গত ২রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীর দিনে ওনার রচিত ভূতো নাটক মঞ্চস্থ হল গিরিশ মঞ্চে যার পৃষ্ঠপোষকতায় ভারতীয় বরেণ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস যা পূর্বতন ISI নামে প্রসিদ্ধ।সত্যজিত রচিত বিখ্যাত ছোট গল্প ভূতো অবলম্বনে দেবান্তরা আর্টস এবং কাব্যকলা মননের এই নাটক ইতিমধ্যেই সমাদৃত হলেও ঐদিনের বিশেষ গুরুত্ব ছিল আরও অন্য বৈশিষ্ট্যতায়।প্রথমত এদিনের অনুষ্ঠানের নিবেদন মান্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের যাঁরা নিজ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় প্রতিষ্ঠান।আজকের পৃথিবীতে যেখানে প্রতিপদে গুণমানের সঙ্গে আপস,নকল জিনিসে বাজার ছেয়ে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু ক্ষেত্রে আসলের থেকে নকল আলাদা করা দুরূহ হয়ে বহুক্ষেত্রে গ্রাহক ও ক্রেতাদের ঠকতে হচ্ছে সেখানে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।এনাদের সত্যজিৎ জন্মবার্ষিকী স্মরণ অনুষ্ঠানে ভূতো নাটকের সহযোগিতা প্রশংসনীয়।

সত্যজিত রায়ের বিখ্যাত গল্প, যা নিয়ে স্বয়ং পুত্র সন্দীপ রায়ের টেলেফিল্ম হয়েছে তাকে আবার মঞ্চস্থ করার প্রয়াসে যে চ্যালেঞ্জ ছিল তা এতগুলি দুর্দান্ত সফল অভিনয়ের পর সার্থক।এছাড়া এই নাটকে সত্যজিতের অন্য একটি গল্পের আশ্চর্য অনুপ্রবেশ এখানে বিস্ময়কর এবং মানানসই তা নাটক দেখলে উপলব্ধি করতে হবে।প্রথমে টাইটেল কার্ডের প্রয়োগ,স্টেজ সেটিংয়ের আশ্চর্য চমৎকার প্রয়োগ,দুই প্রধান অভিনেতার উত্থান পতনের রোমাঞ্চ, মানানসই আবহসংগীত এই নাটকের সম্পদ যা ইতিমধ্যেই এদিনের মতন অনেক হাউস ফুল শোর কারণ।

এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে উঠেছিল ঐদিন প্রেক্ষাগৃহে সত্যজিতের প্রিয় চরিত্রদের আদলে সাজানো অভিনেতাদের চলাফেরায় ,আপনার পাশ দিয়ে প্রফেসর শংকু,হীরক রাজা ঘুরে বেড়াচ্ছে এই অনুভব অসাধারণ, সঙ্গে গুপী বাঘার সাজে,বাঘার ঢাক সহযোগে দারুণ সঙ্গীত পরিবেশন।এছাড়া দুই পর্বে কুইজ যা সত্যজিৎ রায়ের গল্প সংক্রান্ত এবং বিআইএসের নিরলস কাজকর্ম যা তাদের শীর্ষ আধিকারিকরা আমাদের জানিয়ে সমৃদ্ধ করলেন,আসল নকল চেনার নতুন অ্যাপ BIS Care লঞ্চ দারুণ জমে উঠেছিল।
সেইদিনের নাটকে মুহুর্মুহু করতালি ,নাটকের মঞ্চসজ্জা,দুর্দান্ত অভিনয় ,বেশ কিছু স্তব্ধভাস,রুদ্ধশ্বাস মুহূর্তে হল ফেটে পড়ার আবেগ আর অনুভূতি,BIS এর সহায়তা ঐদিনের ঐতিহ্য তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছিল একথা অনস্বীকার্য।
শেয়ার করুন :