ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি নিবেদন আজাদি উৎসব চেন ফেস্টিভ্যাল সঙ্গে দুর্দান্ত নজরকাড়া অফার।ডায়মন্ড জুয়েলারিতে মেকিং চার্জে ফ্ল্যাট ৭৫% ছাড় এবং হিরের দামের ওপর ৫% ছাড়।সঙ্গে সোনার গয়নায় মেকিং চার্জে ৩০% ছাড়।কিন্তু সীমিত সময়ের জন্য এই সুবর্ণ সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে এবং অ্যাপের মাধ্যমে কেনাকাটা করলে তবেই।এই হিরণ্ময় ও স্বর্ণালী সম্ভারের কিছু ঝলক রইল –

গ্লিম স্ক্যোয়ার ডায়মন্ড চেন পেন্ডেন্ট- পরিশীলিত ও দীপ্তিময়, এই হীরের চেইন পেনডেন্টে মডার্ন স্ক্যোয়ার ফ্রেমের ভেতরে উজ্জ্বল একগুচ্ছ হিরে জ্বলজ্বল করছে। এর মসৃণ নকশা একে দিনেই মার্জিত উপস্থিতি থেকে সন্ধ্যার ঝলমলে আভায় অনায়াসে মানিয়ে নেয়। এটি প্রতিদিনের মুহূর্ত থেকে শুরু করে স্পেশাল অকেশনের জন্যও এক মার্জিত,আভিজাত্যপূর্ণ সঙ্গী। মনে রাখবেন, ফটোগ্রাফিক আলোর জন্য আসল রঙে শেডের সঙ্গে ছবির কিছুটা পার্থক্য হতে পারে।
https://sencogoldanddiamonds.com/jewellery/gleam-square-diamond-chain-pendant

ভিভা ভার্দে ডায়মন্ড গোল্ড নেকলেস – দৃষ্টি-কাড়া ও পরিশীলিত, এই হিরের নেকলেসে উজ্জ্বল সবুজ টিয়ারড্রপ পেনডেন্ট, যা রঙের সাহসী ছোঁয়া ও মোহিনী মায়ার মেলবন্ধন। দৃষ্টিনন্দন নকশা করা, এটি উৎসবের সময়, সান্ধ্য আসর বা যে কোনও চমৎকার জমকালো আকর্ষণের আভাস ও উপলক্ষের জন্য আদর্শ। মনে রাখবেন,ফটোগ্রাফিক আলোর জন্য আসল রঙে শেডের সঙ্গে ছবির কিছুটা পার্থক্য হতে পারে।
https://sencogoldanddiamonds.com/jewellery/viva-verde-diamond-gold-necklace

শারিন লুপ ডায়মন্ড চেন পেন্ডেন্ট – সুক্ষ কিন্তু নজরকাড়া , এই সোনার চেইন পেনডেন্টে রয়েছে দুটি পরস্পর জড়ানো সার্কল,একটি মসৃণ সোনায় গড়া, অন্যটি ঝলমলে হিরেখচিত। এর অপ্রতিম ডিজাইন দিনের বেলার মার্জিত আভিজাত্য থেকে রাতের ঝলমলে গ্ল্যামারে অনায়াসে মিলে যায়,এবং ক্যাসুয়াল আড্ডা থেকে শুরু করে উৎসবমুখর অনুষ্ঠানের জন্য নিখুঁত মানানসই করে তোলে। মনে রাখবেন,ফটোগ্রাফিক আলোর জন্য আসল রঙে শেডের সঙ্গে ছবির কিছুটা পার্থক্য হতে পারে।
https://sencogoldanddiamonds.com/jewellery/serene-loop-diamond-chain-pendant

এম্বার ব্লুম ডায়মন্ড চেন পেন্ডেন্ট – ফুলের সৌন্দর্যে উদ্বুদ্ধ এই ০.১৬ ক্যারেট হিরের চেন পেনডেন্টটি হালকা ওজনের হলেও স্টাইলের কোনো ঘাটতি রাখে না। ১৪ ক্যারেট রোজ গোল্ডে তৈরী এই প্রস্ফুটিত সৌন্দর্যের প্রতীকটি আধুনিক নারীত্বের উচ্ছল উন্মেষ। মনে রাখবেন,ফটোগ্রাফিক আলোর জন্য আসল রঙে শেডের সঙ্গে ছবির কিছুটা পার্থক্য হতে পারে।
https://sencogoldanddiamonds.com/jewellery/ember-bloom-diamond-chain-pendant

হ্যালো গ্লো ডায়মন্ড চেন পেন্ডেন্ট -সুরুচিপূর্ণ ও সংযত, এই হিরের চেন পেনডেন্টে মসৃণ বৃত্তাকার ফ্রেমে বসানো রয়েছে দীপ্তিময় একগুচ্ছ হিরে। এটি যেকোনো সাজে পরিশীলিত দীপ্তির ঝলক ফুটিয়ে তোলে, যা অনায়াসে রোজকার স্টাইলের জন্য আদর্শ। একে শুধুই পরতে পারেন প্রচ্ছন্ন রূপমাধুর্যের জন্য, অথবা অন্যান্য গয়নার সঙ্গে মিলিয়ে পরুন এখনকার ট্রেন্ডি কনটেম্পোরারি লেয়ার্ড স্টাইলের জন্য। মনে রাখবেন,ফটোগ্রাফিক আলোর জন্য আসল রঙে শেডের সঙ্গে ছবির কিছুটা পার্থক্য হতে পারে।
https://sencogoldanddiamonds.com/jewellery/halo-glow-diamond-chain-pendant
শেয়ার করুন :