ল্যামিনেটেস আর আধুনিক বাড়ির নিবিড় সংযোগ -

ল্যামিনেটেস আর আধুনিক বাড়ির নিবিড় সংযোগ

ল্যামিনেটসের ধরণ, ডিজাইন, ইনস্টলেশন, মেন্টেনেন্স…

ল্যামিনেটস এক ধরণের প্রচলিত সারফেস ফিনিশিং মেটেরিয়াল যা বাড়ির ইন্টেরিয়রে ফার্ণিচার,ফ্লোরস আর দেওয়ালের জন্য ব্যবহার করা হয়।অন্যান্য ফিনিশিং মেটেরিয়ালের থেকে ল্যামিনেটসের জনপ্রিয়তা অনেক বেশির কারণ এর অভিজাত চেহারা,গুণমান এবং দাম। রুচিশীল বাড়িতে অথবা অফিসে ল্যামিনেটস ফ্লোরিং দেখা যায়।এর রঙের আর প্যাটার্নের প্রচুর ভ্যারাইটির কারণে আপনার আগামী ইন্টেরিয়র প্রজেক্ট ল্যামিনেটস ছাড়া অসম্পূর্ণ।এবারে জেনে নেওয়া যাক ল্যামিনেটস ফ্লোরিং সবার বাড়িতে এত জনপ্রিয় কেন ?

MDF, পার্টিকলবোর্ড,প্লাইউড,উডেন ফার্ণিচার,ওয়াল প্যানেল আর ফ্লোরিং এই সব কিছু ল্যামিনেটস দিয়ে ফিনিশ করা হয়।এরা আসলে কম্পোজিট আর্টিফিশিয়াল মেটেরিয়াল যা ফ্ল্যাট পেপারের   মাইক্রোস্কোপিক  লেয়ার্সের সঙ্গে প্লাস্টিক রেসিনকে প্রেস করে তৈরি করা হয়।এর আপার লেয়ারে ডেকোরেটিভ প্যাটার্ন অথবা কালার প্রিন্ট করা হয়ে থাকে।

ল্যামিনেট ফ্লোরিংয়ের তুমুল জনপ্রিয়তার কারণ যে কোনো কাঠে,প্লাইউড আর MDF প্যানেলে খুব সহজে ইনস্টল করা যায়।সলিড উড অথবা ভিনিয়ের শিটস দামি হওয়ার কারণ প্রায় ৩০ বছর ধরে টেকসই আর ভালোভাবে ব্যবহার করা যায়।এর ফ্ল্যাট সারফেসের জন্য খুব সহজে পরিষ্কার এবং মেন্টেন করা যায়।

ল্যামিনেটসের ধরণ

ইন্ডাস্ট্রিয়াল ল্যামিনেটস –অধিক শক্তিশালী হওয়ার কারণে ইন্ডাস্ট্রিয়াল ল্যামিনেটসের স্থায়িত্ব আর টেকসইতা তুলনামূলকভাবে বেশি হয়।হাসপাতাল ও অন্যান্য ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হওয়া এই হাই পারফর্মেন্স ল্যামিনেটস ফায়ার রিটার্ডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং কেমিক্যাল রেসিস্টেন্ট গুণে সমৃদ্ধ।

ডেকোরেটিভ ল্যামিনেটস –ডেকোরেটিভ ল্যামিনেটসের টেকশ্চার,প্যাটার্ন্স,কালার্স আর ফিনিশের বৈচিত্রের কারণে অপূর্ব আকর্ষণীয়।এই মেটিরিয়ালের থিকনেস ১এম এম এর মতন।এর নিরাপত্তামূলক ও নান্দনিক বৈশিষ্ট্যের কারণে শেল্ফ,ক্যাবিনেটস,ডোরস আর অফিস কিউবিকলের জন্য আদর্শ।

পোস্ট ফর্মড ল্যামিনেটস –রেগুলার ল্যামিনেটসের তুলনায় পোস্ট -ফর্মড ল্যামিনেটস পাতলা আর অনেক ফ্লেক্সিবল হয়।টেবল,কল্যুমস আর অন্যান্য জিনিস একে দিয়ে মুড়ে দেওয়া হয়।

কম্প্যাক্ট ল্যামিনেটস –এই ল্যামিনেটসের বৈশিষ্ট্য হল থিকনেস আর সেলফ সাপোর্টিং তাই অন্য অ্যাডিশনাল অ্যাডেসিভের প্রয়োজন হয়না।

ল্যামিনেট শিট প্যাটার্ন্স আর কালার্সের বিশাল বৈচিত্রে উপলব্ধ।গ্লসি,ম্যাট এমনকি লেদার ট্রিটমেন্টেও ল্যামিনেটস পাওয়া যায়।সাধারণত ল্যামিনেটস নির্মাতারা ৮ ফুট x ৪ ফুট সাইজে বানান।

ল্যামিনেটস ফ্লোরিংকে দেখতে হুবহু আসল কাঠের মতন।সলিড উড পরিবেশের পক্ষে এই মেটেরিয়ালের তুলনায় ক্ষতিকর ।ডেন্ট রেসিস্টেন্স আর ময়েশ্চার অ্যাবসর্প্শনের ক্ষেত্রে কাঠের থেকে বেশি ভালো কাজ করে।যদিও এই ল্যামিনেটের প্যাটার্ন আর সৌন্দর্য্যকে দীর্ঘকাল অমলিন রাখার জন্য নিয়মিত যত্নের প্রয়োজন।উড ফ্লোরিংয়ের মতন কিন্তু ল্যামিনেট ফ্লোরিং একবার নষ্ট হয়ে গেলে তাকে আবার লাগানো যায়না।

সহজে ইনস্টলেশন –যে ফ্লোরিং আছে তার ওপরে ল্যামিনেট ফ্লোটিং ইনস্টলেশন করা ভাল।ভিট্রেফায়েড টাইল অথবা মার্বল ফ্লোরিংয়ের মতন ল্যামিনেট ফ্লোরিংয়ে গ্রাউট পেস্ট,সিমেন্ট অথবা অ্যাডেসিভের প্রয়োজন হয় না।সহজে ইনস্টল করতে এই সাবফ্লোরকে ফ্ল্যাট,মসৃণ এবং পরিষ্কার রাখতে হয়।বাড়িতে ল্যামিনেট ক্যাবিনেট ইনস্টল করা বেশ সোজা। ফার্ণিচার সারফেসে হাই গ্রেড অ্যাডেসিভ দিয়ে শিটস লাগিয়ে নেওয়া যায়। শিটস লাগানোর আগে পুরো সারফেস ভালো করে ঘষে নিতে হবে।

সহজ মেন্টেনেন্স –ল্যামিনেট প্যাটার্নের সৌন্দর্য্য দীর্ঘকাল অক্ষুণ্ণ রাখতে এর নিয়মিত মেন্টেনেন্স জরুরি। আসল কাঠের তুলনায় সহজে পরিষ্কার করা যায়।এখানে বলা দরকার দীর্ঘসময় ধরে জলের সংস্পর্শে এর আকৃতি আর সৌন্দর্য্যে বিকৃতি হয়।এছাড়া এই মেটেরিয়ালের ভঙ্গুর প্রকৃতির জন্য ছোট আকারে ভাঙলে বা কাটলে স্থায়িত্ব দুর্বল হয়ে যায়।ভালো করে পরিষ্কার করতে শুকনো কাপড় দিয়ে মোছা ভাল।তরল কিছু পড়লে  সঙ্গে সঙ্গে ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে।

পরিশেষে

উড ফিনিশ মেটেরিয়ালের ক্ষেত্রে ভিনিয়ের্সের তুলনায় কমদামি। সলিড হার্ডউড ফ্লোরিংয়ে ল্যামিনেটেড উড ফ্লোরিং সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিকল্প।ওপরে উল্লেখিত বর্ণনায় প্রমাণিত ল্যামিনেট শিট কতটা বিশ্বস্ত এবং আজকের আধুনিক বাড়ির ইন্টেরিয়রের জন্য আদর্শ যা কোনো ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না। সেঞ্চুরি প্লাই আপনার বাড়ির জন্য বেস্ট ল্যামিনেটস তৈরি করে এই কথাটি মনে রাখবেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *