মধ্যপ্রদেশের ঘন সবুজ অরণ্য ও প্রশান্ত নিস্তব্ধতা এমন এক অনবদ্য কারুশিল্পের আবেশে ভরপুর, যা তার বৈচিত্র্যময় রূপ ও মোহময় আকর্ষণকে আরও উজ্জ্বল করে তোলে। অপূর্ব বুনন, দীপ্তিময় বস্ত্র আর সূক্ষ্ম খোদাই ,এই হস্তশিল্প যেন নিখাদ কবিতা। যুগ যুগ ধরে বয়ে চলা এক প্রাচীন কবিতা, যা আজও ততটাই জীবন্ত, আবেগময় ও অনুরণনশীল।সেই ১৯৮৬ সালে দক্ষিণাপণে মৃগনয়নীর পথ চলা এই ৪০ বছর ধরে কলকাতার অন্যতম প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের গোলপার্কের দক্ষিণাপণ এবং উত্তর কলকাতার উল্টোডাঙ্গার উত্তরাপণ শপিং কমপ্লেক্সে এম পি হ্যান্ডলুমের মৃগনয়নীতে শাড়ি, সালওয়ার, ডোকরা, বেডকভার, স্টোল, দুপাট্টা,হস্তশিল্পর আশ্চর্য অনন্য সম্ভারের কিছু ঝলক –

মাহেশ্বরী পিওর সিল্ক হ্যান্ড উভেন শাড়ি – মধ্যপ্রদেশের মাহেশ্বর শহরের নামানুসারেই মাহেশ্বরী খাঁটি সিল্ক হ্যান্ডলুম শাড়ির পরিচিতি। রানি অহল্যাবাই হোলকর-এর উদ্যোগে সৃষ্ট এই শাড়ি আজও ঐতিহ্য, সূক্ষ্ম বুনন ও রাজকীয় সৌন্দর্যের প্রতীক। হালকা ও মসৃণ সিল্ক, জ্যামিতিক বর্ডার ও নরম রঙের সমন্বয়ে মাহেশ্বরী শাড়ি আধুনিকতার সঙ্গে বহন করে শতাব্দীপ্রাচীন শিল্পঐতিহ্য।মুল্য -১৩৭৯৭। ডিসকাউন্টের পর -১১০৩৮ ।

মাহেশ্বরী শাড়ি ডাবু প্রিন্টে – ৫০:৫০ সুতি আর সিল্কের মোহময়ী মিশ্রণ।মাহেশ্বরী শাড়ির সৌন্দর্য তার সূক্ষ্ম হাতে বোনা নকশা, মৃদু রং ও রাজকীয় ঐতিহ্যের অনুপম মেলবন্ধনে প্রকাশ পায়।মূল্য -৬১৪২ টাকা ডিসকাউন্টের পর ৪৯১৪।

মধ্যপ্রদেশের কোসা সিল্ক হ্যান্ডলুম শাড়ি তার স্বাভাবিক দীপ্তি ও মাটির কাছের সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। হাতে বোনা এই সিল্কের মসৃণতা ও টেকসই গুণ একে ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের এক অনন্য নিদর্শন করে তুলেছে। আদিবাসী কারিগরদের দক্ষ হাতে তৈরি কোসা সিল্ক আজও বহন করে প্রজন্মের পর প্রজন্মের শিল্পঐতিহ্য।মূল্য:১৫৩০৯ টাকা।ডিসকাউন্টের পর ১০৫০৮ টাকা।

সাঁওতাল পরিবার ডোকরা – মধ্যপ্রদেশের ডোকরা শিল্প আদিবাসী শিল্পচর্চার এক প্রাচীন ও মূল্যবান ধারা, যেখানে মাটি সহ ৫রকম ধাতুর মিলনে জন্ম নেয় অনন্য শিল্পকর্ম। সাঁওতাল পরিবারের এই ডোকরা শিল্পকলায় ফুটে ওঠেছে লোকজ বিশ্বাস, প্রকৃতির ছোঁয়া ও প্রজন্মান্তরের কারুশিল্প যা স্বতন্ত্র এবং প্রাণবন্ত।মূল্য – ৯০৭২ টাকা।
তাহলে আর দেরি না করে চলে আসুন – মৃগনয়নীর গোলপার্কের দক্ষিণাপণ অথবা উল্টোডাঙা সিআইটির উত্তরাপণ শপিং কমপ্লেক্সে।
শেয়ার করুন :





