উত্তর কলকাতার ঐতিহ্যশালী হেদুয়ার সেন্ট্রাল সুইমিং ক্লাব ও দ্রোণাচার্য ফাউন্ডেশন ডিসেম্বরের শুরুতে একটি দুর্দান্ত মেগা ওয়াটারপোলো প্রিমিয়ার লীগ আয়োজন করতে চলেছে ।
এই বিশাল ট্যুর্নামেন্টে বেঙ্গল সার্কেলের,আর্মি,নেভি,সার্ভিস,ভারতীয় রেলের বিখ্যাত প্লেয়াররা আইপিএলের মতন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দলের হয়ে তাদের প্রতিভার ঝলক দেখাবেন আর এই ট্যুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার মূল্য ও ট্রফি থাকছে। বিডিংয়ের মাধ্যমে ৬টি দলের খেলোয়াড় বেছে নেওয়া হবে।
আইপিএলের মতো আকর্ষণীয় প্লেয়ার বিডিং হবে যার ক্রীড়ানৈপুণ্যের ভিত্তি এবং গ্রেডিং বিভিন্ন জাতীয় এবং রাজ্যস্তরের রেজিস্টার্ড ট্যুর্নামেন্ট থেকে।
গত ২৭শে অগাস্ট হেদুয়ার সেন্ট্রাল সুইমিং ক্লাব আয়োজিত অত্যন্ত রুদ্ধশ্বাস, উত্তেজনাপূর্ণ শ্যামাপদ মেমোরিয়াল ওয়াটারপোলো ট্যুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা শ্রী সব্যসাচী সেন এবং দ্রোণাচার্য ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ দেবাংশু চ্যাটার্জি। সব্যসাচী বাবু বলেন,’ এই উদ্যোগকে আরো বাড়াতে হবে কারণ বয়সভিত্তিক ট্যুর্নামেন্টে যে সমস্ত ছেলেরা রাজ্যের বাইরে চলে যাচ্ছে তাদের এই বাংলায় খেলার ব্যবস্থা করা যাবে এবং রেল,আর্মি ,নেভিতে চাকরির সুযোগ আছে।‘
স্পন্সর ডঃ দেবাংশু চ্যাটার্জি জানালেন.’ দ্রোণাচার্য ফাউন্ডেশন এই প্রথম ওয়াটারপোলো প্রিমিয়ার লীগ স্পনসর করছে এবং আশা করছি এই ট্যুর্নামেন্ট বিপুল জনপ্রিয় এবং সফল হবে।আমার বাবা শ্রী দীপক চট্টোপাধ্যায় এই সেন্ট্রাল সুইমিং ক্লাবের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন সেই সুখস্মৃতি অমলিন।’
যেখানে বাংলায় তথা ভারতে ওয়াটারপোলো ক্রিকেট ফুটবলের মতন জনপ্রিয় নয় সেখানে এই বর্ণাঢ্য ও বিপুল সমারোহে এই ওয়াটারপোলো প্রিমিয়ার লীগ ক্রীড়ামোদীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে এবং এই ট্যুর্নামেন্টের সুবাদে প্রচারের আলো পড়বে অখ্যাত ওয়াটারপোলো খেলা আর খেলোয়াড়দের ওপর,যাতে আজকের তরুণ প্রজন্মের কাছে ওয়াটারপোলো খেলার প্রতি উৎসাহ ,উদ্দীপনা আর আগ্রহ বাড়বে যা অত্যন্ত আনন্দের, তাই এই অসাধারণ উদ্যগের জন্য সেন্ট্রাল সুইমিং ক্লাব আর স্পন্সর ফিউচার ফাউন্ডেশনকে সাধুবাদ ও আন্তরিক অভিনন্দন।
শেয়ার করুন :