে আজ সবাই নিজেদের বাজেটের মধ্যেই, অতিরিক্ত ওজনের ঝামেলা ছাড়াই ঘরে মার্বেলের ছোঁয়া আনতে পারেন। সাম্প্রতিক সময়ে নানা সুবিধার কারণে ল্যামিনেট হয়ে উঠেছে গৃহসজ্জার একটি গুরুত্বপূর্ণ উপাদান। মার্বেল ফিনিশ ল্যামিনেটের সাহায্যে বাড়ির সৌন্দর্যকে দেওয়া যায় বৈভব আর বিলাসবহুল রূপ, তাও আবার পকেটের উপর বাড়তি চাপ না ফেলেই।

মার্বেল ফিনিশ ল্যামিনেট ব্যবহারের সুবিধা

মার্বেল ফিনিশ ল্যামিনেট কি আপনার বাড়ির জন্য সবচেয়ে উপযুক্ত? এই মেটেরিয়ালের কিছু সুবিধা দেখলেই আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই চলুন, মার্বেল ফিনিশ ল্যামিনেট ব্যবহারের সুবিধাগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

১)সাশ্রয়ী মূল্য:মার্বেল একটি ব্যয়বহুল প্রাকৃতিক পাথর হওয়ায় অনেকের পক্ষেই বাড়িতে মার্বেল ব্যবহার করা সম্ভব হয় না। তবে সেঞ্চুরি ল্যামিনেটসের তৈরি মার্বেল ফিনিশ ল্যামিনেট একই ধরনের সৌন্দর্য ও অনুভূতি দেয় বাজেটের মধ্যেই, ফলে সকলের জন্যই অন্দরসজ্জায় মার্বেল ব্যবহার করা সহজ হয়ে ওঠে।

২)সহজ ইনস্টলেশন:প্রকৃত মার্বেলের ওজন বেশি হওয়ায় তা বসাতে অতিরিক্ত লোকবলের প্রয়োজন হয়, কিন্তু সঠিক ইন্টেরিয়র ডিজাইনারের সহায়তায় মার্বেল ফিনিশ ল্যামিনেট marble finish laminates  সহজেই ইনস্টল করা যায়।

৩)হাই স্ট্রেংথ আর লাইটওয়েট :এই মেটেরিয়ালের শক্তি বেশি হলেও প্রাকৃতিক মার্বেলের তুলনায় এর ওজন অনেক কম। হালকা ওজনের কারণে বাড়ির উপর চাপ কম পড়ে। পাশাপাশি, এতে পরিবহণ খরচও কমে যায়, যা বাড়ির অন্দরসাজের জন্য অতিরিক্ত সুবিধা।

৪) ওয়াটারপ্রুফ আর অ্যান্টি স্টেইন বৈশিষ্ট্য:মার্বেল ফিনিশ ল্যামিনেটের পেছনে থাকা পোর্সেলিন ব্যাকিং এবং ওপরের সারফেসে ব্যবহৃত সূক্ষ্ম অথচ কার্যকর আঠালো কোটিং একে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে তোলে। ফলে জল, আর্দ্রতা বা তরল পড়লেও তা ভেতরে প্রবেশ করতে পারে না। পাশাপাশি এই বিশেষ স্তর দাগ পড়া থেকেও ল্যামিনেটকে রক্ষা করে, যার ফলে দীর্ঘদিন ব্যবহারেও এর উজ্জ্বলতা ও সৌন্দর্য অটুট থাকে।

৫) পরিবেশ বান্ধব:প্রাকৃতিক মার্বেল একটি ন্যাচারাল আর নন রিনিউয়েবল নয় এমন সম্পদ। একবার মার্বেল তুলে নিলে তা আর ফিরে আসে না। এই কারণেই মার্বেল ফিনিশ ল্যামিনেট একটি পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। এটি প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ কমায় এবং মার্বেলের স্বল্পতার সমস্যার কার্যকর সমাধান দেয়।

কীভাবে মার্বেল ফিনিশ ল্যামিনেটস দিয়ে বাড়ির লাবণ্য আর শোভা বাড়িয়ে তুলবেন ?

যখন সাশ্রয়ী দামে মার্বেলের ছোঁয়া পাওয়া যায়, তখন বাড়িতে আসল মার্বেল ব্যবহার না করার আর কারণই বা কী? আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি মার্বেল ফিনিশ ল্যামিনেট এখন সহজেই এনে দিতে পারে মার্বেলের মতোই আভিজাত্য ও সৌন্দর্য। এই লেখায় আমরা এমন কিছু কার্যকর ও স্টাইলিশ আইডিয়া তুলে ধরছি, যেগুলির মাধ্যমে আপনার বাড়ির অন্দরসজ্জায় মার্বেল ল্যামিনেট ব্যবহার করে যোগ করতে পারেন আধুনিক জমকালো সৌন্দর্য। চলুন, শুরু করা যাক।

১) আভিজাত্যের ছোঁয়া যোগ করুন:মার্বেল ফিনিশ ল্যামিনেট laminates অত্যন্ত বহুমুখী, যা বাড়ির যে কোনও অংশে ব্যবহার করে সহজেই সুরুচিপূর্ণ লালিত্য বাড়িয়ে তোলা যায়। ডাইনিং রুম, বেডরুম কিংবা লিভিং রুম,সব জায়গাতেই এটি সমানভাবে মানানসই। তাই একটু সৃজনশীলতা দেখিয়ে মার্বেল ল্যামিনেটের মাধ্যমে আপনার ঘরের অন্দরসজ্জায় নিয়ে আসুন পরিমিত আভিজাত্য ও আধুনিক সৌন্দর্য।

২)  কিচেনে আনুন আধুনিকতার ছোঁয়া:এ কথা বলাই যায়, বাড়ির মধ্যে সবচেয়ে ব্যস্ত জায়গা হল রান্নাঘর। প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি এখানেই প্রয়োজন সৌন্দর্য ও কাজের সঠিক সমন্বয়। মার্বেল ফিনিশ ল্যামিনেট ব্যবহার করে সহজেই আপনার রান্নাঘরকে করে তুলতে পারেন আধুনিক ও শৌখিন। বিশেষ করে সাদা মার্বেল ল্যামিনেটের সঙ্গে ধূসর রঙের ল্যামিনেটের সংযোজন রান্নাঘরের অন্দরসজ্জায় এনে দেয় পরিশীলিত ও সমসাময়িক এক আবহ।

৩) বিলাসবহুল ঘরের আবহ তৈরি করুন:ঘরের অন্দরসজ্জায় মার্বেল ফিনিশ ল্যামিনেট প্রায় যে কোনও জায়গাতেই ব্যবহার করা যায়। তবে দেয়ালে ব্যবহার করলে এর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে এবং পুরো ঘরটিকে করে তোলে রাজকীয় ও অভিজাত। মার্বেল ল্যামিনেটের গ্লসি ফিনিশ একদিকে যেমন ঘরে আনে আরামদায়ক উষ্ণতা, তেমনই অন্যদিকে যোগ করে সেরা ও পরিশীলিত রূপমাধুর্য।

৪) সাধারণ হোম ডেকরকে করে তুলুন অসাধারণ আকর্ষণীয়:মার্বেল ফিনিশ ল্যামিনেট শুধু ঘরের ভেতরেই সীমাবদ্ধ নয়, সাধারণ হোম ডেকর বা দেওয়ালের সাজেও দারুণভাবে মানিয়ে যায়। বেডের হেডবোর্ডে মার্বেল ব্যবহার করতে দ্বিধা করবেন না কারণ এতে ঘরের চেহারা একেবারেই বদলে যায়। আবার আপনার পছন্দের থিম অনুযায়ী দেওয়ালের ডেকরে ছোট ছোট মার্বেল ল্যামিনেটের ব্যবহারও ঘরের সাজে যোগ করতে পারে অভিনবত্ব ও রুচিশীলতার ছোঁয়া।

পরিশেষে

মার্বেল ফিনিশ ল্যামিনেট বেছে নেওয়ার সময় সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং সবসময় প্রিমিয়াম মানের ল্যামিনেটই পছন্দ করা উচিত। সেঞ্চুরি ল্যামিনেটস তাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য দেওয়ার জন্য প্রতিটি ল্যামিনেট শিট অত্যন্ত যত্নের সঙ্গে পরীক্ষা করে তবেই বাজারে আনে।

প্রাকৃতিক মার্বেল ও স্টোনের মতোই আভিজাত্য ও অনুভূতি ,তাও আবার বাজেটের মধ্যেই। সেঞ্চুরি ল্যামিনেটসের সঙ্গে আপনার বাড়িকে রূপ দিন চূড়ান্ত আরাম, সুবিধা ও পরিশীলিত সৌন্দর্যের ঠিকানা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *