সেনকো গোল্ডের ধনতেরাস সম্ভার,সঙ্গে দারুণ অফার -

সেনকো গোল্ডের ধনতেরাস সম্ভার,সঙ্গে দারুণ অফার

ধনতেরাস শগুন স্পেশাল কিছু বিশেষ গয়নার ঝলক

সোনা ও হিরের গয়নার অন্যতম ভারতশ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেনকো গোল্ড  অ্যান্ড ডায়মন্ডস আসন্ন ধনতেরাস উপলক্ষে প্রতিবারের মতন এবারেও বিশেষ স্বর্ণালী সম্ভার নিয়ে আপনাদের অপেক্ষায়, সঙ্গে দারুণ আকর্ষণীয় অফার।১৮ই অক্টোবর থেকে শুরু হয়ে যাওয়া এই বিশেষ ছাড় আগামী ৩রা নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে।মজুরিতে ১গ্রাম সোনায় ৪৫০টাকা ছাড়,পোলকি জুয়েলারি তৈরির মজুরির ওপর ১০ শতাংশ এবং রুপোর বিভিন্ন সামগ্রীর ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।মার্কেটিং ও ডিজাইনের অধিকর্ত্রী জয়িতা সেন জানালেন এই ধনতেরাসে পদ্মের আকারে একটি বিশেষ গয়না তৈরি করা হয়েছে এবং বিয়ের গয়নার নানা রকম প্যাকেজ করা হয়েছে যার শুরু ১ লক্ষ টাকা থেকে।

ধনতেরাস শগুন স্পেশাল কিছু বিশেষ গয়নার ঝলক :  

    

  

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-antique-kundan-necklace-gn-d000779659

22K Yellow Gold Antique Kundan Necklace-GN-D000779659 : এ যেন সোনার চওড়া লেস। নকশার মুনশীয়ানা নজরে পড়ার মতো। হালকা ডিজাইন দিয়ে শুরুর লাইনটা পরবর্তীতে ঘন আর ভরাট হয়ে উঠেছে। শেষের খাঁজকাটা অংশটি একেবারে সলিড। মাঝখানে ফুলটিতে কালো মিনার পাপড়ি মেলা, তার নীচের বড় লকেটে ধার বরাবর মেরূন পাপড়ি আর তার নীচে পাথরের ড্রপ।

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-antique-kundan-bangle-gch-d000760638

22K Yellow Gold Antique Kundan Bangle-GCH-D000760638 : পেখমমেলা ময়ূরটি বসবে আপনার হাতে। রুবি আর হিরের যুগলবন্দিতে প্রতিটি অংশ হয়ে উঠেছে নজরকাড়া, পাশে সোনার কারুকার্য সেগুলিকে করে তুলেছে আরও সুস্পষ্ট। সামনে ময়ূরের শরীরের অংশ হালকা রঙের মিনাকারীতে আলাদা করে চোখ টানে।

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-antique-kundan-drop-earrings-gpgn-d000779672

22K Yellow Gold Antique Kundan Drop Earrings-GPGN-D000779672 : সোনার আঙুর গোছা। পাতা আর আঙুরের অসাধারণ সমাহার। পান্না আর হিরের মূল অংশের সঙ্গে নীচের পান্নার ড্রপ। এক চমৎকার সাযুজ্য তৈরি করেছে।

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-antique-kundan-drop-earrings-gpgn-d000779688

22K Yellow Gold Antique Kundan Drop Earrings-GPGN-D000779688 : পাপড়িমেলা দুটি সোনার ফুল পর পর সাজানো। নিখুঁত দুটি ফুলের নীচে রুবির ড্রপ আর তার চারধারে হিরে গাঁথা। সোনা ও পাথরের চমৎকার মেলবন্ধন।

https://sencogoldanddiamonds.com/jewellery/22k-yellow-gold-antique-kundan-necklace-gn-d000769776

22K Yellow Gold Antique Kundan Necklace-GN-D000769776: পেখমমেলা ময়ূরটি বসবে আপনার গলার বাঁ অংশে। রূবি আর হিরে দেওয়া পালকগুলি একেবারে নিখুঁত। এই রঙেরই প্রতিফলন ময়ূরের শরীরের নীচের অংশে। হারের ডানদিকে আছে সোনার নকশার লাইন তার নীচে সবুজ একসারি পাথরের ড্রপ। ময়ূরকন্ঠি গলা তুলে ময়ূরটি যেন সেই অংশটিই দেখছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *