৫ নবীন সরকার লেন মিউজিক কনফারেন্স -

৫ নবীন সরকার লেন মিউজিক কনফারেন্স

অপ্রতিম,অনুপম, সঙ্গীত সন্মেলন।

নাদম ২০২৫

সুমন্ত্র মিত্র

গত ৮ এবং ৯ নভেম্বরে নাদম সঙ্গীত সংস্থার আয়োজনে দু’দিন ব্যাপী এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠিত হলো মোহিত মৈত্র মঞ্চে।নবীন প্রবীণ, শিল্পীদের অনবদ্য সঙ্গীত পরিবেশনে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের শ্রোতাদের সামনে উপস্থাপন করা।

রাজেন্দ্র গঙ্গনি, ড: প্রবীণ গারওকর, বিদুষী পিউ মুখার্জীর মতো শিল্পীরা যেমন ছিলেন ঠিক তেমনই শ্রোতারা মুগ্ধ হয়ে শুনলেন নবীন শিল্পীদের পরিবেশন। শুভদীপ সিনহা (সেতার), পারমিতা চক্রবর্তী (কণ্ঠ), মনিত পাল ও অঙ্কিতা সরকার (দ্বৈত সেতার সরোদ) এবং অবশ্যই বেশ কিছু কনিষ্ট বালকদের তবলা বাদন জয় করেছে শ্রোতাদের মন।

দু’দিনের শিল্পীরা:পন্ডিত সময় সাহা,পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি, পন্ডিত ফতেহ সিং গঙ্গানি পন্ডিত সুদীপ চ্যাটার্জি,পন্ডিত জ্যোতি গোহ,হিরন্ময় মিত্র,শ্রীমতি পিউ মুখার্জি,পারমিতা চক্রবর্তী,পণ্ডিত প্রবীণ গাওঁকার, নীতিশ পুরোহিত,অঙ্কিতা সরকার,মনিত পাল,শুভদীপ সিনহা,গৌরব চক্রবর্তী,সজল দাস,কুনাল পাতিল,পন্ডিত বদ্রি নারায়ণ,পরমশিভম ঘোষ,প্রশান্ত দে রায়,কিশোর কোর্দে,অরুনাভ মুখার্জি,কৌশিক দাস,রূপক মিত্র,অর্কদীপ দাস,শঙ্কর বাইন,উমেশ মিশ্র,শুভাশিস ভট্টাচার্য,শুভ্রনীল ঘোষ,রোহেন বোস,পন্ডিত দেবজ্যোতি বোস এবং একমেবাদ্বিতীয়ম পন্ডিত কুমার বোস (পড়ুন বস)।

ত্রিবেণী,মিশ্র কাফি,দেশ ও দূর্গা রাগে এক অতুলনীয় কণ্ঠ ও বাদ্যযন্ত্রের মিলন পণ্ডিত দেবজ্যোতি বোস এর পরিচালনায় ১৬ জন নবীন শিল্পীদের নিয়ে উপস্থাপনা করলেন।শ্রীমতি পিউ মুখাৰ্জীর মধুমন্তী রাগে খেয়াল, দ্রুত,খামাজ,এবং পরে বিদুষী শিপ্রা বোসকে শ্রদ্ধার্ঘ্য জানাতে রাগপ্রধান বাংলা,সঙ্গে যোগ্য মধুর সঙ্গতে বোস প্রজন্মের তৃতীয় তবলিয়া রোহেন বোস, পন্ডিত রাজেন্দ্র গঙ্গানীর সঙ্গে ফতেহ সিং গঙ্গানী আর মন্ত্রমুদ্ধ সঙ্গতে পন্ডিত কুমার বোস এই দু’দিনে পূর্ণ প্রেক্ষাগৃহে অপূর্ব অপ্রতিম শ্রুতিমধুর সঙ্গীতে শ্রোতাদের আবিষ্ট করে রাখলেন।

এই দু’দিনের অপ্রতিম সঙ্গীত সন্ধ্যার দুটি বিষয়ে আলো ফেলার চেষ্টা করছি।

প্রথম অনামী কনিষ্ঠ শিল্পীদের পরিবেশন।যে কোনও শিক্ষার্থী গান বাজনা,বিশেষত শাস্ত্রীয় সঙ্গীতের মতো কঠিন অনুশীলন এবং চর্চার উদ্দীপনা পায় এই ধরণের মঞ্চে যেখানে লব্ধপ্রতিষ্ঠিত বিশ্ববরেণ্য শিল্পীদের সঙ্গে এক মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে সেই উৎসাহ,রোমাঞ্চ এবং বিচ্যুতির ভয়,আর সেখানে প্রাণবন্ত উচ্ছাস আর করতালি তার আত্মপ্রত্যয়কে সুদৃঢ় করে যে সে পরে আরো বড় সাফল্য পাবে যাতে এই অনুষ্ঠানের সহর্ষ করতালিতে সে নির্জনে ,নিরালায় আরও নিবিড় চর্চা করার উৎসাহ পায়।এক্ষেত্রে এই দু’দিনে যে নবীন শিক্ষার্থীরা মঞ্চে সঙ্গীত পরিবেশন করলো তারা অনেক আত্মপ্রত্যয়,শ্রোতাদের প্রশংসা পেল এর জন্য বিশেষত নাদম সঙ্গীত সংস্থা এবং এমন আরও সমমানের সঙ্গীত প্রতিষ্ঠানের অবদান ও ভূমিকা প্রশংসনীয় এবং অনস্বীকার্য।

দ্বিতীয়ত এই দু’দিনে তৈরি হওয়া বেশ কিছু জাদুকরী মুহূর্ত ভাষায় যার ব্যাখ্যা দেওয়া অত্যন্ত দুরূহ।একজন শিল্পী অন্য শহর থেকে এসে আর একজন শিল্পীর সঙ্গে আশ্চর্য সুমধুর সঙ্গীত পরিবেশন করছেন কোনও রিহার্সাল ছাড়া,কিন্তু মঞ্চে বার বার তৈরি হচ্ছে সেই মুহূর্তের ভগ্নাংশে সম এর মেলবন্ধন যার দ্রুততা নিশ্বাস বন্ধ করার মতো ,কিন্তু মিলতেই ছোঁয়া যাচ্ছে সঙ্গীতের  ও সঙ্গতের মেলবন্ধনের স্বর্গ।তাঁদের সার্থক শ্রুতিমধুর সঙ্গীত পরিবেশনে শ্রোতাদের মনে হচ্ছে এনারা বহুকাল একসঙ্গে গান বাজনা করেছেন কিন্তু আসলে সেটা না হয়েও মুহূর্তের ভগ্নাংশে অবিশ্বাস্য গতিতে দু’জন সম এ পৌঁছচ্ছেন এক লহমায়, এই আশ্চর্য মুহূর্ত ম্যাজিক ছাড়া আর কি হতে পারে।

দু’দিনের এই নাদম সঙ্গীত সম্মেলনের নেপথ্যে আছেন প্রচুর নীরব নিষ্ঠাবান ছাত্রকর্মী,সংস্থার সম্পাদক তুষার ঘোষ,এদের সার্থক এতবড়ো দুদিনের পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের বিপুল সাফল্যের জন্য অজস্র অভিনন্দন।

পরিশেষে যাদের কৌতূহল নাদম সঙ্গীত সম্মেলনের প্রতিবেদনের হেডলাইন ৫ নবীন সরকার লেন কেন ,তাদের জানাই বাগবাজারের এই বাড়িতেই পন্ডিত বিশ্বনাথ বোস,বিদুষী ভারতী বোস .তাঁদের সোনার টুকরো বিশ্বখ্যাত পন্ডিত কুমার বোস.আচার্য্য জয়ন্ত বোস,পন্ডিত দেবজ্যোতি বোস,বিদুষী কাবেরী বোস, রোহেন বোস,সন্ত গৌরাঙ্গী বৈষ্ণবী,মাহিরী বোস দের আদি বসতবাড়ি এইটি।এই বাড়ি সংরক্ষণ করা উচিত।

আসছে বছর,আবার হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *