টলিউডের প্রখ্যাত লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার, দ্বিতীয় পুরুষ, চিনি, বল্লভপুরের রূপকথা, দশম অবতার খ্যাত সঞ্চিতা ভট্টাচার্য্যের টিপস।
কটন ফ্লোরাল প্রিন্টের শাড়ী – এই বারের সরস্বতী পূজার দিনে নিজেকে লাইট ওয়েট কটন শাড়ীতে সাজান এই মিষ্টি হলুদ রঙ্গের ফ্লোরাল মোটিফের শাড়ি এই দিনে সতেজ সপ্রতিভ লাবণ্যতে ঘিরে রাখবে। হাল্কা ঠান্ডা মাথায় রেখে শাড়ীকে পেয়ার করুণ হাইনেক ক্রপ টপ এর সাথে, তবে দিনের লুক মাথায় রেখে মেকআপ হাল্কা রাখতে হবে। মডেল – সুরঙ্গনা বন্দোপাধ্যায়।
সিকোয়েন্সড শিফন শাড়ি – দিনের সাজ হলুদ রঙ্গের হলেও, এই বছর এই বিশেষ দিনটিতে নিজের ভ্যালেন্টাইন কে সারপ্রাইজ করতে পরুন এমন সিকোয়েন্স শিফন শাড়ী রঙ রাখুন মেরুন, রেড বা হট পিংক, উষ্ণতা বজায় রাখতে স্লিভলেস ভি নেক ব্লাউজ অ্যান্ড সুন্দর নেকপিস দিয়ে সাজান নিজেকে, খোলা চুল বা একটা নট নিজের ইচ্ছে মত স্টাইল বেছে নিতে পারেন।
মার্সেরায়েসড কটন শাড়ী – হাল্কা রঙের নক্সাপাড় এর মার্সেরায়েসড কটন শাড়ীর নক্সাতে বেগুনী রঙের ব্যাবহার রুচি মাধুর্য বাড়িয়ে তুলেছে। সুন্দর নকশার সঙ্গে তালমিলিয়ে কটন চেক্স বেগুনী ম্যাচিং শর্ট স্লিভ ব্লাউস বেশ মানানসই। সরস্বতী পুজোর সকালে বা ভ্যালেন্টাইন ডে বিকেলে নিজেকে সাজান এরকম সিলভার চোখার গয়না সাথে ম্যাচিং কানের দুল আর ফিঙ্গার রিং দিয়ে। মডেল –জয়া আহসান।
লাল কালো জামদানি – প্রেমের মরশুমের ছকভাঙা লুকের কথা বলছেন অভিনেত্রী মিমি, কমফোর্ট আর স্টাইল দুটোর মেলবন্ধন চিরকাল জামদানি করেছে, তাই কোনো মরসুম থেকেই তাঁর বাদ পড়া চলে না। ভ্যালেন্টাইন ডে মাথায় রেখে শাড়ীতে রয়েছে লাল এর ছোঁয়া, কিন্তু রুপের মোহ বাড়িয়েছে লেয়ার্ড ঝুমকা নেকপিস, এভাবে সেজে আপনিও আপনার প্রেমের দিন প্রিয়তমের সঙ্গে উদযাপন করুন। মডেল –মিমি দত্ত।
লেখক পরিচিতি -সঞ্চিতা ভট্টাচার্য্য লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার। চর্চিত কাজ – দ্বিতীয় পুরুষ, কাকাবাবু প্রত্যাবর্তন, আলিনিগরের গোলকধাঁধা, প্রেমটেম, চিনি, গোলন্দাজ, এক্স=প্রেম, কুলের আচার ,বল্লভপুরের রূপকথা, দশম অবতার। ওয়েব সিরিজ – একেন বাবু ৫, ব্যোমকেশ , রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, টিকটিকি, মন্দার, সম্পূর্ণা, নিখোঁজ, দুর্গ রহস্য।
শেয়ার করুন :