লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার সঞ্চিতা ভট্টাচার্য্যর টিপস
শাড়ী উইথ ওয়েস্টার্ন জ্যাকেট- পুজো যেহেতু আমাদের জীবনে অনেক রঙ ও আনন্দ নিয়ে আসে তাই এই মরশুমে নিজেদের নানা রঙে রাঙিয়ে রাখতে বেশ ভালোই লাগে নিজেদের। কটন, জর্জেট, লিনেন বা সিল্ক যেকোনো শাড়ীর ওপর পছন্দসই ওয়ান কলর জ্যাকেটে নিজেকে সাজাতে পারেন এই মরশুমে সঙ্গে যোগ করতে পারেন স্মার্ট ওয়েস্ট বেল্ট ।
এমব্রয়ডারি টেম্পল বর্ডার ব্লাউস উইথ কটন এমব্রয়ডারি শাড়ী – বাঙালির পুজো মানেই লাল পাড় সাদার ছোঁয়া ধরাছোঁয়ার মধ্যে থাকতেই হবে তাই পুজোর সাথে প্রকৃতির মেলবন্ধন এই লুক টায় ধরা দিচ্ছে। জবা ফুলের এমব্রয়ডারি শাড়ী ও ব্লাউস উভয়ই রাখা, এরকম একটি শাড়ী উইথ এমব্রয়ডারি ব্লাউসকে আরও দৃষ্টিনন্দন করে তুলুন মাথায় একটু ফূলের ছোঁয়া দিয়ে।
ভি নেক লঙ আনারকলি – বাঙালি নারীদের পছন্দের লিস্টে কটন প্রিন্ট, আজরাক প্রিন্ট সারা বছরই আলাদা জায়গা করে থাকে তাই স্টাইল এর সাথে ফ্যাশনেবল থাকার আলাদা ট্রিক হলো এই লুক। স্মার্ট, এথনিক অথচ ভীষণ আরামদায়ক ও বটে, হালকা সিলভার গয়নার সাথে আপনি পুজোতে নিজেকে সাজাতেই পারেন এইভাবে।
কটন জামদানি উইথ কলার ব্লাউস – বাংলার যেকোনো উৎসব বলতেই যে শাড়ীর কথা সবার আগে মাথায় আসে তা হলো জামদানি। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের স্টাইলে এসেছে অনেক পরিবর্তন তাই কটন জামদানি শাড়ির সাথে এরকম ফ্রন্ট কলার লঙ স্লিভ ব্লাউস পুরনোর মধ্যে নতুনের ছোঁয়া।
প্রিন্টেড আজরক শাড়ী উইথ শর্ট কুর্তি – পুজোর পার্ফেক্ট ফিউশন লুকে সাজতে এটা ট্রাই করতেই পারেন খুব সিম্পল হেয়ার বান, ছোট্ট স্টাড আর কলর কোঅর্ডিনেটড শর্ট কুর্তির সাথে আপনার পছন্দসই রঙের কটন প্রিন্ট বা অজরাক প্রিন্টেড শাড়ীর পড়লেই আপনি রেডী কিন্তু হাই অ্যাঙ্কল বুট ইস আ মাস্ট ফর দিস লুক।
ডিজিটাল প্রিন্ট শাড়ী উইথ ফ্রন্ট “বো” লেয়্যার্ড ব্লাউস – যেহেতু ফেস্টিভ সিজন আমাদের নানান কলর ট্রাই করার সুযোগ করে দেয় তাই ইউ কন্ট বি রং উইথ দিস লুক। মাল্টি কলর ডিজিটাল প্রিন্ট শাড়ীর সাথে কন্ট্রাস্ট লেয়্যার্ড ব্লাউসে আপনার বোল্ড লুক অনেক কে বোল্ড আউট করে দিতে পারে, এক্ষেত্রে ব্লাউজের “বো” টা ফ্রন্টে রাখলেই বেশি ভালো দেখায় তবে আপনার পছন্দ অনুযায়ী পিছনেও বাঁধতে পারেন “বো” টিকে।
.
লেখক পরিচিতি -সঞ্চিতা ভট্টাচার্য্য লুক অ্যান্ড কস্টিউম ডিজাইনার। চর্চিত কাজ – দ্বিতীয় পুরুষ, কাকাবাবু প্রত্যাবর্তন, আলিনিগরের গোলকধাঁধা, প্রেমটেম, চিনি, গোলন্দাজ, এক্স=প্রেম, কুলের আচার ,বল্লভপুরের রূপকথা, দশম অবতার। ওয়েব সিরিজ – একেন বাবু ৫, ব্যোমকেশ , রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, টিকটিকি, মন্দার, সম্পূর্ণা, নিখোঁজ, দুর্গ রহস্য।
শেয়ার করুন :